রান্নার গ্যাসের দাম বাড়ছে, (Big Changes on lpg gas Price)

নতুন বছর আসতে হাতে বাকি মাত্র কয়েক ঘন্টা। আর এই নতুন বছর 2023 থেকেই বদল আসতে চলেছে রান্নার গ্যাসের দাম থেকে ব্যাংকের সুদ, ক্রেডিট কার্ডের মতো বেশ কিছু গুরুত্বপুর্ন বিষয়ে। এতে কপালে চিন্তার ভাঁজ পড়বে সাধারণ মধ্যবিত্তের। কি কি বিষয়ে আসতে চলেছে কোন কোন বদল! আসুন তা বিস্তারিত আলোচনায় জেনে নেওয়া যাক।

Advertisement

নতুন বছরে রান্নার গ্যাসের দাম, ব্যাংকের নিয়ম, ক্রেডিট কার্ড সহ একাধিক নিয়মে আসছে বদল।

নতুন বছরে বাড়তে চলেছে গাড়ির দাম। যারা যারা এতদিন গাড়ি কেনার প্ল্যানিং করছিলেন, তাদের জন্য এই বিশেষ খবর। মারুতি, টাটা, হুন্ডাই সহ বেশ কিছু গাড়ির কোম্পানি তাদের গাড়ির দামের ক্ষেত্রে নতুন বছরে আনবে এই পরিবর্তন। এরই সাথে সাথে গাড়ির দাম বাড়াতে চলেছে মারসিডিজ বেঞ্জ। এমনিতেই গাড়ি যেন মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে।

এরপরে যে বিষয়ে বদল আসছে তা হলে ব্যাংকের লকারের নিয়মে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আগামী 1 লা জানুয়ারী সমস্ত লকারের ক্ষেত্রে একটি চুক্তি জারি করতে চলেছে। এবার থেকে ব্যাংক গুলি আর তাদের নিজেদের ইচ্ছেমতো নিয়ম চাপাতে পারবে না গ্রাহকদের ওপরে। এছাড়াও তিন বছরের বেশি নিতে পারবে না লকারের টাকা।

Ads

Reliance জিও 75GB ফ্রি ইন্টারনেট সহ লঞ্চ করলো New Year’s Best রিচার্জ প্ল্যান। জানতে ক্লিক করুন।

ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আনা হচ্ছে বদল। নতুন বছরে ভারতের HDFC ব্যাংক রিফান্ড পয়েন্ট এবং ফি পরিবর্তন করতে চলেছে। এছাড়াও ভারতীয় স্টেট ব্যাংক, তাদের এই ক্রেডিট কার্ডে আনছে নিয়মে নানা বদল। ভবিষ্যতে যাতে কোন রকমের সমস্যায় পড়তে না হয়, সে কারণে সমস্ত নিয়মের আপডেট পেতে নিজের নিজের ব্যাংকের শাখায় যোগাযোগ রেখে চলা দরকার।

Advertisement

রান্নার গ্যাসের দাম বা গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রেও আনা হচ্ছে বদল। প্রতি মাসের শুরুতেই ঘোষণা করা হয় গ্যাসের দাম। প্রতি মাসের পয়লা তারিখেই রান্নার গ্যাসের দাম নিয়ে এই বিশেষ ঘোষণা করে কোম্পানি। বেশ কয়েক মাস ধরেই রান্নার গ্যাসের দামের কোন রকমের বদল হয় নি। তবে এবারে বাড়তে পারে রান্নার গ্যাস থেকে শুরু করে কমার্শিয়াল গ্যাসের দাম।

Advertisement

জানুয়ারি থেকে বদলে যাচ্ছে LIC Policy এর নিয়ম, নতুন ও পুরোনো সমস্ত পলিসিতে এই নিয়ম চলবে।

এমন আরও নতুন নতুন খবরে আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। নতুন বছর সবার খুব ভালো করেই শুরু হোক। স্কল পাঠকের জন্য রইলো শুভ কামনা। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Ads
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *