WB HS Scholarship 2022 – এবারে উচ্চমাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য দারুন সুযোগ, রইল দুর্দান্ত 11 টি স্কলারশিপের হদিশ। Big Update.

WB HS Scholarship 2022 – এখনই করুন আবেদন।

আজ প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল (WB HS Scholarship 2022)। দীর্ঘ উদ্দীপনা নিয়ে প্রায় সাড়ে ৭ লক্ষ পরীক্ষার্থী করেছিলেন অপেক্ষা। ৪৪ দিন পর ঘটল সেই অপেক্ষার অবসান। এবার পালা শিক্ষাগত জ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার।

তবে ইচ্ছা থাকলেই সব সময় থাকে না উপায়। এমন অনেক পড়ুয়া আছেন যারা অর্থের অভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন না পড়াশোনা। এবার সেই সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের (WB HS Scholarship 2022) স্বপ্ন পূরণের জন্যই রইল একাধিক সরকারি-বেসরকারি বৃত্তি বা স্কলারশিপের হদিশ।

১) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (SVMCM)-
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা গৃহীত এটি একটি অন্যতম স্কলারশিপ। স্কলারশিপ এর মাধ্যমে দশম শ্রেণী পাস করার পর অর্থাৎ একাদশ-দ্বাদশ থেকে শুরু করে স্নাতক-স্নাতকোত্তর এবং গবেষণার ক্ষেত্রেও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। (WB HS Scholarship 2022)

আবেদনপত্র পূরণের প্রক্রিয়া-
স্নাতক স্তরের পড়ুয়াদের এই স্কলারশিপ পেতে হলে উচ্চমাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষাতে পেতে হবে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর। তবে স্নাতক স্তরে সায়েন্সে পাওয়া যাবে বার্ষিক ১৮ হাজার টাকা। মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে পাওয়া যাবে বার্ষিক ৬০ হাজার টাকা। অন্যদিকে আর্টস ও কমার্স নিয়ে পড়লে পাওয়া যাবে বার্ষিক ২৪ হাজার টাকা। (WB HS Scholarship 2022)
আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইট

২) কন্যাশ্রী প্রকল্প-
এটিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা গৃহীত এটি একটি অন্যতম স্কলারশিপ (WB HS Scholarship 2022)। যে সমস্ত ছাত্রীদের পূর্বে K1 পাওয়া হয়ে গিয়েছে। তবে মেলানি K2, তারা কলেজে পুনরায় এর জন্য আবেদন জানাতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত একজন হতে হবে। সঠিকভাবে পূরণের পর আবেদনপত্র গৃহীত হলে আবেদনকারী পাবেন এককালীন বার্ষিক ২৫ হাজার টাকা। আরো বিশদে জানতে ফলো করুন
অফিশিয়াল ওয়েবসাইট

৩) নবান্ন স্কলারশিপ-
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল কর্তৃক একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ (WB HS Scholarship 2022) প্রদান করা হয়। তবে এই আবেদনকারীকে অবশ্যই করতে হবে রাজ্যের কোন বিশ্ববিদ্যালয়ের অধীন কোন কলেজ থেকে পড়াশোনা। পাশাপাশি অবশ্যই হতে হবে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা।

আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে। আরো বিশদে জানতে ফলো করুন
অফিশিয়াল ওয়েবসাইট

৪) ওয়েসিস স্কলারশিপ-
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক গৃহীত সংরক্ষিত শ্রেণী অর্থাৎ SC, ST, OBC ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ টাকার নিচে। (WB HS Scholarship 2022)

স্নাতক স্তরে আর্টস বা কমার্স বা সাইন্স নিয়ে পড়া ছাত্র-ছাত্রীরা পাবেন বার্ষিক ৩,৬০০ টাকা থেকে ৯,০০০ টাকার মধ্যে। হোটেল ম্যানেজমেন্ট কিংবা LLB অথবা নার্সিং বা ফার্মেসি নিয়ে পড়া ছাত্রছাত্রীরা পাবেন বার্ষিক ৬,৩৬০ টাকা থেকে ৯,৮৪০ টাকা পর্যন্ত।
আরো বিশদে জানতে ফলো করুন
অফিশিয়াল ওয়েবসাইট

৫) ঐক্যশ্রী প্রকল্প-
রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যাতে উচ্চশিক্ষায় বাধা না প্রাপ্ত করে, সেই উদ্দেশ্যেই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। তবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের কেন্দ্র ও রাজ্য সরকারের অধীন এবং স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পারসি এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে যেকোনো একটি সম্প্রদায়ের অধীন হলেই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

এছাড়াও আবেদনকারীকে-
১) পরিবারের বার্ষিক আয়ের ২ লক্ষ বা তারও কম হতে হবে।
২) পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। (প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে দরকার পড়বে না)। (WB HS Scholarship 2022)
এ বিষয়ে বিশদে জানতে হলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট

৬) সাসাকাওয়া ইন্ডিয়ান লেপ্রোসি ফাউন্ডেশন (S-ILF) স্কলারশিপ-
সাসাকাওয়া ইন্ডিয়ান লেপ্রোসি ফাউন্ডেশনের তরফে সেই সমস্ত পিছিয়ে পড়া অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি নতুন স্কলারশিপের ঘোষণা করা হয়েছে। (WB HS Scholarship 2022)
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা-
১) যেকোনো প্রফেশনাল কোর্সে পাঠরত প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী এতে আবেদন করতে পারবেন। যেমন ব্যাচেলার ডিগ্রী, মাস্টার্স ডিগ্রী, ডিপ্লোমা কোর্স।
২) স্কলারশিপটিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৭ বছরের বেশি হতে হবে।

৩) পূর্ববর্তী কোর্স অর্থাৎ ২০২১ বা ২০২২ সালে শেষ হয়েছে এমন প্রার্থীদের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। (WB HS Scholarship 2022)
৪) পরিবারের একজনই সদস্যই কেবলমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৫) স্কলারশিপে আবেদনকারীর জন্য আবেদনকারীরা পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা, দিল্লি, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্যের বাসিন্দা হলে আগে সুবিধা পাবেন।
৬) অবশ্যই করা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা চালাতে হবে।

আবেদন পদ্ধতি-
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নিম্নে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র- (WB HS Scholarship 2022)
১) সেল্ফ অ্যাটেস্টেড সহ নিজের পাসপোর্ট সাইজ ছবি।
২) জন্মের শংসাপত্র বা জন্ম তারিখ সম্বন্ধিত অন্যকোন প্রমাণপত্র।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা কলেজ পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
৪) অ্যাডমিশন লেটার।
৫) পিতা-মাতার লেপ্রোসি হওয়ার সার্টিফিকেট।

উপরিউক্ত সমস্ত নথিপত্র অনলাইনে আবেদন করার সময় স্ক্যান ও সেল্ফ অ্যাটেস্টেড করে যথাস্থানে আপলোড করতে হবে। (WB HS Scholarship 2022)
স্কলারশিপের প্রদান করা অর্থের পরিমাণ-
যোগ্য প্রার্থীদের টিউশন ফি, হোস্টেল খরচ, মেস ফি, অ্যাডমিশন ফি সবই এই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হবে। মোট ২৭ জনকে প্রার্থীকে ইন্টারভিউয়ের মাধ্যমে এই স্কলারশিপ দেওয়ার জন্য বেছে নেওয়া হবে।

এ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন- Sasakawa India Leprosy Foundation, 2nd Floor, IETE Building, 2, Institutional Area, Lodhi Road, New Delhi- 110003.
আরও জানতে এখানে ক্লিক করুন

৭) পারম্পরিক স্কলারশিপ-
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যারা নার্সিং, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অথবা গ্রাজুয়েশনে পড়াশোনা করতে ইচ্ছুক তারা এটিতে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের থাকতে হবে উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৮০ শতাংশ নম্বর। (WB HS Scholarship 2022)

এবারের উচ্চমাধ্যমিকে কবে এবং কিভাবে করা যাবে রিভিউয়ের জন্য আবেদন?

আবেদন প্রক্রিয়া-
নিচে দেওয়া ইমেইল আইডিতে ছাত্র-ছাত্রীরা নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, ফোন নম্বর, বর্তমান কোর্সের ডিটেলস, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ, উচ্চমাধ্যমিক পাশের বছর, পারিবারিক বার্ষিক আয়, রিমার্ক (যদি থাকে) লিখে মেইল করতে হবে। সাথে দিতে হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ও বর্তমান কোর্সের রিসিপ্ট স্ক্যান করা কপি।
আবেদনের করার ইমেইল আইডি- paramparik_tradition@yahoo.co.in

৮) জিপি বিড়লা স্কলারশিপ-
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা করতে পারবেন এই স্কলারশিপের জন্য আবেদন। ১০০ জনকে দেওয়া হবে এই স্কলারশিপ। তবে পেতে হবে উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৮০ শতাংশ নম্বর। আবেদনকারীরা পাবেন বার্ষিক ৫০ হাজার টাকার স্কলারশিপ। আবেদন করতে হবে অফলাইনে। (WB HS Scholarship 2022)
আরো জানতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটে

45 কোটি SBI গ্রাহকদের সতর্ক করে দিলো ষ্টেট ব্যাংক কর্তৃপক্ষ, দায় নেবেনা ব্যাংক

৯) প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ-
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা করতে পারবেন এই স্কলারশিপের জন্য আবেদন। ২৫ জনকে দেওয়া হবে এই স্কলারশিপ। আবেদন করা যাবে অফলাইন এবং অনলাইন দুটি ভাবেই। তবে আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা। (WB HS Scholarship 2022)
আরো জানতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটে

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন প্রাইভেট স্কলারশিপ বা বেসরকারি স্কলারশিপের সাহায্যও নিতে পারবেন। এমন কয়েকটি বেসরকারি স্কলারশিপের নাম-
১) অনন্ত মেধাবৃত্তি
২) আলো স্কলারশিপ স্কিম
শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।
Written by Manisha Basak.

প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button