Summer Vacation: আবার বেড়ে যাচ্ছে গরমের ছুটি। স্কুল খুলবে কবে? রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য জরুরী নির্দেশ

West Bengal Summer Vacation 2025

তীব্র গরমে অতিষ্ঠ পরিস্থিতির জন্য গরমের ছুটি (Summer Vacation) বাড়িয়ে দিচ্ছে সরকার। অন্তত তেমনই খবর পাওয়া যাচ্ছে। এখন মে মাসের মাঝামাঝি সময়। কিন্তু গরম কমার নাম নেই। গরম ভ্যাপসা গরমে নাজেহাল দশা সাধারণ মানুষের। স্কুলে চলছে গরমের ছুটি। কথা ছিল, আগামী ২ জুন থেকে রাজ্যের স্কুলগুলি খুলে যাবে। কিন্তু এখন নাকি সরকারের অন্দরে সামার ভ্যাকেশন বাড়িয়ে দেওয়ার আলোচনা চলছে।

West Bengal Summer Vacation

দক্ষিণবঙ্গে এখনো বর্ষা আসেনি। ভ্যাপসা গরম আবহাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। মার্চের থেকেই যে হারে গরম পড়েছিল তাতে তড়িঘড়ি গরমের ছুটি এগিয়ে আনা হয়। ফলস্বরূপ বেশ অনেকদিন ধরেই বন্ধ রয়েছে স্কুল গুলি। অনেক জায়গায় অনলাইনে ক্লাস হবে বলা হয়েও হয়নি। পিছিয়ে যাচ্ছে সিলেবাস, চিন্তায় শিক্ষকরা। তবে গরম না কমলে স্কুল খুলবে না। তাই ফের সামার ভ্যাকেশন বাড়তে পারে।

আবার বাড়ছে গরমের ছুটি?

আর এখন একটা প্রশ্ন উঠছে, তাহলে কি এখন এই তীব্র গরমে স্কুল শুরু হচ্ছে না? ছাত্র-ছাত্রীদের জন্য এটাই জরুরী খবর। মূলত রাজ্য সরকারের (WB Government) তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা শিক্ষার্থী দের স্বার্থেই। আগামী ২ তারিখ স্কুল খোলার কথা কিন্তু এখন জানা যাচ্ছে গরমের ছুটি বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে হয়তো আরও সাতদিনের ছুটি পেতে পারেন ছাত্রছাত্রীরা। এখনো পর্যন্ত এই ইঙ্গিত মিলেছে প্রশাসনিক মহল থেকে।

তাহলে স্কুল খুলছে কবে?

প্রাথমিকভাবে রাজ্য সরকার ৩১ মে পর্যন্ত গরমের ছুটির ঘোষণা করেছিল। আর সেই ছুটি চলার কথা ছিল আগামী ২ জুন পর্যন্ত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, স্কুল খোলার কথা থাকলেও যে হারে তাপমাত্রা বাড়ছে, তাতে আবার ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করেছে শিক্ষা দপ্তর এবং নবান্ন। যদি বর্ষা না আসে, তাহলে আরও সাত দিন পর স্কুল খুলবে।

আরও পড়ুনঃ শেষের মুখে ফের বাড়ানো হল ছুটির দিন। কবে থেকে খুলছে স্কুল?

তবে গরমের ছুটি বেড়ে গেলে তার ফলে উপকৃত হবেন ছাত্রছাত্রীরা। কিন্তু সিলেবাস পিছিয়ে পড়ায় যারা এ বছর বোর্ড পরীক্ষা দিতে চলেছেন, তাঁদের সমস্যা হবে। তাই জন্য স্কুলের শিক্ষকরা চিন্তা করছেন। তাঁরা চাইছেন, এবার ছুটি কাটিয়ে দ্রুত স্কুল খুলুক। এখন দেখা যাক, রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে আবার বাড়লো গরমের ছুটি। কতদিন ছুটি জেনে নিন

উপসংহার

বাংলায় বর্ষা দেরিতে এলে স্বাভাবিকভাবেই ভুগতে হবে আমজনতাকে। বাড়তে পারে রাজ্যের তাপ প্রবাহের হারও। তাই সরকার চাইছে আরও সাত দিনের জন্য ছুটি বাড়াতে। তবে এই ছুটি সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য দপ্তরের পরামর্শ নিয়ে আগামী যা কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Related Articles

Back to top button