Mobile Recharge এর দারুণ অফার! এই দীপাবলিতে 1 মাসের রিচার্জে পান 2 মাস ফ্রি। দেখে নিন।

জিও, এয়ারটেল বা ভোডাফোন নয়। Mobile Recharge এর সেরা অফার দিচ্ছে BSNL.

মোবাইল এখন ঘরে ঘরে। আর কোন কাজ হোক বা নাই হোক, Mobile Recharge এর দরকার পড়ে সবারই। তাও আবার এক্কেবারে নিয়ম করেই। কারণ, এখন ইন্টারনেট ব্যবহার করুণ আর নাই করুন, ভ্যালিডিটি বাড়ানোর জন্য মোবাইল পিছু প্রতি মাসে আপনাকে টাকা খরচ করতেই হবে।

প্রত্যেকেরই ঘরে জনপ্রতি একটি করে মোবাইল থাকেই। তারপরে যদি হয় আধুনিক প্রযুক্তির মোবাইল ফোন, তাহলে আবার দুটি সিমকার্ডও ব্যবহার করেন অনেকে। সেক্ষেত্রে বাজারের সবচেয়ে সস্তা Mobile Recharge প্ল্যান পেলে মাসে খরচ কমে যাবে অনেকটাই। আজকে জেনে নেবো BSNL বেশ আকর্ষণীয় কয়েকটি প্ল্যান সম্পর্কে।

Mobile Recharge প্ল্যান গুলির মধ্যে BSNL এর সবথেকে ছোট প্ল্যান যা হল STV-48. এই প্ল্যানে পাওয়া যাবে পুরো 30 দিনের ভ্যালিডিটি। সাথে আরও দেবে 10 টাকার টকটাইম। এছাড়া প্রতি কলে মাত্র 20 পয়সা/মিনিট হারে টাকা কাটা হবে এই প্ল্যানে। সব থেকে আর গ্রাহক উপযোগী প্ল্যান দিয়ে থাকে BSNL.

বিনামূল্যে বিএসএনএল 4G সিম কিভাবে পাবেন?

এরপর BSNL এর আরও একটি লোভনীয় Mobile Recharge প্ল্যান হল STV_347 প্ল্যান। এক্ষেত্রে গ্রাহকেরা পেয়ে থাকেন 54 দিনের বিশাল ভ্যালিডিটি পিরিয়ড। সাথে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। প্রতিদিন 2GB করে উচ্চ গতির ইন্টারনেট এর সুবিধা, যার ফলে মোবাইলে চলবে ভিডিও দেখা আর নানা রকমের গেমিং। পড়াশোনার ক্ষেত্রেও এই প্ল্যান বেশ উপযোগী।

এছাড়াও যাদের Android Mobile থাকলেও শুধুমাত্র কথা বলা ছাড়া আর কোন কাজে যেমন ইন্টারনেট সার্ফিং এ মোবাইল ব্যবহৃত হয় না তারা Mobile Recharge Plan-999 টাকার 200 দিনের আনলিমিটেড কলিং এর সুবিধা নিতেই পারেন। এক্ষেত্রে আপনার মাসে অনেক টাকা সাশ্রয় হবে এবং মাসে মাসে রিচার্জ করার চিন্তাও থাকবে না।

দিওয়ালী মোবাইল রিচার্জ অফার, মাত্র 47 টাকায় চলবে 90 দিন, এই তারিখের মধ্যে রিচার্জ করুন।

এবারে আসি সেই প্ল্যান যাকে চলতি ভাষায় জলের দামে ফলের রস বললে নেহাতই ভুল বলা হবে না। এই প্ল্যান ১০ই জুন, ২০২২ এ চালু হলেও জানেন না অনেকেই। এটি হল Plan-797. এই প্ল্যানে দিচ্ছে পুরো ৩৬৫ দিনের ভ্যালিডিটি। সাথে থাকছে ৬০ দিনের আনলিমিটেড কলিং এর সুবিধা। একবার রিচার্জ করে নিলে আর সারা বছরে চিন্তা করতে হবে না। অন্যান্য কোম্পানির প্ল্যানগুলির সাথে হিসেব করে দেখলে তা 1 মাসের প্ল্যানের টাকায় 3 মাস চলার মতোই সাশ্রয়ী।

এছাড়াও Plan- 699, Plan- 666, Plan- 249, Plan- 197 লং ভ্যালিডিটি প্ল্যান হিসেবে বেশ আকর্ষণীয়। আপনার চলতি নাম্বারকে পোর্ট করে BSNL সিমের লাভ নিতে পারেন। এছাড়া নতুন সিম হিসেবে BSNL ব্যবহার করতেও পারেন। এমন আরও প্ল্যান সম্পর্কে জানতে আমাদের আগের পোস্টগুলি দেখে নিতে পারেন ওয়েবসাইট থেকে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

সম্পাদক

Leave a Comment