রেশনের সাথেই এবারে দিচ্ছে বছরে 3টি ফ্রি LPG. নিয়ম জেনে আবেদন করুন।

বাড়তি দ্রব্যমূল্যের বাজারে রান্নার জন্য ব্যবহৃত LPG গ্যাসের বর্ধিত দামে নাজেহাল দেশবাসী। বিষয়টি নজরে এসেছে উর্দ্ধতন কর্তৃপক্ষের। সাধারণের এই পরিস্থিতির কথা মাথায় রেখেই বছরে ৩টি করে সিলিন্ডার দেওয়ার এই জনহিতকর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই সুবিধা পেতে গেলে আপনাকে সঠিক ভাবে জেনে নিতে হবে পুরোটাই।

এই মুহূর্তে সারা দেশের প্রধান শহরগুলির দিকে তাকালে দেখা যায় LPG সিলিন্ডারের দাম সব রাজ্যের ক্ষেত্রেই 1 হাজার টাকার উপরে। কলকাতায় LPG Gas সিলিন্ডারের দাম 1079 টাকা, দিল্লিতে 1053 টাকা, মুম্বইয়ে 1052 টাকা এবং চেন্নাইয়ে 1068 টাকা এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। এর মধ্যেই এই সিদ্ধান্তে খুশি রাজ্যবাসী।

প্রতি মাসে প্রত্যেক পরিবারেই প্রায় ১টি করে LPG গ্যাসের সিলিন্ডার লেগেই যায়। ফলে সারা বছরে রান্নার গ্যাসের জন্য গুণতে হয় মোটা টাকা। অপরদিকে আবার একটি নতুন নিয়মে বছরে ১৫ টির বেশি সিলিন্ডার বুক করাও যাবেনা। কারণ বহু ক্ষেত্রেই কেন্দ্রের কাছে তথ্য আছে যে Domestic গ্যাস ব্যবহার করা হচ্ছে নানা রকমের ব্যবসার ক্ষেত্রে।

Lpg গ্যাস সিলিন্ডার ব্যবহারের নতুন নিয়ম, না মানলে ভর্তুকি পাবেন না।

এবারে সরকারি সিদ্ধান্তে বছরের জন্য ৩টি করে সিলিন্ডার পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তবে এর জন্য কিছু নিয়ম মানতে হবে। আসুন দেখে নেই নিয়মগুলি।
১.উত্তরাখন্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. থাকতে হবে অন্ত্যোদয় রেশন কার্ড।
৩. রেশন কার্ডের সাথে অবশ্যই আধার এবং ব্যাঙ্কের বই লিঙ্ক করা থাকতে হবে।

কখন থেকে পাবেন ফ্রি LPG সিলিন্ডার?

সম্প্রতি উত্তরাখন্ড সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম সিলিন্ডার পাওয়া যাবে এপ্রিল মাস থেকে জুলাই মাসের মধ্যে। দ্বিতীয় সিলিন্ডার পাওয়া যাবে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে। আর সর্বশেষ গ্যাস সিলিন্ডারটি ফ্রিতে পাওয়া যাবে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। এই নির্দিষ্ট সময়কাল পেরিয়ে গেলে আর ঐ স্লটের ফ্রি গ্যাসটি পাওয়া সম্ভব হবে না।

LPG রান্নার গ্যাস বুকিং এ নিষেধাজ্ঞা, এইমাসে আর গ্যাস পাবেন না, নতুন নিয়ম জেনে নিন।

এই সুবিধা কারা পাবেন না?
গ্যাস এজেন্সির সাথে আপনাকে অবশ্যই নিজের অন্ত্যোদয় রেসন কার্ডটি সংযুক্ত করে রাখতে হবে। নাহলে এই ফ্রি সুবিধা পাওয়া যাবে না। এছাড়া লিঙ্কের যেকোনো সমস্যা থাকলেও গ্রাহকেরা এই সুবিধা থেক সম্পূর্ণ বঞ্চিত হবেন। উক্ত রাজ্যের প্রায় ২ লক্ষ মানুষ এই প্রকল্পে উপকৃত হবেন। আর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে রাজ্যের রাজকোষ থেকে ৫৫ কোটি টাকা খরচ করা হবে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গ্যাসের দাম অনেকটাই বেশি। এই রাজ্যেও এমন সিদ্ধান্ত নিলে বিপুল সংখ্যক রাজ্যবাসীর মুখে ফুটবে খুশির ছোঁয়া। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে কি এমন কোন সিদ্ধান্ত হতে পারে পশ্চিমবঙ্গে? জানান কমেন্ট বক্সে। আরও অন্যান্য খবর পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

সুখবর বাংলা

1 thought on “রেশনের সাথেই এবারে দিচ্ছে বছরে 3টি ফ্রি LPG. নিয়ম জেনে আবেদন করুন।”

  1. Kono kichhu free chai na, sudhu chai rajyo ta sringkhyoler majhe thakuk, srilankar mato hate deowa jabe na, tai free chai na…

    Reply

Leave a Comment