BSNL update

BSNL এর দারুণ অফার যা দেখলে আপ্নানে চমকে যেতেই হবে। কারণ, এই প্রথম, BSNL মাত্র 100 টাকার কমে দিচ্ছে দারুণ অফার। এই রিচার্জ করলেই আপনি একসাথে পাবেন সব ধরণের সুবিধা। ভারতের টেলিকম জগতে BSNL এই কারণেই সকলের কাছে বেশ জনপ্রিয়।

Advertisement

খুব তাড়াতাড়ি BSNL মার্কেটে নিয়ে আসতে চলেছে 5G, রিচার্জ ভ্যালুও সাধ্যের মধ্যে থাকবে।

টেলিকম জগতে এখন উন্নত থেকে উন্নততর হচ্ছে ইন্টারনেট পরিষেবা। সুবিধা দিচ্ছে Jio, Airtel, Vi এর মতো বেসরকারি টেলিকম কোম্পানিগুলি। তাদের সাথে সমানে সমানে টেক্কা দিয়ে টেলিকম মার্কেটে এখনো লড়াইয়ে সামিল আছে BSNL.

এর প্রধান কারণ হল খুব কম খরচে বিএসএনএল তার গ্রাহকদের দিয়ে থাকে সব রকমের সুবিধা। তবে এবারে 94 টাকার প্ল্যানে এল বিশেষ পরিবর্তন। আগে এই মূল্যের রিচার্জ প্যাকে থাকতো 3GB ডেটার অফার। এর জন্য থাকতো দীর্ঘ 30 দিনের ব্যবহারিক সময়সীমা।

Ads

এর সাথে আরও থাকতো 200 মিনিট পর্যন্ত ভয়েস কলিং এর দারুণ সুযোগ। এই ক্ষেত্রেও ভ্যালিডিটি থাকতো 90 দিনেরই। তবে এবারে কি কি পরিবর্তন করতে চলেছে বিএসএনএল! চলুন বিস্তারিত আলোচনা করে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisement

এবারে নতুন করেই অফারটিকে সাজিয়ে তুলেছে বিএসএনএল কোম্পানি। তবে এতে গ্রাহকেরা কতটা লাভবান হবেন, তা দেখে নেওয়া যাক। শুধুমাত্র এই 94 টাকার প্ল্যানেই নয়। অন্যান্য অনেক প্ল্যানেই অল্প বিস্তর পরিবর্তন এনেছে কোম্পানি।

Advertisement

Jio এর 100 টাকার ক্যাশব্যাক সহ Best Ever রিচার্জ প্ল্যান! ঝটপট দেখুন।

বর্তমানে কি সুবিধা দেওয়া হবে?এই 94 টাকার প্ল্যানে এবার থেকে মিলবে 3GB ইন্টারনেট সার্ফিং এর সুযোগ। এই সুবিধা আগেই ছিল। এছাড়া আরও মিলবে 200 মিনিটের ভয়েস কলিং এর সুবিধা। তবে ভ্যালিডিটি পিরিয়দে আনা হচ্ছে বেশ বড় রকমের পরিবর্তন।

Ads

এক্ষেত্রে আর 90 দিনের ভ্যালিডিটি মিলবে না গ্রাহকদের। এবার থেকে এই 94 টাকার প্যাকে মিলবে মাত্র 30 দিনের ভ্যালিডিটি। অর্থাৎ কমিয়ে দেওয়া হল 60 দিন। এর ফলে গ্রাহকদের গুণতে হবে বাড়তি টাকা। আগে 94 টাকার রিচার্জ করলে দীর্ঘ 90 দিন থাকা যেত নিশ্চিন্ত। এবার থেকে আর তা হচ্ছে না।

অর্থাৎ, আগের টাকায় যে সুবিধা মিলতো গ্রাহকদের, সেই সুবিধা পেতে গেলে রিচার্জের খরচ হিসেবে বেড়ে গেল 3 গুণ। আগে 94 টাকায় সুবিধা মিলতো 90 দিনের জন্য। আর এবারে সেই 90 দিনের সুবিধা পেতে 1 বারের জায়গায় এখন রিচার্জ করতে হবে 3 বার। হিসেবে 3 Times Increase করা হল BSNL Recharge Plan – এ।

এয়ারটেল গ্রাহকদের খরচ বাড়লো, আগের প্ল্যান সব বাতিল।
নুন্যতম রিচার্জ কত?

যেহেতু BSNL নতুন পরিষেবা দিতে চলেছে গ্রাহকদের এবং আনা হচ্ছে আরও বিসদ পরিকাঠামোগত উন্নয়ন, সেহেতু রিচার্জ প্ল্যানেও এই পরিবর্তন স্বাভাবিক। তবে গ্রাহকদের মধ্যে এর কতটা প্রভাব পড়বে, তা দেখার বিষয়। আপনার কি মতামত? জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *