ভারতবর্ষের কোটি কোটি মানুষের খাদ্য সংক্রান্ত ভরসার জায়গা নিশ্চিত করে রেশন দপ্তরের (WBPDS) প্রদত্ত রেশন কার্ড। কিন্তু কিছু অসাধু চক্র সরকারের এই সুবিধার অপব্যবহার করছে। পূর্বের হাতে লেখা কার্ডের পরিবর্তে এখন এসেছে ডিজিটাল কার্ড। তাই বিভিন্ন ধরণের জালিয়াতি ধরা পড়ায় বিশেষ ব্যবস্থা গ্রহণে সক্রিয় হয়েছে খাদ্য দপ্তর। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
রেশন কার্ড (Ration Card) যাতে বাতিল(Cancelled) না হয়, সে বিষয়ে নজর দিন।
ডিজিটালাইজেশন দেশকে দেখাচ্ছে নতুন পথ। সাধারন মানুষের বায়মেট্রিক পদ্ধতি ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে আধার কার্ডে। তাই এখন রেশন তুলতে গেলে আধার কার্ডের নাম্বার আর বায়মেট্রিক আঙ্গুলের ছাপ দিলেই মিলছে আধার। দেশের প্রত্যেকেরই করা হছহে আধার লিঙ্কং। আর এখানেই ধরা পড়ে গেল সব রকমের জটিলতা।
সরকার সম্প্রতি সারা দেশ জুড়ে প্রায় 10 লক্ষ Ration Card চিহ্নিত করেছে, যেগুলি সম্পূর্ণ ভুয়ো (Disputed). এই রেশন কার্ডগুলি শীঘ্রই বাতিল (Cancelled) করা হবে এবং তাদের রেশন সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে WBPDS এর তরফ থেকে। যাদের রেশন কার্ড জাল পাওয়া গেছে, তাদের রেশনও সরকার উদ্ধার করবে বলেই জানা গেছে। একে একে চিহ্নিত করে বাতিল করা হয়েছে রেশন কার্ডগুলি।
সারা দেশ জুড়ে 80 কোটির থেকেও বেশি মানুষ এই রেশনিং ব্যবস্থার সাথে সরাসরি নির্ভরশীল। কিন্তু অনেকেই অন্যায় ভাবে তৈরি করে নিয়েছে Ration Card যেগুলি সম্পূর্ণ ভুয়ো (Disputed). তারা কোন মতেই রেশন পাবার যোগ্য নয়। বরং তারা এতদিন দেশের প্রভূত ক্ষতি সাধন করেছে।
এবার বেকারদের ও মাসিক ৫০০০ টাকা পেনশন দেবে সরকার। কিভাবে পাবেন জেনে নিন।
ইতিমধ্যেই নাম ধরে ধরে সরকারের তরফ থেকে পাঠানো লিস্ট অনুযায়ী রেশন ডিলারেরা তাদের সংগৃহীত তথ্য পাঠাবেন জেলা সদরে। এরপরি বিশেষ পদক্ষেপ নিয়ে বাতিল করা হবে সেই সক্ল ভূয়ো Ration Card গুলি। বাতিল হয়ে গেলে আর ঐ Ration Card দিয়ে তলা যাবে না রেশন। সুতরাং সরকারের নেওয়া এই পদক্ষেপ স্বার্থক হবে।
কারা বিনামূল্যে রেশন পাবেন না?
NFSA অনুসারে,
1. Ration Card যাদের আছে তারা আয়কর দিলে রেশন বিনামূল্যে পাবেন না।
2. 10 বিঘার বেশি জমি আছে, এমন ব্যক্তিদের তালিকাও তৈরি করা হচ্ছে।
3. গত চার মাসে বিনামূল্যে রেশন নেননি তাদেরকেও নজরদারি লিস্টে রাখা হয়েছে।
4. কিছু লোক আছে যারা ফ্রি রেশন নিয়ে ব্যবসা করে তাদেরও শনাক্ত করা হয়েছে।
রেশন কার্ডের নতুন চমক, দেশের যেকোনো দোকান থেকে তুলতে পারবেন রেশন, শুধু করতে হবে ছোট্ট একটি কাজ।
সম্পুর্ণ জাল উপায়ে রেশন কার্ড ব্যবহার করার সংখ্যা যোগীরাজ্য থেকে সবচেয়ে বেশি সামনে এসেছে। তবে রেশন কার্ডধারীদের যোগ্যতা যাচাইয়ের কাজ এখনও চলছে। এই পদ্ধতি একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। এমন অভিযোগ আগেও শোনা গেছে। তবে এবারে সেই সমস্যার পূর্ণ সমাধান সম্ভবপর হতে চলেছে।
আপনি এবারে স্থানীয় রেশন ডিলার বা প্রতিনিধিদের কাছে জেনে নিন, যে এই সংক্রান্ত কাজের লিস্ট তৈরি হয়েছে কিনা? রেশন আধারের লিঙ্ক সথিকভাবে না হলেও বাদ যেতে পারে আপনার নাম। তাই সকলেরই এই বিষয়টি বেশ গুরুত্ব নিয়ে দেখা উচিত। প্রতিবেদন উপকারে এলে অবশ্যই জানা কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Writtn by Mukta Barai.
এটা কী সত্যই হবে? হলে সাধুবাদ জানাই।
Argentina
Argentina