POMIS: প্রত্যেক মাসে নিশ্চিত 9000 টাকা আয়। পোস্ট অফিসের এই প্রকল্পে উপকৃত হবেন নারী, পুরুষ সবাই। আবেদন করুন আজই!
Monthly Income Scheme Investment
পোস্ট অফিসের দুর্দান্ত প্রকল্প মান্থলি ইনকাম স্কিম (POMIS). যেখানে প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৯০০০ টাকা। এমনিতেই পোস্ট অফিসে চালু থাকা বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে এসেছে। এই প্রকল্পগুলি উচ্চ সুদের হার প্রদান করে, প্রতিমাসে আয়ের গ্যারান্টি দেয় আবার ভবিষ্যৎ সিকিউরিটিও থাকে সঙ্গে। আজ এই প্রতিবেদনে আলোচনা হচ্ছে মান্থলি ইনকাম স্কিন সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক।
What Is POMIS Scheme?
পোস্ট অফিসের অনেক প্রকল্প সম্পর্কেই হয়তো আপনি জানেন। তবে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে (Post Office Monthly Income Scheme) বহু মানুষ জানেন না। একটি নির্দিষ্ট বয়সের পর থেকে যদি আপনি অল্প অল্প করে টাকা জমান তাহলে একটা সময়ে আপনাকে আর প্রত্যেক মাসের আয় নিয়ে ভাবতেই হবে না।
কারণ স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসে আপনি মোটা টাকা আয় করতে পারবেন। আপনার একাউন্টে ক্রেডিট হয়ে যাবে সেই অর্থ। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে টাকা জমাবেন, আর কিভাবে প্রতিমাসের আয় নিশ্চিত করবেন।
মান্থলি ইনকাম স্কিমে কিভাবে বিনিয়োগ করবেন?
অনেক মানুষই মনে করেন পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করলে তাতে ঝুঁকি কম থাকে। এখানে টাকা রাখলে ভালো রিটার্ন পাওয়া যায়। অতএব পোস্ট অফিসের প্রকল্প জনসাধারণের মধ্যে দারুন জনপ্রিয় হয়ে উঠেছে। পোস্ট অফিসের এই স্কিমে আপনি নূন্যতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। এটি ১০০০ টাকার গুণিতকে নিয়ে বিনিয়োগ করা যেতে পারে। তবে মনে রাখতে হবে সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ জমার সীমা হল ৯ লক্ষ টাকা।
আরও পড়ুন: মাত্র 10,000 টাকা হাতে রাখুন। মাত্র কয়েকদিনে ম্যাজিকের মতো রিটার্ন পাবেন 1 কোটি! কিভাবে? দেখে নিন
মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগের নিয়ম
ডাকঘরের মাসিক আয় প্রকল্পে ডুয়েল অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ জমার সীমা হল ১৫ লক্ষ টাকা। আর এই প্রকল্পের মেয়াদ ৫ বছর। তবে সরকার সময়ে সময়ে এই বিশেষ স্কিমের জন্য সুদের হার পর্যালোচনা করে থাকে। বর্তমানে, এই স্কিমের জন্য সুদের হার নির্ধারিত হয়েছে ৭.৪ শতাংশ। যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। সর্বাধিক তিনজন ব্যক্তি নিয়ে যৌথ অ্যাকাউন্ট খোলা সম্ভব। তবে একজন নাবালকের জন্য অভিভাবক POMIS অ্যাকাউন্ট খুলতে পারেন।
এই প্রকল্প থেকে কত লাভ আসবে?
এই পোস্ট অফিসের প্রকল্পে সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা করার অনুমতি আছে। এই স্কিমের রিটার্ন পাঁচ বছরের জন্য নির্দিষ্ট থাকে। এই জমা থেকে প্রতি মাসে প্রায় ৫,৫৫০ টাকা আয় করা সম্ভব। যৌথ বা ডুয়েল অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা করতে পারবেন। অতএব প্রতি মাসে আপনার আয় হতে পারে ৯,২৫০ টাকা।
আরও পড়ুন: 1লা জুলাই থেকে ATM থেকে টাকা তোলার নিয়ম বদল! না মানলে ডবল খরচ হবে
উপসংহার
আপনিও যদি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে ভিজিট করুন আর সেখানে গিয়ে আবেদনপত্র ফিল আপ করে সব নথি সহকারে জমা করে আসুন। তবে অবশ্যই সমস্ত কিছু জেনে বিনিয়োগ করবেন। ইনভেস্ট করবেন নিজের দায়িত্বে।