বাড়ি বসেই হবে PM Kisan Yojana e-KYC. এক ক্লিকেই মিলবে সমস্ত সমাধান। কৃষকবন্ধুদের জন্য নতুন অ্যাপ আনলো সরকার

PM Kisan Yojana Mobile App

দেশের কৃষক বন্ধুদের জন্য সরকার PM Kisan প্রকল্পটি চালু করেছেন। এই প্রকল্পের হাত ধরে বর্তমানে লাখ লাখ কৃষক উপকৃত। তবে প্রকল্পের নিয়ম মাঝেমধ্যে বদল করা হয়। যেমন প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের E-KYC আপডেট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও কৃষকদের মধ্যে স্কিম সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন থাকে। আর সেই সকল প্রশ্নের সমাধানে এবার নতুন অ্যাপ আনছে দেশের সরকার।

PM Kisan Yojana Mobile Application

দেশের কৃষকদের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পিএম কিষান প্রকল্পটি চালু করেছিলেন। কিষাণ সম্মান নিধি যোজনা প্রতিবছর কৃষকদের আর্থিকভাবে সহায়তা করে। এই আর্থিক সাহায্য বিভিন্ন কিস্তিতে কৃষকদের কাছে পৌঁছয়। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে অনেক কৃষক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আর সেই সকল সমস্যা সমাধান করার জন্যই আছে প্রধানমন্ত্রী কিষাণ অ্যাপ বা পিএম কিষাণ অ্যাপ (PM Kisan App). এই অ্যাপটি কৃষকদের কৃষিকাজ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি অপেক্ষাকৃত সহজ করতে সাহায্য করে।

এই অ্যাপের মাধ্যমে কী কী সুবিধা মিলবে?

পিএম কিষান অ্যাপটির মাধ্যমে কৃষকেরা তাঁদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে কিস্তির স্ট্যাটাস সব রকম তথ্য এক ক্লিকে জেনে নিতে পারবেন। শুধু তাই নয়, এই অ্যাপের দ্বারা কৃষকরা আধারের বিবরণ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিতকরণ পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি, পিএম কিষাণ অ্যাপে কৃষকদের বিভাগ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শও দেওয়া হয়। কৃষকরা এই অ্যাপ থেকে নিজেদের যাবতীয় সমস্যার সমাধান পেতে পারেন।

অ্যাপটি ডাউনলোড করার প্রক্রিয়া

পিএম কিষাণ অ্যাপটি ডাউনলোড করার জন্য একজন ব্যবহারকারীকে নিজের স্মার্টফোনের গুগল প্লে স্টোরে ভিজিট করতে হবে। সেখান থেকে সরাসরি PM Kisan GoI অ্যাপটি নিজের ফোনে ডাউনলোড করতে হবে। অ্যাপটি ইনস্টল করার পর ব্যবহারকারী মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য এন্টার করবেন। আর সরাসরি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।

আরও পড়ুন: ফ্রিতে 5 লাখ টাকার স্বাস্থ্যবীমা দিচ্ছে মোদি সরকার। এই কার্ড সঙ্গে থাকলেই যাবতীয় সুবিধা পাবেন।

বাড়ি বসে e-KYC আপডেট করবেন কিভাবে?

PM Kisan অ্যাপের ফেস অথেন্টিকেশন ফিচার ব্যবহার করে e-KYC আপডেট করতে পারবেন। সেক্ষেত্রে কৃষক ঘরে বসেই অথবা যে কোন দূরত্ব থেকে ওটিপি বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই নিজের মুখ বা ফেস স্ক্যান করে e-KYC-র প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আরও ১০০ জন কৃষক বাড়ি বসে e-KYC করে নিতে পারবেন।

আরও পড়ুন: দেশের কৃষক বন্ধুদের আয় হবে 42000 টাকা! সরকারের তরফে দারুণ পদক্ষেপ

উপসংহার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু হওয়া পিএম কিষান যোজনা প্রকল্পটি বার্ষিক কিস্তিতে কৃষকদের ৬০০০ টাকা করে আর্থিক সুবিধা প্রদান করে থাকে। আর এবার এই অ্যাপটি হলো আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখনও পর্যন্ত ১ কোটিরও বেশি বার এই অ্যাপটি ডাউনলোড করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Related Articles

Back to top button