Ajeevika Grameen Express Yojana: বিনা সুদে লাখ লাখ টাকা লোন দিচ্ছে মোদি সরকার। আবেদন করুন এই সরকারি প্রকল্পে। বিস্তারিত রইল
Ajeevika Grameen Express Yojana 2025
কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য স্কিম আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা (Ajeevika Grameen Express Yojana)-তে প্রায় সাত লাখ টাকার কাছাকাছি লোন দেওয়া হচ্ছে। ভাবতে অবাক লাগলেও এটা সত্যি যে, বিনা সুদে লোন পাবেন আপনিও। শুধু জানতে হবে কিভাবে প্রকল্পটিতে আবেদন করবেন, আর কারা আবেদন করতে পারবেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদন থেকে।
Ajeevika Grameen Express Yojana 2025
আপনারা তো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানেন। তার মধ্যেই একটি প্রকল্প হলো Ajeevika Grameen Express Yojana. যারা মূলত গ্রামে বাস করেন, আর ছোট ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে আপনার জন্য প্রকল্প উল্লেখযোগ্য। যদি ব্যবসার ক্ষেত্রে পুঁজি বাধা হয়ে দাঁড়ায় তাহলে এই প্রকল্পের সাহায্য নিতে পারেন। কেন্দ্র সরকার পরিচালিত এই প্রকল্পটিতে একজন ব্যক্তি বিনা সুদে 6.5 লক্ষ টাকা ঋণ পাবেন।
এই প্রকল্পটি চালু করার উদ্দেশ্যগুলি কী কী?
নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের প্রকল্পের মূল উদ্দেশ্য হল যাতে গ্রামীণ অঞ্চলে নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত পরিষেবা চালু করা যায় সেদিকটি বিবেচনা করা। এর পাশাপাশি, স্বনির্ভর গোষ্ঠীর পাশে দাঁড়ানোও অন্যতম উদ্দেশ্য। এছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার।
আজ থেকে কিছু বছর আগে 2017 সাল নাগাদ মূলত এই প্রকল্পটির দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতায় চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী যে সকল স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, তাঁদের সুদ ছাড়া ঋণ দেওয়া হয়। তাঁরা যাত্রী পরিবহনযোগ্য গাড়ি কিনে নিজেদের মতো করে ব্যবসা শুরু করতে পারেন।
আরও পড়ুন: Pan Card থাকলেই পাবেন কড়কড়ে 5 লাখ টাকা! কারা, কিভাবে পাবেন? জানুন বিস্তারিত
কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন?
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে মূলত কমিউনিটি বেসড অর্গানাইজেশনের মাধ্যমে ঋণ প্রদান করা হয়। যারা প্রকল্পের সহায়তায় বিনা সুদে ঋণের আবেদন করবেন, তাঁদের মধ্যে কেউ চাইলে নিজে গাড়ি কিনেও চালাতে পারেন আবার কমিউনিটি বেসড অর্গানাইজেশনের মাধ্যমেও গাড়ি কিনে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের লিজও দিতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে, সদস্য গাড়ি চালিয়েও আয় করতে পারবেন। আর লিজ ভাড়া হিসেবে নির্দিষ্ট কিছুটা অংক কমিউনিটি বেসড অর্গানাইজেশন -কে দিতে হবে।
আরও পড়ুন: PNB থেকে হোম লোন বা গৃহ ঋণ পেতে হলে কি কি নিয়ম মানতে হবে গ্রাহকদের?
উপসংহার
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, গ্রাম বাংলার মানুষদের যাতে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে পারে, সেই দিকটি দেখা। প্রত্যন্ত গ্রামে পাবলিক ট্রান্সপোর্ট বাড়ানো, সাধারণ মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া। বর্তমানে নিয়মিত এই প্রকল্প সম্পর্কে পোস্ট করে গ্রামের উন্নয়ন মন্ত্রক মানুষকে তথ্য প্রদান করছে।