SIP নাকি RD বিনিয়োগে সবচেয়ে লাভজনক কোনটা? ইনভেস্ট করার আগে জরুরী কিছু তথ্য জেনে রাখুন

SIP & RD Investment

বর্তমানে একজন বিনিয়োগকারীর ইনভেস্ট করার পছন্দের জায়গা হল FD, RD, ও SIP. এছাড়া বহু ছোটখাটো স্কিম রয়েছে, ব্যাঙ্ক ও পোস্ট অফিসের প্রকল্প রয়েছে। তবে আপনি তো বিনিয়োগ সেখানে করবেন যেখানে প্রয়োজনীয় লাভ আসবে। এখন যদি আপনি নতুন বিনিয়োগকারী হন, আপনার যদি বিনিয়োগ করার পরিকল্পনা থাকে, তবে কিছু তথ্য আপনার জেনে রাখা ভাল। তাই আজকের প্রতিবেদন আপনার জন্য তথ্যমূলক হতে চলেছে।

SIP নাকি RD কোথায় বিনিয়োগ লাভজনক?

আপনার সারা মাসের কষ্টের রোজগার ঠিক জায়গায় বিনিয়োগ করার আগে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটে অনেকেই ইনভেস্ট করে থাকেন। আবার অনেকের পছন্দ SIP বিনিয়োগ। আপনি যাতেই বিনিয়োগ করুন না কেন ঠিকঠাক রিটার্ন এলে সব জায়গাই লাভজনক। এখন যদি পার্থক্য করা যায়, তাহলে কোনটি সুবিধাজনক হবে সেটা আগের থেকে জেনে রাখা ভালো।

SIP-তে বিনিয়োগ কতটা লাভজনক?

এসআইপি এর অর্থ মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ। এখানে বিনিয়োগ করলে সেক্ষেত্রে দীর্ঘসময় ধরে বিনিয়োগের বিষয়টি থেকে যায়। আবার, রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগের সুযোগ থাকে ব্যাঙ্কে। সেখান থেকেও ভাল রিটার্ন আসার সম্ভাবনা থাকে। এবার একটা হিসেব দেখে নিন। আশা করা যায়, আপনার জন্য বিনিয়োগ সংক্রান্ত বিষয়টি আরও স্পষ্ট হবে।

SIP ও RD এর মধ্যে বেশি রিটার্ন কোথায়?

আমরা এখানে আলোচনা করছি SIP এবং RD এই দুই ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে। ধরুন, আপনি এসআইপিতে মোট ৫,০০০ টাকা রাখবেন। এই পরিমাণ টাকা ৫ বছর ধরে রাখা হলে সর্বমোট বিনিয়োগ হবে প্রায় ৩ লাখ টাকা। এখান থেকে রিটার্ন আসবে ১ লাখ ৫ হাজার ৫১৮ টাকা। আর সব মিলিয়ে টোটাল ভ্যালু হবে ৪ লাখ ৫ হাজার ৫১৮ টাকা।

আরও পড়ুন: 1 লাখ টাকা রাখলে হাতে পাবেন 53 লাখ। কোন ম্যাজিকে এমন কামাল হবে? দেখে নিন একনজরে

এবার দেখা যাক রেকারিং ডিপোজিটের হিসেব।আপনি যদি রেকারিং ডিপোজিটে প্রায় ৫ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে ৫ বছরের মেয়াদে আপনার বিনিয়োগ হবে ৩ লাখ টাকা। এখান থেকে রিটার্ন আসবে প্রায় ৫৬ হাজার ৮৩০ টাকা। সেক্ষেত্রে আপনার টোটাল ভ্যালু হবে ৩ লাখ ৫৬ হাজার ৮৩০ টাকা হবে।

আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের জন্য SBI এর দুর্দান্ত স্কীম। পাবেন সর্বোচ্চ সুদের সাথে লাখ টাকা রিটার্ন!

উপসংহার

অর্থাৎ দুটি হিসেব দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে SIP-তে বিনিয়োগ বেশি লাভজনক। অবশ্যই এতে ঝুঁকি থাকছে। তবে রিটার্ন ভালোই মিলছে। আবার রেকারিং ডিপোজিটে বিনিয়োগে রিটার্ন হয়তো একটু কম আসে, তবে ঝুঁকি কম। তবে বিনিয়োগ করার আগে সমস্ত নিয়মাবলী দেখে নেবেন। বাকি সিদ্ধান্ত আপনার।

Related Articles

Back to top button