Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে? মা, বোনেদের 1500, 2000 টাকা দেবে?

Lakshmir Bhandar Scheme In Bengal

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar). যে প্রকল্পে বাংলার মা, বোনেরা প্রত্যেক মাসে আর্থিক সাহায্য পান সরকারের তরফে। বাংলার সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Government Scheme) দ্বারা মহিলাদের অ্যাকাউন্টে ১০০০ ও ১২০০ টাকা দিয়ে থাকেন। তবে এবার শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ছে। সেক্ষেত্রে কত টাকা দেওয়া হবে এবার? জেনে নিন।

Lakshmir Bhandar Scheme Money Hike

পশ্চিমবঙ্গ সরকারের (WB Government) লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি সমাজের সকল স্তরের মহিলাদের কাছেই সাহায্য পৌঁছে দিয়েছে। বিশেষ করে গ্রাম্য অঞ্চলে যারা বসবাস করেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত মহিলা রাও এই প্রকল্পের দ্বারা বিশেষভাবে উপকৃত। তবে গ্রাম্য অঞ্চল ছাড়াও সমাজের মধ্যবিত্ত জনগণ এই প্রকল্পের দ্বারা উপকার পাচ্ছেন। প্রকল্পটির টাকা বাড়লে তাই সমাজের সকল স্তরের মহিলারা খুশি হবেন। সত্যি বলতে, দীর্ঘদিন ধরেই মা, বোনেরা এই প্রকল্পের অর্থ বৃদ্ধির অপেক্ষায় রয়েছিলেন।

কবে থেকে বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা?

অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য এই লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণকারী প্রকল্পের মধ্যে এটি অন্যতম। গত নির্বাচনের আগে প্রকল্পের অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়। আরেকবার ভোটের আগে প্রকল্পের অর্থ দ্বিগুণ হবে এমনই সম্ভাবনা তীব্র হচ্ছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ঘোষণা করেছিল সরকার। প্রথমদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা সাধারণ শ্রেণীর মহিলাদের ৫০০ টাকা, তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হত। যদিও বর্তমানে এই টাকার পরিমাণ বৃদ্ধি করে করা হয়েছে। বর্তমানে মহিলাদের যথাক্রমে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে আর্থিক সাহায্য করা হয়। খুব শীঘ্রই নাকি এই প্রকল্পের টাকা আবার বাড়বে।

আরও পড়ুন: চালু হলো লক্ষ্মীর ভান্ডারের মতো নতুন আরেকটি প্রকল্প। এবার মহিলারা পাবেন মাসে 2100 টাকা।

লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারা কত টাকা পাবেন?

যেহেতু, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বাড়ছে এমন সম্ভাবনা সামনে আসছে, সেখান থেকেই বলা যায় আবার এই প্রকল্পের অর্থের পরিমাণ দ্বিগুণ হতে পারে অথবা কয়েকশো টাকা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা পেতে পারেন ১০০০ টাকার বদলে ১৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীভুক্ত মহিলারা ১২০০ টাকার বদলে ২০০০ টাকা পেতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি সূত্র মারফত খবর এই প্রকল্পের দ্বারা বর্তমানে রাজ্যের প্রায় প্রায় ২ কোটি ১১ লক্ষ মহিলা সুবিধা পাচ্ছেন। মহিলাদের বয়স ৬০ বছর পেরিয়ে গেলে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় তাঁদের নিয়ে আসে হবে।

আরও পড়ুন: নতুন প্রকল্পে সমস্ত মেয়েদের ১ লাখ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। কারা যোগ্য? কিভাবে আবেদন করবেন?

উপসংহার

লোকসভা ভোটে তৃণমূল সরকারের ব্যাপক সাফল্যের কান্ডারী ছিল লক্ষ্মীর ভান্ডার। তাই আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হতে পারে। তবে টাকা বাড়ানোর বিষয়টি এখন আলোচনার স্তরে রয়েছে। সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা করা হয়নি।

Related Articles

Back to top button