সম্পূর্ণ 38% DA দিতে হবে একসাথেই। অর্থদপ্তরের নতুন 5 টি গুরুত্বপূর্ণ আপডেট! বিশদে জানুন।
DA সরকারি কর্মীদের আইনি অধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে হাইকোর্টে।
DA সরকারি কর্মীদের আইনি অধিকার তা সে রাজ্য সরকারি কর্মী হোক, বা হোক কেন্দ্রীয় সরকারি কর্মী। ডিএ সংক্রান্ত বিশেষ গুরুত্বপূর্ণ নোটিস জারি করল অর্থদপ্তর। এর ফলে সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত সকল প্রকার প্রশ্নের অবসান হচ্ছে জুলাই মাস থেকেই। আসুন জেনে নি বিষয়গুলি।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের উদ্দেশ্যে দেশের অর্থ দপ্তর থেকে সংশোধিত DA সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি হল। এই সরকারি নির্দেশিকা অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্র 4% মহার্ঘ্যভাতা বৃদ্ধির ঘোষণা করেছে।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই 4% বেতন বৃদ্ধি হতে চলেছে 1 লা জুলাই, 2022 থেকেই। আর এক্ষেত্রে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই 3 মাসের DA সরকারি কর্মীদের একসাথে এরিয়ার হিসেবেই দেওয়া হবে। অর্থাৎ, কর্মীরা নতুন নিয়মে 4% তো বাড়তি করে পাবেনই। সাথে বাকিটা পাবেন এরিয়ার হিসেবে।
ডিএ বৃদ্ধির সাথে সাথে জল্পনা শুরু হয়েছে HRA বৃদ্ধি নিয়েও। সূত্রের খবর, HRA বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হতে পারে খুব শীঘ্রই। তবে আসুন এবারে 5 টি গুরুত্বপূর্ণ আপডেট দেখে নি ঝটপট। প্রথমত, নতুন হারে দেওয়া হচ্ছে বেতন। অর্থাৎ, আগে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের মুল বেতনের সাথে 34% হারে মহার্ঘ্যভাতা পেতেন। এবারে 1 লা জুলাই, 2022 থেকে মিলবে 38% হারে।
সরকারি কর্মচারীদের বাড়ছে DA Rates, পূজোতেই মিলবে সুসংবাদ, Big News.
আসুন, একটি উদাহরণ সহকারে আলোচনা করা যাক। ধরা যাক এক ব্যক্তির মুল বেতন 30,000 টাকা। তিনি পূর্বে মহার্ঘ্যভাতা হিসেবে পেতেন 10,200 টাকা। এবারে 4% বাড়ায় তার বেতন বৃদ্ধি হচ্ছে 1200 টাকা। অর্থাৎ, তিনি এবারে DA বাবদ পাবেন 11,400 টাকা। এভাবে আপনি আপনার মুল বেতনের নিরিখে বেতন হিসেব করে নিন।
উক্ত নোটিস অনুসারে এই 4% মহার্ঘ্যভাতা বৃদ্ধি FR 9(21) নম্বর নিয়মের বাইরেই থাকবে। এক্ষেত্রে সরকারি কর্মীদের অবসরকালীন নিয়ম কানুন লিপিবদ্ধ করা আছে। এছাড়া, হিসেবের ক্ষেত্রে যদি কখনো 50 পয়সা আসে সেক্ষেত্রে পরবর্তী পূর্ণসংখ্যা ধরা হবে। আর 49 পয়সা পর্যন্ত হলে তার আগের পূর্ণসংখ্যা থাকবে।
এবার ছুটি না নিয়ে, জমিয়ে রাখলে টাকা পাবেন সমস্ত কর্মচারী, PDF Download.
কেন্দ্র নিয়ম করেই বাড়াচ্ছে মহার্ঘ্যভাতা। কিন্তু পশ্চিমবঙ্গে হাইকোর্টের নির্দেশ থাকলেও মিলছে না বকেয়া। আর ষষ্ঠ পে কমিশনের হিসেবে মিলছে মাত্র 3% DA. রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের কপালে চিন্তার ভাঁজ। কারণ এই মহার্ঘ্যভাতা বাড়লেই তাদের মোট বেতনে বৃদ্ধি ঘটে।
এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি আলাদা করে আবার আসবে রেলদপ্তর এবং সুরক্ষা দপ্তরের জন্য। কারণ DA বৃদ্ধি হলে এই দুটি দপ্তর আলাদাভাবেই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এটি খুব শীঘ্রই প্রকাশিত হবে। এমন আরো খবর পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.
এক দেশ এক ডিএ হওয়া উচিৎ। সরকার কেন বিভাজন সৃষ্টি করছে?