মাত্র 550 টাকায় আপনার বাড়িতে পৌঁছে যাবে LPG সিলিন্ডার! সরকার আনলো নতুন প্রকল্প, আপনি আবেদন করেছেন?

Ujjwala Gas Yojana Scheme

রান্নার গ্যাস (LPG)-এর দাম সাধারণ মানুষের ঘুম উড়িয়েছে। বর্ধিত দামের কারণে নাকাল অবস্থা আমজনতার। এরই মধ্যে আপনাদের জন্য খুশির খবর। অতিরিক্ত টাকা দিয়ে নয়, বরং মাত্র ৫৫০ টাকা খরচে আপনার বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাস। কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প এনেছে আপনিও পেতে পারেন সেই প্রকল্পের সুবিধা। এই প্রকল্পের জন্য যোগ্যতা, আবেদন সংক্রান্ত বিবরণ উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

মাত্র ৫৫০ টাকায় LPG গ্যাস পাবেন আপনিও!

প্রত্যেক ঘরে ঘরে প্রয়োজন রান্নার গ্যাস। আর তা না হলে উনুন কিংবা স্টোভে রান্নাবান্না করতে হবে। যদিও এখন ইন্ডাকশন এসে যাওয়ায় বিদ্যুৎ খরচ করে অনেকেই তাতে রান্নাবান্না করেন। তবে এতে ইলেকট্রিসিটি বিল আসে বিস্তর। তাই রান্নার গ্যাস প্রত্যেকটি বাড়ির জন্যই অতি আবশ্যকীয়। কিন্তু এই যে বর্ধিত দাম, চিন্তা বাড়ছে আমজনতার। মনে করুন, রান্নার গ্যাসের জন্য আপনার ৩০০ টাকা কম হয়ে যাচ্ছে, মাত্র ৫৫০ টাকাতেই রান্নার গ্যাস পাচ্ছেন আপনি। ভাবতে অবাক লাগলেও বিষয়টি কিন্তু সত্যি।

উজ্জ্বলা গ্যাস যোজনা প্রকল্প কী?

গত এপ্রিল মাসে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল ৫০ টাকা। যার ফলে বর্তমানে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৮৫০ থেকে ৯০০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। এর জেরে রীতিমতো চিন্তার কারণ হয়ে উঠেছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারগুলির কাছে। তবে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকারের (Central Government) উজ্জ্বলা যোজনা প্রকল্প (Ujjwala Gas Yojana) চালু করেছে। প্রকল্পটি কম দামে রান্নার গ্যাস সরবরাহ করছে।

উজ্জ্বলা গ্যাস যোজনার সুবিধা

দেশের দরিদ্র পরিবারগুলির জন্য কেন্দ্র সরকার উজ্জ্বলা গ্যাস যোজনা প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের দ্বারা তাঁদের অ্যাকাউন্টে ভর্তুকি হিসেবে পৌঁছচ্ছে ৩০০ টাকা। একজন সাধারণ গ্রাহকের সিলিন্ডার কিনতে যেখানে খরচ হয় প্রায় ৮৫০ টাকার কাছাকাছি, সেখানে এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা মাত্র ৫৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন।

আরও পড়ুন: মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম কমলো। কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম কত হল, একনজরে জেনে নিন

শুরু থেকেই এই প্রকল্পের লক্ষ্য ছিল দেশের গরিব পরিবারগুলির মহিলাদের সহায়তা করা। প্রকল্পটি আরম্ভ হয় ২০১৬ সালের ১ মে উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে। বর্তমানে সারা ভারতের মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

উজ্জ্বলা গ্যাস যোজনার শর্ত কী কী?

  • উজ্জ্বলা গ্যাস যোজনার সুবিধা পাবেন দেশের সেই সকল পরিবার যাদের বিপিএল রেশন কার্ড আছে।
  • প্রকল্পের সুবিধা পেতে হলে বাড়িতে আগে থেকে কোনোরকম এলপিজি সংযোগ থাকা চলবে না।
  • প্রকল্পের সুবিধা পাবেন তাঁরা যাদের আধার কার্ড এবং বৈধ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।
  • ভারতের স্থায়ী নাগরিকরা প্রকল্পের সুবিধা পাবেন।

প্রকল্পে আবেদন জানাবেন কিভাবে?

এই প্রকল্পে আবেদন জানাতে হলে আপনাকে নির্দিষ্ট গ্যাস এজেন্সি থেকে আবেদন করতে হবে। সেখানে গিয়ে আপনাকে বিপিএল কার্ড, আপনার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র দেখাতে হবে। আপনার আবেদন জমা করার পর সেটি যাচাই করা হবে, তারপর বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি কানেকশন ইন্সটল করে দেওয়া হবে।

আরও পড়ুন: রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! LPG কানেকশনধারীদের জন্য জরুরি খবর

উপসংহার

বর্তমানে কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার মাধ্যমে সুবিধা পাচ্ছেন ১০ কোটির বেশি মানুষ। ২০১৩ সালে এই প্রকল্পে ৭৫ লক্ষ নতুন সংযোগ দেওয়া হয়েছিল। আপনারা যারা এখনো প্রকল্পে আবেদন করেননি দ্রুত নিজের এপ্লিকেশন জমা করুন ও সুবিধা পান।

Related Articles

Back to top button