টাকার প্রয়োজন হলে Flipkart থেকে লোন নিতে পারবেন। কী কী শর্ত থাকছে? লোনের আবেদন করবেন কিভাবে?

Flipkart Loan Application

আমাদের জীবনে নানান প্রয়োজনে লোন নেওয়ার প্রয়োজন হয়। আর এবার Flipkart গ্রাহকদের প্রয়োজনে লোন দেওয়ার ছাড়পত্র পেয়ে গেল। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)-এর এই অনুমতির ফলে ফ্লিপকার্ট হয়ে উঠল সেই প্রথম ভারতীয় ই-কমার্স প্ল্যাটফর্মটি যার একটি নন-ব্যাঙ্কিং ফিন্যান্স কোম্পানির লাইসেন্স থাকছে। যা কিনা সংস্থাকে ঋণ দেওয়ার অনুমতি দেয় ঠিকই, তবে আমানত গ্রহণ করার সুবিধা দেয় না।

Flipkart থেকে লোন গ্রহণ করতে পারবেন

অনেকদিন ধরেই এই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। আর এবার চলতে থাকা আলোচনায় নতুন করে সিলমোহর পড়ল। অর্থাৎ এবার থেকে আপনিও এই ই-কমার্স সংস্থাটি থেকে লোনের জন্য আবেদন করতে পারবেন। লোন পাবেন। তবে তার আগে সংশ্লিষ্ট বিষয়ে আরও বিস্তারিত জানতে হবে। একজন গ্রাহক অথবা একজন বিক্রেতা কিভাবে ফ্লিপকার্ট থেকে লোনের (Flipkart Loan) আবেদন করতে পারবেন সেটি আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

ফ্লিপকার্ট লোনের প্রয়োজনীয় তথ্য

বর্তমানে যেটি দেখা যাচ্ছে, সমস্ত প্ল্যাটফর্মগুলি ঋণ দেওয়ার জন্য নির্ভর করে ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ঋণদাতাদের সঙ্গে অংশীদারিত্বের উপর। সম্প্রতি রিজার্ভ ব্যাংক ফ্লিপকার্ট ফিন্যান্সকে এনবিএফসি লাইসেন্স দিয়ে দিয়েছে। সূত্রের খবর, গত ১৩ মার্চ ফ্লিপকার্ট ফিন্যান্স প্রাইভেটকে রেজিস্ট্রেশনের জন্য একটি শংসাপত্র জারি করা হয়েছে। আর তারপর থেকে আনুষ্ঠানিকভাবে একে একটি নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা হিসাবে স্বীকৃতি দেওয়াও হয়েছে।

ফ্লিপকার্ট থেকে কিভাবে লোন পাবেন?

ফ্লিপকার্ট সংস্থাটি ও ফিনটেক অ্যাপ আপনাকে সুপার মানির মাধ্যমে ঋণ দেবে। ফ্লিপকার্ট থেকে আপনি লোনের জন্য আবেদন করলে প্রধান ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি এটি আপনাকে সুপার মানি নামক তার ফিনটেক অ্যাপের মাধ্যমে সরাসরি ঋণ দেবে। ফ্লিপকার্ট কোম্পানি শুধু যে গ্রাহকদের ঋণ দিচ্ছে তাই নয়, এর পাশাপাশি বিক্রেতাদেরও ঋণ গ্রহণের জন্য অফার দেবে।

আরও পড়ুন: Pan Card থাকলে 10,000 টাকা জরিমানা! আয়কর বিভাগের ‘এই’ নির্দেশ আপনি জানেন তো?

ফ্লিপকার্ট কোম্পানিটি থেকে ঋণের আবেদন করা হলে এটি আপনাকে অ্যাক্সিস ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক, ক্রেডিট সাইসনের মতো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ব্যক্তিগত ঋণ দিয়ে থাকবে। তবে এবার যেহেতু নতুন লাইসেন্স পাওয়া সম্ভব হয়েছে, তাই ফ্লিপকার্ট আরও লাভজনক সরাসরি-ঋণ মডেলে স্থানান্তরিত করতেও সক্ষম হবে। ফ্লিপকার্ট লোন নেওয়ার জন্য আপনাকে সরাসরি ফ্লিপকার্টে নজর রাখতে হবে। আর কিছুদিন পর লোন নেওয়ার আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: PhonePe ব্যবহারের সব নিয়ম বদলে যাচ্ছে! গ্রাহকরা আজই জেনে নিন

উপসংহার

অর্থাৎ এবার থেকে ফ্লিপকার্টের মাধ্যমে আপনিও লোনের জন্য আবেদন করতে পারবেন। প্রয়োজন অনুসারে এই সংস্থাটি আপনাকে ব্যক্তিগত লোন অফার করবে। তবে শুধুমাত্র একজন গ্রাহক নন, একজন বিক্রেতাও এখান থেকে লোন পাবেন। রিজার্ভ ব্যাংকের অনুমতির পর নতুন দরজা খুলে গেল।

Related Articles

Back to top button