Lottery: এবারে লটারি কাটলে টাকা জেতা কনফার্ম! 100% গ্যারেন্টি! রিসার্চে আসা এই গোপন সূত্র তাক লাগাতে বাধ্য
How To Win Money In The Lottery
কথায় আছে ভাগ্যের লটারি (Lottery). অর্থাৎ লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করতে চান না এমন মানুষ পাওয়া দুষ্কর। একবার লটারি কেটে (Lottery Ticket) যদি মোটা অংকের টাকা কিংবা প্রাইজ জেতা যায়, তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু লটারিতে (Lottery) টাকা জেতার জন্য শুধুই কি ভাগ্য লাগে? নাকি তার সঙ্গে দরকার হয় বিশেষ কিছু টেকনিক? আসুন জেনে নেওয়া যাক।
Strategies to win money in the Lottery
অনেকের তো রীতিমতো নেশা থাকে লটারি কাটা। একবার লটারি কেটে ভাগ্যের শিকে ছেঁড়লে তখন বারবার লটারি কেটে টাকা জেতার নেশা হয়ে যায়। কিন্তু কথাটা হল, লটারি কাটলেই যে সঙ্গে সঙ্গে টাকা জিতে যাবেন (Lottery Ticket Prize) তা কিন্তু নয়। তার জন্য বিশেষ টেকনিক দরকার হবে। লটারিতে জ্যাকপট জেতা এখন আরও বেশি সহজ। তার কারণ হল সম্প্রতি দুই অধ্যাপক লটারিতে টাকা জেতার নয়া কৌশল বের করেছেন।
লটারিতে টাকা জেতার নতুন কৌশল!
কোটিপতি হতে কে না চান! আর কোটিপতি হওয়ার স্বপ্ন তো সাধারণ থেকে মধ্যবিত্ত সবারই কম-বেশি রয়েছে। আর সেই স্বপ্ন পূরণ করতেই অনেকেই লটারি কেটে থাকেন। তবে মনে রাখুন, এমনি এমনি লটারি কাটলে কিন্তু হবে না। তাতে আর যাই হোক লাভের লাভ কিছু হবেনা। যার কারণে ভাগ্যও সাথ দেয় না। লটারিতে টাকা জেতার জন্য অবশ্যই কিছু কৌশল মেনে চলতে হবে।
তবে এবার কিন্তু কোনও তথাকথিত কোনও ধারনা বা মিথ নয়। আন্দাজে ভর করেও লটারি কাটা নয়। সম্প্রতি লটারি জেতার জন্য দুই বিদেশি অধ্যাপক এমন চমকপ্রদ তথ্য সামনে এনেছেন, যে আপনিও অবাক হতে বাধ্য। আর মনে রাখুন, নিয়ম মেনে যদি নির্দিষ্ট লটারি কাটা হয় আর খেলা হয়, তাহলে আপনার কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না। আজকের প্রতিবেদনে রইল সেই গোপন টেকনিকের কথা।
আরও পড়ুন: এই নির্দিষ্ট নম্বরগুলি দেখে লটারির টিকিট কাটুন। প্রাইজ জিতবেন ১০০% পাকা
লটারিতে টাকা জিততে হলে কী করতে হবে?
দুই অধ্যাপকের এই গোপন কৌশল মেনে চলতে পারেন আপনিও। সম্প্রতি ব্রিটেনের ন্যাশনাল লটারি জেতার জন্য সে দেশেরই দুই গণিতবিদ- ডেভিড স্টেওয়ার্ট এবং ডেভিড ক্রাশিং বিশেষ উপায় বের করেছেন। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুজন বলেছেন, কমপক্ষে কটি কাটলে সেখান থেকে লটারি জেতার নিশ্চয়তা থাকে।
এই অধ্যাপকেরা দাবি করেছেন, ২৭টি লটারির টিকিট কাটলে তবেই পুরস্কার নিশ্চিত। তাঁদের বক্তব্য এই যে, সাড়ে চার কোটি সম্ভাবনার মধ্যে সাতাশটি টিকিট কেটেই বাজিমাত করা সম্ভব। এমনকি নিজেদের রিসার্চ নিয়ে তাঁরা যুক্তিও দিয়েছেন।
ওই দুই গণিতবিদ বলেছেন, “ইউকে ন্যাশনাল লটারিতে থাকে ছয়টি ভিন্ন নম্বর। আর সেগুলি হল ১ থেকে ৫৯-এর মধ্যে। এই সংখ্যার মধ্যে থেকে ছয়টি সংখ্যাকে বেছে নেওয়া হয়। তাই পুরস্কার পেতে ছয়টি সংখ্যার মধ্যে ন্যূনতম দু সংখ্যাকে আপনাকে মেলাতে হবে। তাই ওনারা বলছেন, মোটামুটি সাতাশটি টিকিট পুরস্কারের নিশ্চয়তা দিতে পারে। সাড়ে ৪ কোটির সম্ভাবনার মধ্যে।
আরও পড়ুন: চলতি সপ্তাহে লটারি প্রাপ্তির যোগ রয়েছে এই রাশি গুলির! একবার টিকিট কিনেই দেখুন
উপসংহার
২৭ টি টিকিটের এই বিশেষ কৌশল মেনে যদি লটারি কাটা হয় তাহলে ভাগ্যে প্রাইজ আসতেই পারে। কিন্তু তবুও আপনাকে মনে রাখতে হবে, লটারি হল শুধুই ভাগ্যের খেলা। তবে চেষ্টা করে দেখতেই পারেন। পেলেও পেতে পারেন অমূল্য রতন।