TCS Internship 2025: টাটা দিচ্ছে ইন্টার্নশিপের সুযোগ। যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন।

TCS Internship Program 2025

টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS Internship)-এ যোগদান করার স্বপ্ন থাকে প্রচুর প্রার্থীর। বিশেষ করে যারা কলেজ পাশ করেছেন, ভালো চাকরির সন্ধানে আছেন। যেহেতু আজকাল বহু নামী কোম্পানির তরফে ইন্টার্নশিপ করানো হয়, তাই কর্মজীবনের শুরুতেই একদিকে অভিজ্ঞতা অন্যদিকে মাসিক বেতনের বিনিময়ে ফ্রেশার্স ছেলেমেয়েরা সেখানে ইন্টার্নশিপ করতে চান। আর সেই সুযোগ এখন দিচ্ছে টাটা। টাটার মতন আমি কোম্পানিতে এই ইন্টার্নশিপে জয়েন করতে হলে কি যোগ্যতা লাগবে আর কিভাবে আবেদন করবেন দেখে নিন।

TCS Internship Program 2025

চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য ভালো খবর। যারা বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অথবা স্নাতক পাশ করেছেন তাঁদের জন্য সুযোগ দিচ্ছে Tata Consultancy Services. যারা চাইছেন বাস্তব জীবনের গবেষণামূলক কাজের অভিজ্ঞতা পেতে তাঁরা যুক্ত হতে পারেন TCS Summer Internship 2025-তে। দেশের শীর্ষ স্থানাধিকারী আইটি কোম্পানিটি আপনার জন্য এক অনন্য সুযোগ হাজির করেছে। শুধু তাই নয় এর সঙ্গে আপনি পাবেন নানা সুযোগ সুবিধাও।

কারা আবেদন করতে পারবেন?

TCS বা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস সুযোগ দিচ্ছে কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, গেম ডিজাইন, সাইকোলজি, এবং অন্যান্য বিষয়ের ছাত্রছাত্রীদের। এদের লাইভ প্রজেক্টে কাজ করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। টিসিএস ইন্টার্নশিপটি মূলত গবেষণাধর্মী কাজ। এটি দুর্দান্ত মাধ্যম হতে পারে বাস্তব সমস্যা সমাধান ও টিম ওয়ার্ক শেখার জন্য।

এখানে আবেদন করতে পারবেন সেই সকল প্রার্থী যাদের Python, Java বা R প্রোগ্রামিংয়ে দক্ষতা আছে, যাদের বিশ্লেষণ ক্ষমতা ভাল, চিন্তাশক্তি উন্নত, লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতাও আছে। এছাড়া, যাদের গবেষণামূলক প্রকল্প বা প্রেজেন্টেশনের পূর্ব অভিজ্ঞতা আছে। যে সকল প্রার্থীরা টিম ওয়ার্কে স্বাধীনভাবে কাজ করতে পারেন, তাঁরা এখানে আবেদনযোগ্য।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ব্যাংকে চাকরি। মাসিক বেতন 19,500 টাকা! আবেদন জমা করুন শীঘ্রই

টাটার ইন্টার্নশিপের বিবরণ

টাটার এই ইন্টার্নশিপটি মূলত ফুল-টাইম ফর্ম্যাট-এর। এখানে কাজের ধরন অন-সাইট বা অফিস থেকে কাজ। তবে এখানে কত স্টাইপেন্ড দেওয়া হবে তা এখনও প্রকাশ করা হয়নি। আবেদন জানাতে পারবেন UG/PG, BE/B.Tech, M.Tech, MS, বা PhD শিক্ষার্থীরা। ন্যূনতম অভিজ্ঞতা ০-১ বছরের।

ইন্টার্নশিপ প্রোগ্রামে কাজের দায়িত্ব

আপনি যদি এখানে নিযুক্ত হন আপনাকে বিভিন্ন গবেষণা প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে ও কাজ করতে হবে। যেমন গবেষণামূলক প্রতিবেদন লেখা ও তথ্য বিশ্লেষণ করতে হবে। আপনাকে কোডিং ও প্রোটোটাইপ ডেভেলপমেন্ট ডেটা সেট বিশ্লেষণ করতে হতে পারে। এছাড়াও, এক্সপেরিমেন্ট ডিজাইন, গবেষণাপত্র উপস্থাপন করতে হতে পারে। আর ডকুমেন্টেশন প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হতে পারে।

TCS Internship-এ আবেদন করবেন কিভাবে?

আপনি যদি TCS Summer Internship 2025 প্রোগ্রামে আবেদন করতে চান, তাহলে আবেদন করবেন কিভাবে? আপনাকে সরাসরি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর ইন্টার্নশিপের লিংকে ক্লিক করে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। বাকি ডিটেলস সেখানেই পেয়ে যাবেন।

আরও পড়ুন: প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কারা পাবেন? কিভাবে পাবেন?

উপসংহার

টাটার সংস্থায় Internship Program-এ যোগদান করতে চান অনেক প্রার্থী। আপনিও যদি তাদের মধ্যে একজন হন, তাহলে আর বিলম্ব না করে দ্রুত অ্যাপ্লিকেশন জমা করুন। নিঃসন্দেহে বলা যায়, এই ইন্টার্নশিপ একজন চাকরিপ্রার্থীর ক্যারিয়ারকে উন্নত করবে।

Related Articles

Back to top button