কামাল করলো Jio! মাত্র 3,999/- টাকায় লঞ্চ হল নতুন 5G Smartphone! ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ ডিটেলস জানুন
Reliance Jio 5G Smartphone
রিলায়েন্স জিও (Jio) ভারতের স্মার্টফোনের বাজারে আগেই পা রেখেছে। প্রথম থেকেই জিওর স্মার্টফোন গুলোর কদর আছে গ্রাহকদের কাছে। প্রচুর সুবিধা মেলায় অনেকেই এখন জিও স্মার্টফোন (Jio Smartphone) কিনতে চাইছেন। এরইমধ্যে জিও ফের একটা কামাল করেছে। মাত্র ৩৯৯৯ টাকায় 5G Smartphone বাজারে এনেছে। দেখে নেওয়া যাক তার ডিটেলস।
Reliance Jio New 5G Smartphone
মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও ২০২৫ সালের মধ্যভাগে ফের একটা নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। প্রযুক্তির দিক থেকে এই ফোনটি দারুন ভালো। এতে যেমন ভালো ক্যামেরা সঙ্গে স্টোরেজ, ব্যাটারি সবটাই পাওয়া যাচ্ছে। তবে ফোনটি কেনার আগে তার ডিটেলস সম্পর্কে জেনে নেওয়া ভালো। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই উল্লেখ করা হলো।
Jio Smartphone Display
রিলায়েন্স জিওর তরফে যে স্মার্টফোনটি লঞ্চ করা রয়েছে তাতে ৬.৫ ইঞ্চির বড় ডিসপ্লে থাকছে। যা ব্যবহারকারীর ভিডিও দেখা, গেম খেলা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকে আরও আকর্ষণীয় করে তোলে।
Jio Smartphone Bettery
জিও স্মার্টফোন ডিভাইসটির অন্যতম একটি বড় আকর্ষণ হলো ফোনটির শক্তিশালী ৫০০০mAh ব্যাটারি। এই ফোনটি একবার চার্জ দিলে পুরো দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন।ভিডিয়ো কল হোক কি ব্রাউজিং অথবা ভিডিয়ো গেমস সারাদিন আরামসে চলবে।
Jio Smartphone Camera
জিওর নতুন স্মার্টফোনে আপনি পেয়ে যাচ্ছেন ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। যা আপনাকে দারুণ ফটো এবং ভিডিও ক্যাপচার করার সুযোগ দেবে। এছাড়া ফোনটিতে ভিডিও কল বা সেলফির জন্যও উন্নতমানের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
Jio Smartphone Storage
জিওর স্মার্টফোনটিতে রয়েছে 64GB ইন্টারনাল স্টোরেজ। অর্থাৎ বিপুল স্টোরেজ পাচ্ছেন। তাই নির্দ্বিধায় বিভিন্ন ছবি ভিডিও তুলতে পারবেন ও প্রয়োজনীয় ফাইল সেভ করতে পারবেন। এছাড়া, Jio 5G স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে অক্টা-কোর প্রসেসর যা স্মুথ পারফর্মেন্স প্রদান করবে।
আরও পড়ুন: Jio এর নতুন ২০০ দিনের রিচার্জ প্ল্যান। জলের দামে প্রতিদিন ২.৫ জিবি ডেটা সহ অফারের ছড়াছড়ি!
উপসংহার
আজকের প্রতিবেদনে জিওর নতুন স্মার্টফোন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যারা কিনতে আগ্রহী, ফোনটি সম্পর্কে আরও ডিটেলস পেতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নেবেন। সেখান থেকেই ফোনটি কিনতে পারবেন।