Business Idea: মাত্র ১০,০০০ টাকা হাতে নিয়েই শুরু করতে পারেন এই পাঁচটি বিজনেস। নামমাত্র সময়ে লাভ হবে বিস্তর
New Business Idea 2025
নতুন বিজনেস শুরু করতে (Business Idea) যাওয়ার আগেই বহু মানুষের মাথায় পুঁজি নিয়ে চিন্তা হয়। কিন্তু বিজনেস দাঁড়িয়ে গেলে আর তো পিছন ফিরে তাকানোর প্রয়োজন পড়ে না। তাই আপনিও যদি নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী থাকেন, তাহলে জেনে রাখুন মাত্র ১০০০০ টাকা হাতে নিয়েই ব্যবসা শুরু করা যায়। কোন কোন ব্যবসার কথা বলা হচ্ছে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
Top Four Best Business Idea
আজকের প্রতিবেদনে চারটি সেরা ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে। যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন এই প্রতিবেদন তাঁদের জন্য উপকারী হবে। এই ব্যবসাগুলি শুরু করা যায় মাত্র ১০০০০ টাকা হাতে নিয়েই (Low Investment Business). আর ব্যবসা দাঁড়িয়ে গেলে তার থেকে লাভ হবে বিস্তর।
১) জুয়েলারির ব্যবসা
বর্তমানে একটি জনপ্রিয় ব্যবসা হল জুয়েলারির ব্যবসা। ঝুমকো, ব্রেসলেট ইত্যাদি জিনিস বাজারে ভালভাবেই চলে। এখন আপনি যদি হাতের কাজ জানেন, তাহলে অনায়াসেই এই ব্যবসা শুরু করে দিতে পারেন। আর সেই দ্রব্যগুলো অনলাইনের মার্কেটপ্লেসগুলিতে খুব সহজে বিক্রি করতে পারবেন। আপনার হাতে যদি থাকে মোটামুটি ৩ হাজার টাকা, তাহলেই এই ব্যবসা শুরু করা যায়।
আরও পড়ুন: মাত্র 30,000 টাকা বিনিয়োগ করে সারাবছর ব্যাপক লাভ। কয়েক মাসে ধনী হওয়ার জন্য আরম্ভ করুন এই বিজনেস
২) মোমবাতির বিজনেস
বর্তমানে খুবই জনপ্রিয় বিভিন্ন রঙের ডিজাইন করা মোমবাতিগুলি। এর চাহিদা আকাশছোঁয়া। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে এর চাহিদা আরো বেড়ে যায়। এই ব্যবসা আপনি শুরু করতে পারেন খুব অল্প খরচে কাঁচামাল কিনে। মোমবাতি তৈরি করতে পারবেন ঘরে বসেই। তারপর বাজারে বিক্রি করতে পারবেন। এই ব্যবসা শুরু করার জন্য মোটামুটি ৭ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।
৩) বিউটি ও মেকাপ ব্যবসা
আপনার যদি সাজগোজের প্রতি আগ্রহ থাকে আর আপনি যদি বিউটি বা মেকাপে দক্ষ হয়ে থাকেন, তাহলে বাড়ি বসে এই ব্যবসা শুরু করতে পারেন। পার্লার সার্ভিস বা ব্রাইডাল মেকাপের চাহিদা এখন তুঙ্গে রয়েছে। আপনার হাতে যদি থাকে মোটামুটি ৮ থেকে ৯ হাজার টাকা তাহলেই এই ব্যবসা শুরু করা যায়।
আরও পড়ুন: নতুন বছরে সেরা ব্যবসার আইডিয়া। সব সময়ে লাখ টাকা আয়ের সুযোগ
৪) টিফিন সার্ভিস ব্যবসা
এই ব্যবসা তাঁদের জন্য খুব ভালো যারা রান্না করতে ভালোবাসেন। বাড়িতে বসেই এই ব্যবসা আপনি শুরু করতে পারেন। বাড়ির মহিলারা অনায়াসেই এই ব্যবসা শুরু করতে পারেন। অফিসের মানুষ থেকে শুরু করে, ছাত্র-ছাত্রী সকলের কাছে এই ব্যবসার চাহিদা আকাশছোঁয়া। এই ব্যবসা শুরু করা যায় হাতে যদি থাকে মাত্র ৫ হাজার থেকে ৮ হাজার টাকা।
৫) যোগা ক্লাস
বর্তমানে সবাই স্বাস্থ্য নিয়ে সচেতন। শরীর ও স্বাস্থ্যের খেয়াল রাখতে যোগা, মেডিটেশন, জিমে যাচ্ছেন। এই সময়ে যদি বাড়িতে যোগা ক্লাস শুরু করা যায়, তাহলে সেই বিজনেস কয়েক মাসের মধ্যেই দাঁড়িয়ে যাবে। তবে আপনার যোগাসন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। মাত্র কয়েক হাজার টাকা নিয়েই এই ব্যবসা শুরু করা যায়। বাড়িতে বসেই ভালো টাকা রোজগার করতে পারবেন।
উপসংহার: আজকের প্রতিবেদনে সেরা চার বিজনেস আইডিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি কম বিনিয়োগে ব্যবসা করতে চান তবে এই চার বিজনেস হবে আপনার জন্য সেরা বিকল্প।।আপনারা ব্যবসা শুরু করে তার থেকে উপকৃত হতে পারেন।