DA Announcement – 6% ডিএ ঘোষণা, রাজ্য সরকারী কর্মীদের চাপে ডিএ দিতে বাধ্য হলো এই রাজ্য।
DA Announcement – মোট কত শতাংশ বাড়লো ডিএ?
একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি। অন্যদিকে ডিএ নিয়ে দুশ্চিন্তা (DA Announcement)। তবে এবার রাজ্য সরকারি কর্মচারীরা বেশ অনেকটাই স্বস্তি পাবেন। কারণ বাড়ানো হল মহার্ঘ ভাতা বা ডিএ এর হার।
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীরা গত মাসে 5 দিন ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন। ওই দিনগুলি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেইমতো সরকারি অফিস-দফতরে চলেছিল ধর্মঘট। কিন্তু চাপে পড়ে নতি স্বীকার করল সরকার। (DA Announcement)
মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গ্ৰুপ সি পদে নিয়োগ, বেতন 58,500 টাকা
সরকারি অফিস-দফতরে ধর্মঘটের জেরে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। কিন্তু চাপের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 6 শতাংশ বৃদ্ধি করা হল। বর্তমানে ছত্তিশগড়ের সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পাবেন। (DA Announcement)
মূলত, ছত্তিশগড়ের সরকারি কর্মচারীরা দাবি করেন, কেন্দ্রীয় হারে ডিএ এবং হাউস রেন্ট অ্যালোওয়েন্স বা HRA প্রদানের জন্য। তারা এও জানান, কেন্দ্রীয় হারে ডিএ না পাওয়ায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এমনকি কেন্দ্রের অর্ধেক হারে HRA মেলার কথা জানান। এরপর মঙ্গলবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। (DA Announcement)
কন্যাশ্রীর মতো এবার ছেলেদের জন্যও প্রকল্প চালু মমতার। জানুন কবে থেকে পাওয়া যাবে টাকা
বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে?
মঙ্গলবার ওই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ষষ্ঠ বেতন কমিশনের অধীন 15 শতাংশ এবং সপ্তম বেতন কমিশনের অধীন 6 শতাংশ বাড়ানো হয়েছে। ফলে রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম কমিশনের অধীন 28 শতাংশ হারে ডিএ পাবেন। (DA Announcement)
কবে থেকে বিজ্ঞপ্তি অনুসারে ডিএ কার্যকর হবে?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বর্ধিত ডিএ এর জন্য রাজ্যের কোষাগার থেকে বছরে বাড়তি ২,১৬০ কোটি টাকা খরচ হবে। ছত্তিশগড় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের আগস্ট মাস অর্থাৎ এই মাস থেকেই বর্ধিত ডিএ কার্যকর হবে। ফলে সপ্তম বেতন কমিশনের অধীন সরকারি কর্মচারীরা 28 শতাংশ হারে ডিএ পাবেন।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
দীর্ঘদিন পর লোক নিচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, এবার অনলাইনে ফ্রিতে আবেদন করুন
Dharmaghat kora projon acha