NPS Vatsalya Scheme: মাত্র 838 টাকা রাখলে 11 কোটি টাকা আসবে পকেটে। কেন্দ্র সরকারের এই নতুন স্কিমের সুবিধা পাবেন কিভাবে?

NPS Vatsalya Yojana

কেন্দ্রীয় সরকার চালু করেছে নতুন প্রকল্প NPS Vatsalya Scheme. দেশের সাধারণ মানুষের জন্য সরকারের বিভিন্ন স্কিম (Government Scheme) রয়েছে। কেন্দ্রীয় সরকার (Central Government)-এর উদ্যোগে চালু হওয়া এমনই একটি স্কিম হলো NPS বাৎসল্য প্রকল্প (NPS Vatsalya Yojana). এই প্রকল্পে একজন ব্যক্তি ৮৩৮ টাকা রেখে ১১ কোটির রিটার্ন পাওয়া সম্ভব। এখানে আপনি আপনার সন্তানের জন্য টাকা রাখতে পারেন। এই স্কিমে জমা হওয়া টাকা বিনিয়োগ হয় সরকারি সিকিউরিটিজ, ঋণ এবং শেয়ার বাজারে। মোট কথা, একটি নির্দিষ্ট সময় পর আপনার কাছে মোটা অঙ্কের রিটার্ন পাবেন।

What Is NPS Vatsalya Scheme?

কেন্দ্রীয় সরকারের নতুন স্কিম হল NPS বাৎসল্য প্রকল্প। এটি চালু হয়েছিল গত বছরের সেপ্টেম্বর মাসে। এই প্রকল্পটিতে সন্তানের জন্য বাবা-মায়েরা অর্থ বিনিয়োগ করতে পারবেন। আপনি আপনার ১৮ বছরের কম বয়সী সন্তানের জন্য এখানে টাকা রাখতে পারেন। এর জন্য বছরে বা মাসে নির্দিষ্ট অংকের টাকা বিনিয়োগ করা যায়। তবে কোনো সর্বোচ্চ সীমা নেই। আপনার সন্তানের বয়স ১৮ বছর হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটি রূপান্তরিত হবে একটি নিয়মিত NPS পেনশন অ্যাকাউন্টে।

এখানে বিনিয়োগের যোগ্যতা কী কী?

বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন থাকে। এখানে বিনিয়োগের যোগ্যতা গুলি সম্পর্কে জেনে নিন।

  • এখানে বিনিয়োগ করতে পারবেন যে কোনও ভারতীয় সন্তানের বাবা-মায়েরা।‌ যাদের বয়স ১৮ বছরের কম।
  • আপনার সন্তানের একটি প্যান এবং আধার কার্ড থাকতে হবে।
  • কেন্দ্র সরকারের এই বিশেষ স্কিমে আপনাকে সর্বনিম্ন ১,০০০ টাকা বিনিয়োগ করতে হবে।
  • এখানে বিনিয়োগ করার সর্বোচ্চ কোনও সীমা নেই।
  • ১৮ বছর পর অ্যাকাউন্টটি রূপান্তরিত হবে NPS টিয়ার-১ এ।
  • তিন বছর পর বিশেষ প্রয়োজনে সর্বোচ্চ ৩ বার ২৫% পর্যন্ত অর্থ তুলতে পারবেন।

স্কিমে অর্থ বিনিয়োগের নিয়ম

আপনি যদি এই বিশেষ প্রকল্পে আপনার সন্তানের নামে অর্থ জমা করেন, সেক্ষেত্রে প্রতিবছর জমা করতে হবে ১০,০০০ অর্থাৎ মাসে মাত্র ৮৩৪ টাকা করে। যদি নিয়মিত বিনিয়োগ চালিয়ে যান তাহলে অবসরের বয়সে পৌছলে আপনি মোটা অঙ্কের তহবিল সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন: ব্যাংক থেকে Loan নিয়েছিলেন? EMI নিয়ে চাপে আছেন? ঋণ নিয়েও চাপমুক্ত থাকার কার্যকরী উপায় জেনে নিন

এখান থেকে টাকা তোলার নিয়ম

যদি দ্যাখেন এই স্কিমে তহবিল ২.৫ লক্ষ টাকার বেশি হয়েছে, তাহলে এর ৮০% বার্ষিকী (পেনশন) হিসেবে কিনে নিতে হবে। সেক্ষেত্রে ২০% হারে এককালীন উত্তোলন করা যাবে। আর যদি এই তহবিলের পরিমাণ হয় ২.৫ লক্ষ টাকা অথবা তার কম, তাহলে পুরো টাকাটাই এককালীন উত্তোলন করা যাবে। যার জন্য টাকা জমা করা হচ্ছে তাঁর কিছু হলে অর্থ বাবা-মায়েরা পেয়ে যাবেন।

স্কিমে অ্যাকাউন্ট খোলার নিয়ম

কেন্দ্রীয় সরকারের এই স্কিমে টাকা জমা করতে হলে NPS বাৎসল্য অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য আপনাকে নিকটবর্তী ব্যাংকে যেতে হবে। এছাড়া, আপনি বাড়িতে বসে (https://nps.kfintech.com/) ওয়েবসাইটের মাধ্যমে অথবা অন্যান্য eNPS প্ল্যাটফর্মে ভিজিট করে অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আরও পড়ুন: UPI এর নিয়মে অনেক বড় পরিবর্তন করা হল! অনলাইন পেমেন্ট করার আগে জানুন

উপসংহার

কেন্দ্রীয় সরকারের এনপিএস বাৎসল্য যোজনা প্রকল্পটি দ্বারা উপকৃত হচ্ছেন বহু মানুষ। তাই আপনাদের সুবিধার্থে প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। এই প্রতিবেদনটিকে তথ্যমূলক হিসেবে নেবেন। আর বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য জেনে নেবেন।

Related Articles

Back to top button