প্রতিমাসে অ্যাকাউন্টে আসবে 3 লাখ টাকা। Mutual Fund-এ বিনিয়োগ করে লাখপতি হওয়ার সূত্র জেনে নিন।

Mutual Fund Investment Tips

আজকালকার দিনে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ মোটা অংকের টাকা সঞ্চয় করেছেন। আর এই সূত্র অবলম্বন করে আরও অনেকেই আরম্ভ করেছেন এখানে ইনভেস্টমেন্ট। তবে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব একটি বিশেষ সূত্র সম্পর্কে। যেখানে বলা হবে আপনারা কিভাবে মাসে মাসে ৩ লাখ টাকা পেতে পারেন। আর কোন সূত্র ধরে বিনিয়োগ করলে এই দারুন লাভ করতে পারবেন।

Mutual Fund Investment Tips 2025

বিনিয়োগ সম্পর্কে কথা বলতে হলে মিউচুয়াল ফান্ড নিয়ে কথা এসেই যায়। কিন্তু আসল কথা হল, মিউচুয়াল ফান্ডে অনেক মানুষই নিজেদের টাকা বিনিয়োগ করার আগে চিন্তা করেন। তার প্রধান কারণ হলো মিউচুয়াল ফান্ডের ঝুঁকি। যদি ঝুঁকি নিয়ে আপনি বিনিয়োগ করেন তাহলে তো লাভ পাচ্ছেনই। কিন্তু বিনিয়োগের আগে একটি বিশেষ টিপস আপনার জন্য রইল। আর এই সূত্র মেনে চললে আপনার একাউন্টে ক্রেডিট হবে তিন লাখ টাকা প্রতিমাসে।

মাসে মাসে তিন লাখ টাকা পেতে কি করবেন?

দেখুন, সকলেই নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে ভাবেন। বিশেষ করে অবসরের পর আর্থিক সমস্যার মুখোমুখি যাতে না পড়তে হয় শুধুমাত্র সেই কথা চিন্তা করে অনেকে আগের থেকে একটু একটু করে নিজেদের আমানত গড়ে তোলেন। আর সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে আজ আমরা আজ এমন একটি পরিকল্পনা সম্পর্কে কথা বলব, যেখানে আপনি মাত্র 17 লাখ টাকা বিনিয়োগ করলেই অবসর জীবনে মাসে মাসে আয় করবেন 2.97 লক্ষ টাকা অর্থাৎ প্রায় তিন লাখ টাকা।

কিভাবে বিনিয়োগ করবেন?

মনে করুন, আপনি মোট ১৭ লক্ষ টাকা একটি মিউচুয়াল বিনিয়োগ করলেন। সেই মিউচুয়াল ফান্ড বার্ষিক 12% হারে রিটার্ন দেয়। এবার আপনি কি করলেন? সেই টাকা 30 বছর রেখে দিলেন। এবার যত সময় এগোবে, তার সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্টের মাধ্যমে আপনার সেই ফান্ড 5.10 কোটিতে দাঁড়াবে।

আরও পড়ুন: 2 লাখ রাখলে হাতে পাবেন 6 লাখ! পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করে কোটিপতি হওয়ার হাতছানি

অনেকেই হয়তো জানেন না, ভারতের মিউচুয়াল ফান্ডে মূলত দীর্ঘমেয়াদী মূলধনে লাভের উপর কর কাটা হয়। সেক্ষেত্রে 1 লক্ষ 25 হাজার টাকা পর্যন্ত করমুক্ত থাকে আর তারপর আপনাকে মোটামুটি 12.5% হারে কর দিতে হবে। আর এবার সেই সূত্র ধরে 5.10 কোটি টাকার মধ্যে কর দেওয়ার মতো হলে আপনার লাভের অংক দাঁড়াবে 4.91 কোটি টাকায়। এর উপর আপনার কর হবে 61,38,358 টাকা। মোটমাট আপনার হাতে থাকছে প্রায় ৪.৪৮ কোটি টাকা।

এবার মনে করুন, আপনি আপনার দিক থেকে এই কর ছাড় দেওয়া টাকা অর্থাৎ যেটা আপনার হাতে আছে, 4.48 কোটি টাকা ফের বিনিয়োগ করলেন। আপনি বিনিয়োগ করলেন যেখানে 7% বার্ষিক সুদের হারে রিটার্ন দেওয়া হচ্ছে। এবার আপনি সেই পুরো টাকাকে ব্যবহার করে SWP

শুরু করতে পারেন। যেখানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে টাকা আপনি তুলতে পারবেন। এখান থেকে আপনি প্রতি মাসে তুলতে পারবেন প্রায় 2.96 লক্ষ টাকা মতো। আর সেই টাকা তুলতে পারবেন 30 বছর ধরে।

আরও পড়ুন: প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কারা পাবেন? কিভাবে পাবেন?

উপসংহার

অর্থাৎ বুঝতেই পারছেন, মিউচুয়াল ফান্ডে এভাবে বিনিয়োগ করে আপনি অল্প সময়ের মধ্যেই দারুন লাভবান হতে পারছেন। তবে হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে অবশ্যই ভেবেচিন্তে বিবেচনা করে নেবেন। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়।

Related Articles

Back to top button