রাজ্যের অর্থসংকটে বন্ধ হচ্ছে Ration পরিষেবা? দরিদ্র মানুষদের স্বার্থে নতুন করে কোন পদক্ষেপ নেবে সরকার?
Duare Ration System
রেশন পরিষেবা (Ration System) সাধারণ মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার নয়। বিশেষ করে দরিদ্র সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তাঁদের কাছে রেশনের দ্রব্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে প্রয়োজনীয় সুবিধা পান। তবে এখন যে পরিস্থিতিতে রাজ্যের অর্থ সংকটের কথা বারবার উঠে আসছে, সেখানে রেশনিং ব্যবস্থা কতটা জারি থাকবে তাই নিয়ে উঠছে প্রশ্ন। এও জানা যাচ্ছে যে, রাজ্যের অর্থসংকটে নাকি রেশন পরিষেবা বন্ধ হতে পারে।
Ration System In West Bengal
একাধিক খরচে জর্জরিত রাজ্য। আর তাই অর্থ সংকট কমাতে বিভিন্ন প্রকল্প স্থগিত রাখা হচ্ছে। বন্ধ হয়েছে পড়ুয়াদের স্কলারশিপ। আর এসবের মধ্যে রেশন ব্যবস্থা নিয়েও চিন্তার খবর প্রকাশ্যে এল। আগেই সরকারের উদ্যোগে বাংলায় দুয়ারে রেশন প্রকল্প আরম্ভ করা হয়েছিল। কিন্তু এখন সেই দুয়ারে রেশন প্রকল্প বন্ধের মুখে।
বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের রেশন পরিষেবা?
চিন্তার কথা এই যে, অতিরিক্ত খরচ এবং সমস্যা ক্রমাগত বৃদ্ধির কারণে অনেক রাজ্য এখন দুয়ারে রেশন পরিষেবা (Ration System) বন্ধ করবে বলেই ভাবছে। আর সেই সংক্রান্ত বিষয়ে ২০ মে, মন্ত্রিসভা একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির খাদ্য ও গণবণ্টন মন্ত্রককে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে। বলা হচ্ছে, রেশন দোকানের মাধ্যমে খাদ্য বিতরণ তুলনামূলকভাবে দক্ষ হবে এবং কম ব্যয়বহুল হবে।
১ জুন থেকে বন্ধ হচ্ছে দুয়ারে রেশন?
সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ১ জুন থেকে দুয়ারে গিয়ে অর্থাৎ বাড়িতে বাড়িতে রেশন সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এতদিন পরিষেবাটি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অংশ ছিল। দুয়ারে রেশন বন্ধ হয়ে যেতে জনগণকে এখন আগের মতোই রেশন দোকানে গিয়ে সেখান থেকে রেশন সংগ্রহ করতে হবে। তবে নিয়মিত ব্যতিক্রম থাকছে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ও ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে।
আরও পড়ুনঃ সাবধান! এই ছোট্ট ‘ভুল’ করলেই আর রেশন পাবেন না। জারি হল নতুন নিয়ম। ক্লিক করে দেখে নিন
কেন বন্ধ করা হচ্ছে দুয়ারে রেশন?
দুয়ারে রেশন বন্ধ করার অন্যতম কারণ হল এই পরিষেবাটি খুব ব্যয়বহুল এবং ভালভাবে কাজও করছে না। গত ২৩ মে প্রকাশিত হওয়া নির্দেশিকা -তে, সরকার জানায়, প্রতি বছর দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য মোটামুটি ১,৮০১ কোটি টাকা ব্যয় করছে। এত টাকা খরচ হলেও অনেক সমস্যা রয়েই গিয়েছিল। যেমন, ঠিকঠাক রেকর্ড থাকত না, মাসের হাফ সময় ব্যবস্থাটি ঠিকভাবে কাজ করত না, রক্ষনাবেক্ষণ খরচ বেশি ছিল, আর ছিল দুর্নীতির প্রকোপ।
বাংলাতেও বন্ধ হবে দুয়ারে রেশন?
বেশ কিছু রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করবে বলে স্থির করলেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিচ্ছে। এই প্রকল্পে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে ঠিকই, তবু এই প্রকল্প বন্ধের দিকে সায় নেই সরকারের, অন্তত তেমনটাই সূত্রের খবর।
আরও পড়ুনঃ রেশন কার্ড ছাড়াই রেশন সামগ্রী পাবেন! নতুন নিয়ম চালু হয়ে গেল
উপসংহার
অর্থাৎ বাংলায় এখনই দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প বন্ধ হয়ে যাবে এমন কোনো খবর নেই। সরকারের এই সিদ্ধান্তে প্রশংসিত বাংলা। সারা দেশের রেশন দোকানদাররা চাল ও গম বিতরণের জন্য বর্তমানে প্রতি কুইন্টালে ৯০ টাকা করে কমিশন পান। কিন্তু অনেকেই মনে করছেন যে এটি যথেষ্ট নয়। এখন দেখা যাক, আগামী দিনে সরকার কি সিদ্ধান্ত নেয়।