Self Sustainable Business Ideas 2022 – চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান? মাত্র 2000 টাকায় রইল 5 টি দুর্দান্ত ব্যবসার আইডিয়া। Best Startup Ideas.
Self Sustainable Business Ideas 2022 – উৎপাদনমুখী স্টার্টআপ শুরু করুন মাত্র 2000 টাকার পুঁজিতে।
আজকালকার দিনে মানুষ স্বাধীনভাবে কাজ করতে বেশি পছন্দ করেন (Self Sustainable Business Ideas 2022)। সেই কারণে অনেকে যত বড় হয় ততই ৯ টা থেকে ৫ টা কাজ করার বদলে ব্যবসা করতে বেশি আগ্রহ বোধ করেন। এতে যেমন যখন ইচ্ছা নিজের সুবিধামতো সময় কাজ করা যায়, তেমনি সব সময় কারো কথা শুনে চলতে হয় না। তবে ব্যবসা করতে প্রয়োজন হয় কিছু পরিমাণ নির্দিষ্ট পুঁজির। এই পুঁজির কথা ভেবেই অনেকে পিছিয়ে আসেন ব্যবসা করা থেকে।
করা হয়ে ওঠে না নিজেদের স্বপ্নপূরণ। আজ এমন কয়েকটি ব্যবসা করার আইডিয়া দিতে চলেছি এগুলির মধ্যে থেকে আপনার পছন্দ হলে খুবই কম পুঁজিতে (Self Sustainable Business Ideas 2022) শুরু করতে পারেন আপনার নতুন ব্যবসা। শুধুমাত্র ব্যবসার পুঁজি হিসেবে জোগাড় করতে হবে মাত্র ২০০০ টাকা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিছু দুর্দান্ত ব্যবসার আইডিয়া।
১) ঘি মাখন পনিরের ব্যবসা- (Self Sustainable Business Ideas 2022)
বাঙালির বারো মাসে, তেরো পার্বণ। পূজো পার্বণ উৎসব অনুষ্ঠান এমনকি ঘরোয়া রান্নাতেও স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় ঘি অথবা মাখনের। কেউবা সকালে গরম গরম রুটি দিয়ে ঘি মাখন মাখিয়ে খেতে পছন্দ করেন। কেউবা আবার বিদেশি কায়দায় ব্রেড অ্যান্ড বাটার খান জমিয়ে। আবার কেউ বা গরম ভাতে একটু মাখন বা ঘি পাশে দিয়েই খেয়ে ফেলেন এক থালা ভাত।
আমিষ ভোজী নিরামিষ ভোজী, খাবার পাতে পনির পছন্দ নয় এমন কেউ নেই বললেই চলে। আজকাল পনিরের সাথে বাহারি সব রান্নাও তৈরি হতে দেখা যায় এবং পুষ্টিগুণেও পনিরের জুড়ি মেলা ভার। তাই আপনিও চাইলে এই ব্যবসা শুরু (Self Sustainable Business Ideas 2022) করতে পারেন নিজের ঘর থেকেই। প্রথম প্রথম ঘি মাখন পনির তৈরি করতে অসুবিধে হলে কোন রান্নার বই অথবা অনলাইনের রেসিপি দেখে নিতে পারেন।
দু’বারের চেষ্টায় আপনি হবেন একেবারে সফল এবং পারফেক্ট। আর একবার এগুলি বানিয়ে বাড়ির লোককে খাওয়ানোর সাথে সাথে পাড়ায় এমনকি বাজারে, মুদির দোকানে সেগুলির স্যাম্পেল দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আর অবশ্যই নিজের ব্যবসার একটি নাম রাখতে ভুলবেন না। যাতে পরবর্তীকালে এই নামেই আপনার ব্যবসা সুপরিচিতি পায়। (Self Sustainable Business Ideas 2022)
২) ডিজাইনার পাপোশ, টেবিল ক্লথ তৈরির ব্যবসা-
প্রতিটি অফিসে, ঘরেই থাকে পাপোশ, টেবিল ক্লথ। আজকাল অনেক রকম রাবারের, প্লাস্টিকের, কাপড়ের টেবিল ক্লথ পাপোশ বিক্রি হতে দেখা যায়। তবে হাতে বোনা নানা রকম ডিজাইনের পাপোশ অথবা টেবিল ক্লথের একটা আলাদাই মর্যাদা (Self Sustainable Business Ideas 2022) ক্রেতাদের কাছে।
তাই আপনি চাইলে হাতে বোনা পাপোশ এবং টেবিল ক্লথ তৈরি করা শুরু করতে পারেন। প্রথম প্রথমে এটি করতে একটু সময় লাগলেও মাসখানেকের মধ্যে আপনার কাজে এসে যাবে স্পিড এবং বুনতে পারবেন একসাথে অনেক গুলি ডিজাইনার পাপোশ, টেবিল ক্লথ। তাই মাত্র ২০০০ টাকার মধ্যে আপনি ডিজাইনার কিছু কাপড়, সুতো, বুননের জন্য কাটা, ছুঁচ ইত্যাদি কিনে শুরু করতে পারেন আপনার ব্যবসা। (Self Sustainable Business Ideas 2022)
৩) গুঁড়ো মসলার ব্যবসা-
মসলা ছাড়া রান্না করা এবং কম মিষ্টতা যুক্ত মিষ্টি, দুটি প্রায় এক প্রজাতির মনে হয়। সকলেই জানেন গুঁড়ো মসলার তুলনায় বাটা মসলায় খাবারের টেস্ট আরো কয়েকগুণ বেশি বৃদ্ধি পায়। তবে আজকালকার দিনের ব্যস্ততার মধ্যে প্রায় ৯৮ শতাংশ মানুষই গুঁড়া মসলায় চটজলদি রান্না করে থাকেন। আজকাল বাজারে অনেক রকমের রেডিমেড প্যাকেটে মসলা দেখতে পাওয়া যায়। (Self Sustainable Business Ideas 2022)
চাইলে আপনিও শুরু করতে পারেন এই ধরনের ব্যবসা। এগুলো পাইকারি বাজার থেকে শুকনো হলুদ, লংকা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, জিরে, ধনে ইত্যাদি নিত্য প্রয়োজনীয় গোটা মসলা কিনে বাজার থেকে সেগুলি ভাঙ্গিয়ে বাড়িতে সেগুলির প্যাকেট তৈরি করতে পারেন। তবে অবশ্যই বিক্রি করার আগে ব্যবসার (Self Sustainable Business Ideas 2022) পরিচিতি লাভের জন্য ব্যবসার একটি নাম দিতে ভুলবেন না।
আজ থেকে ফের বাড়ল LPG গ্যাসের দাম, অতিরিক্ত কত টাকা চোকাতে হবে আমজনতাকে?
৪) মোমো, ফুচকা, পাস্তা, নুডুলসের ব্যবসা-
এই চারটি ব্যবসার মধ্যে যেকোনো একটি করলে আপনি খুব কম সময় হতে পারবেন লাভবান। আজকাল ছোটখাটো কোনো দোকান হোক কিংবা বড় কোন রেস্টুরেন্ট, সব জায়গাতেই মেলে এই খাবারগুলি (Self Sustainable Business Ideas 2022)। আপনিও চাইলে ছোট একটি দোকান ভাড়া করে বা বাড়িতেই দোকানের মত সাজিয়ে করতে পারেন এগুলির ব্যবসা।
আমিষ নিরামিষ দুটি প্রকারেই করা যেতে পারে বিভিন্ন ধরনের মোমো, পাস্তা এবং নুডুলস তৈরি। আর যদি চান হোলসেল মার্কেটের মতো পাস্তা এবং নুডুলস প্যাকেট করে বিক্রি করতে, তবে অবশ্যই বাড়িতে অনলাইনে বা বিভিন্ন রান্নার বই থেকে পাস্তা তৈরির রেসিপি (Self Sustainable Business Ideas 2022) জেনে নিয়ে বিভিন্ন চেপে পাস্তা তৈরি করতে পারেন সহজেই।
গরমের ছুটির মধ্যে শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ, কোন কোনদিন যেতে হবে দেখুন
অন্যদিকে কম খরচে একটি মেশিন কিনে নুডুলস কাটিংও করতে পারেন। চাইলে পাস্তা তৈরির জন্য মেশিন কিনতে পারেন। আর পাড়ার গলিতে দোকানে রাস্তার মোড়ে বা রেস্টুরেন্টে বাফেট হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে ফুচকা সব সময় সুপার ডুপার হিট (Self Sustainable Business Ideas 2022)। একবার যদি এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে আর পেছনে ফিরে তাকাতে হবে না আপনাকে।
৫) জৈব সার তৈরির ব্যবসা- (Self Sustainable Business Ideas 2022)
ফুল ফল যাই ফলান না কেন, জৈব সারের গুণাগুণ অপরিসীম। আমাদের দেশ কৃষি নির্ভর একটি দেশ। এখানে অধিকাংশ ফসল ফলানো হয় শুধুমাত্র নিজের দেশের জন্য নয় বরং বিদেশে সেগুলি রপ্তানি করার জন্য। সুতরাং সেই ফসলের গুণাগুণও ততটাই ভালো হওয়া প্রয়োজন। যেহেতু জৈব সার শুকনো মাটি, ফেলে দেওয়া ফল-সবজির খোসা, শুকনো ফুল ইত্যাদির সমন্বয়ে তৈরি হয় এতে ফসলের কোন ক্ষতি হয় না।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পর্ষদ সূত্রে জারি নতুন বিজ্ঞপ্তি
উপরন্তু জৈব সারের জন্য ফসল হয়ে ওঠে আরও সতেজ। রাসায়নিক সার শুধুমাত্র সূর্যাস্তের আগে অথবা সূর্যাস্তের পরে ব্যবহার করলে ভাল হয়। তবে জৈবসার দিনের যেকোনো সময় ব্যবহার করা যায়। উপরন্ত বেশি পরিমাণে ফসলে প্রয়োগ (Self Sustainable Business Ideas 2022) হলেও কোন ক্ষতি হয়না ফসলের। তাই কৃষকেরা এটি ব্যবহার করতে বেশি পছন্দ করেন।
আপনি চাইলে একটি প্লাস্টিকের ডাব্বা অথবা মাটির কোন পাত্রে পুরনো সবজির খোসা, সবজি ফুল, শুকনো পাতা মাটি, কাগজ ইত্যাদি একত্রে জমা করে তৈরি করতে পারেন জৈব সার। আজকাল অনলাইনে নানা রকম ভিডিও রয়েছে জৈব সার তৈরির সম্পর্কে। ইচ্ছা সেখান থেকে দু একটি ভিডিও দেখে নিতে পারেন। তবে সর্বদা মাটির পাত্রে সার তৈরি করলে (Self Sustainable Business Ideas 2022) সেটি যেমন জলদি তৈরি হয়ে যাবে তেমনি তার গুণাগুণও থাকবে সঠিক।
তাহলে দেরি কিসের এখনই লেগে পড়ুন ব্যবসা তৈরীর পরিকল্পনা করতে তাও মাত্র ২০০০ টাকার পুঁজিতে এবং এই সংক্রান্ত নিত্যনতুন আরো খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
কলকাতা এয়ারপোর্টে বিভিন্ন পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে করা যাবে আবেদন