Holiday: তিন দিনের লম্বা ছুটি! বন্ধ থাকছে স্কুল, কলেজ অফিস? বর্ষায় হলিডে ঘোষণা
Public Holiday Declared For Muharram
বাংলায় আবার তিন দিনের টানা ছুটি (Holiday). বর্ষা পড়তেই দারুন সুখবর শুনতে চলেছেন এই রাজ্যের ছাত্র-ছাত্রীরা থেকে অফিসে কর্মরতরা। বছরের শুরু থেকেই নানান ধরনের ছুটি চলেছিল রাজ্যে। গরমের ছুটি থেকে বিভিন্ন উৎসব অনুষ্ঠান ছুটি পেয়েছেন বাংলার মানুষ। তবে গরমের ছুটি শেষ হয়ে কিছুদিন আগেই শুরু হয়েছে স্কুল। এর মধ্যেই আবার কিসের উপলক্ষে টানা তিন দিনের ছুটি?
Holiday Announcement In West Bengal
আপনি যদি একজন পশ্চিমবঙ্গের অধিবাসী হন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিন দিনের যে ছুটির কথা বলা হচ্ছে, সেই ছুটিতে স্কুল কলেজ অফিস সব বন্ধ থাকবে। একটি বিশেষ কারণে ছুটি পেতে চলেছেন সবাই। ছুটিটি একদিনের তবে তার আগে সপ্তাহ শেষ ও শনিবার পড়ছে বলে সব মিলিয়ে তিন দিনের ছুটি পাওয়া যাচ্ছে। তবে শুধু বাংলায় নয়, দেশের বিভিন্ন রাজ্যে এই ছুটি জারি থাকবে।
কিসের উপলক্ষে ছুটি মিলছে?
সম্প্রতি যে খবর সামনে এসেছে সামনের সপ্তাহে সরকারি ছুটি থাকবে। এই ছুটি থাকছে ৭ তারিখ। আর সেই ছুটিতে বন্ধ থাকবে স্কুল, ব্যাঙ্ক, ডাকঘর, ও সরকারি অফিস। তাছাড়া বেশ কিছু বেসরকারি অফিসও বন্ধ থাকবে। তবে ৭ তারিখের আগের দিন অর্থাৎ ৬ তারিখ রবিবার। আর তার আগের দিন ৫ তারিখ শনিবার। শনিবার দিন অধিকাংশ জায়গাতেই ছুটি থাকে। তাই ৫, ৬ ও ৭ পরপর তিন দিনের টানা ছুটি মিলবে।
আসলে, ইসলামিক নববর্ষের সূচনাকারী পার্বণ মহরম (Muharram) উপলক্ষ্যে ছুটি থাকবে। মহরম ইসলামের চার পবিত্র মাসের মধ্যে একটি ভারতবর্ষে এটি সরকার ছুটি হিসেবে পালিত হয়। ভারতে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৬ বা ৭ তারিখ পালিত হবে এই উৎসব। সেক্ষেত্রে বর্তমানে আনুষ্ঠানিক ভাবে ৬ জুলাই ছুটি হলেও চাঁদ দেখা না গেলে তা পালিত হবে ৭ জুলাই।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ফের নতুন ছুটির ঘোষণা করল সরকার। জারি হল বিশেষ নোটিশ
যাই হোক, তবে মহরম উপলক্ষে এই ছুটির ঘোষণা (Holiday Announcement) সংক্রান্ত খবর পেয়ে ছাত্রছাত্রী থেকে অফিস যাত্রী সবার মুখেই হাসি ফুটেছে। জুলাই মাসে এই ছুটির পর আগামী মাস আগস্টে আবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি। ছুটি থাকছে রাখি পূর্ণিমা উপলক্ষ্যেও। এই বছর সেপ্টেম্বরে পুজো অর্থাৎ এবছর পূজোর ছুটি এগিয়ে আসছে। তারপর দীপাবলি ও ভাইফোঁটার ছুটি তো রয়েছেই। তবে আপাতত জুলাই মাসের এই ছুটি অনেকটাই স্বস্তি দিল সকলকে।
আরও পড়ুন: স্কুল বন্ধের নতুন ঘোষণা হল। টানা কতদিন ছুটি পাবে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা?
উপসংহার
মহরম উপলক্ষ্যে প্রতিবছরই ছুটি পান রাজ্যের মানুষ। ইসলাম ধর্মে মানুষজন এই উৎসবকে বিশেষভাবে পালন করেন। ভারতবর্ষের মানুষ এই বিশেষ দিনটিকে উদযাপন করেন বলে ছুটি ঘোষণা হয় সরকারের তরফে। আর সপ্তাহন্তে টানা ছুটি পেয়ে তাই মুখে হাসি ফুটেছে সবার।