ব্যাংক ধর্মঘট (Bank Strike on January)

Bank Strike on Januyary 2023:
আর্থিক লেনদেন মাত্র কয়েক মিনিট থমকে গেলেই দেশ প্রভুত ক্ষতির সম্মুখীন হয়। ব্যাংক ধর্মঘট সেক্ষেত্রে সারা দেশের অর্থনীতিতে কতটা প্রভাব বিস্তার করে, সেটি নিশ্চয়ই ধারণার বাইরে নয়। এই মাসের শেষের দিকেই সারা দেশ জুড়ে ব্যাংক গ্রাহকেরা বেশ বড় রকমের সমস্যার মুখোমুখি হতে চলেছেন।

Advertisement

ব্যাংক ধর্মঘট বা Bank Strike কবে?

ব্যাংক ধর্মঘট বা Bank Strike পালনের জন্য সমস্ত কর্মীদের সারা দেশ জুড়ে ব্যাংক বন্ধ রাখার এই সিদ্ধান্ত। এর ফলে শুধুমাত্র ব্যাংকই নয়, বন্ধ রাখা হবে সমস্ত ATM. এর ফলে গ্রাহকদের টাকা তোলা জমা করার জন্য কোন বিকল্পই আর খোলা রইল না। কারণ বর্তমানে ব্যাংকের শাখা বন্ধ থাকলেও টাকা জমা তোলা করার জন্য সাধারণ মানুষের মধ্যে মেশিনে টাকা জমা দেবার প্রচলন বেশ জনপ্রিয়।

এবারে জেনে নেওয়া যাক যে, কবে থেকে বন্ধ হতে চলেছে এই ব্যাংক? ব্যাংক ধর্ম ঘটের সিদ্ধান্ত অনুসারে সারা দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকতে চলেছে আগামী 28.01.2023 তারিখ, শনিবার থেকে 31.01.2023 তারিখ, মঙ্গলবার পর্যন্ত। এই ব্যাংক ধর্মঘট ডেকেছে ব্যাংক ইউনিয়ন।

Ads

এই সিদ্ধান্তের জেরে 4 দিন ধরে বন্ধ থাকতে চলেছে ব্যাংকের পরিষেবা। কারণ মাসের চতুর্থ শনিবার ব্যাংক সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। এর ফলে আগামী ফেব্রুয়ারি মাসের পয়লা তারিখের আগে ব্যাংকের কাজ করা সম্ভব হবে না। তবে কি কারণে হতে চলেছে এই Bank Strike বা ব্যাংক ধর্মঘট? সেই বিষয়ে অল্প বিস্তর জেনে নেওয়া যাক।

Advertisement

সম্প্রতি মুম্বাইতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU)-র একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ব্যাঙ্ক ইউনিয়নগুলি দুই দিনের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। মূলত, তাদের কাঙ্ক্ষিত দাবি পূরণে সরকারকে চাপ দিতেই ব্যাংক ইউনিয়নগুলি এই ধর্মঘটের পথে হেঁটেছে।

Advertisement

কেরিয়ার সংক্রান্ত সাপ্তাহিক রাশিফল (23-29শে জানুয়ারি, 2023) শিক্ষা চাকরী, ব্যবসা।

এই প্রসঙ্গে তথ্য প্রদান করে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটাচালাম জানিয়েছেন যে, ইউনাইটেড ফোরামের একটি বৈঠক হয়েছে। যেখানে 2 দিনের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি হল, ব্যাঙ্কিং কাজ 5 দিনের করতে হবে। এর পাশাপাশি পেনশনও আপডেট করতে হবে।

Ads

নিয়ম না মানায় আরও 5 টি ব্যাংকে জরিমানা, আইন না মানলে লাইসেন্স বাতিল, আপনার একাউন্ট নেই তো?

এই সকল বিষয় ছাড়াও ব্যাংক কর্মীরা তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত (Salary Hike) বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বিশেষ আলোচনা করার দাবী জানিয়েছেন।
সুতরাং ধর্মঘটের দিনে ব্যাংক পরিষেবা ব্যাহত হবে। এই বিষয়ে আপনার অতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। এমন আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখতে থাকুন। এছাড়া আপনার সাজেশন আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement
4 thoughts on “Bank Strike – সারা দেশে ব্যাংক ধর্মঘট, মহাসংকটে দেশবাসী। কবে কবে ব্যাংক বন্ধ জেনে নিন।”
  1. Nijeder salary ta stop rekhe strike dakte parto..salary uber samoy strike deke Bose ache..ekta kaj niye gele to 5 ber na ghorale oder chole na..age nijeder service thik koruk..na hole sakal 8 ta theke rat 8 ta pajyoto Bank khola rekhe week e 5 days asuk

  2. The demands of the Bank employees are very much logical because the pensions of the bank employees have not been revised since inception and as a result, all the higher employees of the bank retired from their services as officers, managers are now getting very lower pensions in comparisons with the present day clerical staffs getting pensions. From 1986 to 2022 i.e approx. 36 years passed but no pension revision was feasible in the banking industry owing to faulty pension plan making. But despite several reminders and notices, protests to Bank Administration (IBA) and the Government, both are bypassing very cleverly and tactfully and those weren’t not actually desirable for any employees’ concerns. So now bank employees’ unions are using their last weapon – STRIKE ultimately?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *