Aadhaar Card নিয়ে দুই গুরুত্বপুর্ণ নির্দেশ। সময়সীমা 14 জুন! প্রত্যেক ভারতবাসীকে জানতে হবে।
Instructions Regarding Aadhaar Card
ভারতবর্ষের জনসাধারণের কাছে অন্যতম জরুরি নথি Aadhaar Card নিয়ে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ সামনে এসেছে। যা একজন ভারতবাসী ও একজন আধার কার্ডধারীকে অবশ্যই জানতে হবে। এখনই এ বিষয়ে না জানলে পরবর্তীতে সমস্যায় পড়বেন। আজকের প্রতিবেদন থেকে এই দুই নতুন নির্দেশ সম্পর্কে বিস্তারিত জেনে রাখুন।
Aadhaar Card আপডেট নিয়ে নির্দেশ
যাদের কাছে আধার কার্ড আছে, আর যারা এখনো আধার কার্ড আপডেট করেননি তাঁদের অবশ্যই এই বিষয়ে জেনে নিতে হবে। আপনিও যদি এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট না করে থাকেন তাহলে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা জেনে রাখুন। আগামী ১৪ জুন ২০২৫ পর্যন্ত আপনি বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন। যদি আধারের বিবরনে কোন পরিবর্তন করতে চান, আর ফ্রিতে পরিষেবার সুযোগ নিতে চান, তাহলে উল্লিখিত সময়ের সদ্ব্যবহার করুন। ভারত সরকারের নির্দেশ মতো আধার কার্ডের নিয়ম মেনে চলুন।
অনলাইনে আধার কার্ড আপডেট করার পদ্ধতি
আধার কার্ড আপডেট নিয়ে আলাদা করে চিন্তা করার নেই। কারণ আপনি বাড়িতে অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট করে নিতে পারেন। এর জন্য কি করতে হবে দেখে নিন।
- প্রথমে ভিজিট করুন UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা myAadhaar পোর্টালে।
- সেখানে গিয়ে নিজেদের তথ্য যেমন আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখের মতো তথ্যগুলি আপডেট করে নিন।
- আপনাকে আপনার আধার নম্বর উল্লেখ করতে হবে।
- OTP এর মাধ্যমে যাচাই করে নিতে হবে।
- তারপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
- আপনি আপডেট রিকোয়েস্ট পেলে, একটি SMS এর মাধ্যমে URN পাবেন।
- এটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আবেদনের অবস্থা সম্পর্কিত তথ্য।
আরও পড়ুন: শুধুমাত্র পরিচয়পত্র নয়, Aadhaar Card থাকলে এবার থেকে 6টি বিশেষ সুবিধা পাবেন আপনিও।
প্রসঙ্গত উল্লেখ্য, এবার যদি আপনি নির্ধারিত সময় অর্থাৎ ১৪ জুনের পরে, আধারের তথ্য আপডেট করতে চান, তবে তার জন্য আপনাকে ৫০ টাকা চার্জ দিতে হবে। তাই চেষ্টা করুন সময়ের মধ্যে বিনামূল্যে পরিষেবা গ্রহণ করার।
আধার কার্ডে এই ভুলে জরিমানা হবে!
অনেক সময় দেখা যায় আধার কার্ড তৈরি করার সময় অনেকেই ভুল নাম, ঠিকানা বা জন্ম তারিখ, এমনকি মোবাইল নম্বর দিয়ে থাকেন। আবার কেউ কেউ ভুয়ো নথি দেখিয়েও আধার কার্ড তৈরি করে থাকেন। যদি আপনি এই কাজ ইচ্ছাকৃতভাবে করেন, তাহলে আধার আইন ২০১৬ অনুযায়ী সেটি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। আবার যদি কেউ অন্য কারোর আধার নম্বর অথবা বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে সেটিকে নিজের কাজ চালানোর চেষ্টা করেন তাহলেও সেই ব্যক্তিকে এই আইনের আওতায় পড়তে হয়।
বলা হচ্ছে যে, যদি কেউ এই কাজ করেন তাহলে সেই ব্যক্তির ধারা ৩৮ অনুযায়ী ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। শুধু তাই নয়, সেই ব্যক্তির সর্বোচ্চ তিন বছর জেলও হতে পারে। এছাড়া, এবার থেকে অচেনা ওয়েবসাইটে আধার নম্বর ইনপুট করার আগে সতর্ক হন। আর বিপদে পড়তে না চাইলে অন্য কারো আধার কার্ড ডাউনলোড করে ব্যবহার করবেন না।
আরও পড়ুন: আধার কার্ড হোল্ডারদের জন্য বিশেষ সুবিধা প্রদান করছে UIDAI, জানতে ক্লিক করুন।
উপসংহার
আজকের প্রতিবেদনই আধার কার্ড সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ সম্পর্কে আলোচনা করা হলো। একটি আধার কার্ড আপডেট সম্পর্কিত অপরটি হলো আধার কার্ডটিকে ভুল ভাবে ব্যবহার করলে জরিমানা হতে পারে সেই বিষয়ে প্রয়োজনীয় তথ্য। আশা করা যায় এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হলেন। আরো বিস্তারিত জানতে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন।