PMAY-U: সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে সরকার। কেন্দ্রের এই প্রকল্পে কোটি কোটি মানুষ পাবেন পাকা বাড়ি। কিভাবে আবেদন জানাবেন?
PMAY-U Scheme Application Process
সব মানুষেরই স্বপ্ন থাকে তাঁদের নিজেদের একটা বাড়ি হবে। কেন্দ্রের PMAY-U প্রকল্পটি সেই স্বপ্ন পূরণ করছে। ইচ্ছা থাকলেও অনেকের সামর্থ্য থাকে না যে নিজেদের একটা বাড়ি বানাবেন। তাই কেন্দ্রীয় সরকার প্রকল্পের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। চাইলে এই প্রকল্পে আবেদন করতে পারেন আপনিও। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা (নগর) অর্থাৎ PMAY-U প্রকল্পের মাধ্যমে ১ কোটি বাড়ি তৈরি করবে।
Central Government PMAY-U Scheme
কেন্দ্রীয় সরকার ২০১৫ সালের ২৫ জুন প্রকল্পটি চালু করেছিল। প্রকল্পটি এই লক্ষ্যকে সামনে নিয়ে নির্মাণ করা হয়েছিল যে, শহুরে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের সাশ্রয়ী মূল্যে কংক্রিটের ঘর তৈরি করে দেওয়া হবে। প্রকল্পের দ্বিতীয় পর্যায় অর্থাৎ (PMAY-U 2.0) গত বছর ২০২৪ সালের বাজেটে চালু করার ঘোষণা করেছিল সরকার। এখনো জানা যাচ্ছে, প্রকল্পের আওতায় আগামী ৫ বছরে সব মিলিয়ে ১ কোটি পরিবার নিজের মাথার ওপর পাকা ছাদ পাবেন।
এই প্রকল্পের বৈশিষ্ট্য কী কী?
আসুন এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পের বৈশিষ্ট্যগুলি কী।
- এই প্রকল্পের মাধ্যমে আপনি নিজের জমিতে পাকা বাড়ি তৈরি করার জন্য সরকারের কাছ থেকে পাবেন আড়াই লক্ষ টাকা।
- প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নির্মাতাদের সাথে অংশীদারিত্বের দ্বারা ভূমিহীনদের সাশ্রয়ী মূল্যের বাড়ি সরবরাহ করা হবে।
- এই প্রকল্পে খুব কম টাকায় সরকারি উদ্যোগে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।
- গৃহঋণের উপর ২.৬৭ লক্ষ টাকার সুদ ভর্তুকিও এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য।
কোন উদ্দেশ্যে এই প্রকল্প চালু হয়েছে?
কোন উদ্দেশ্যগুলিকে সামনে রেখে এই প্রকল্পটি নির্মাণ করা হয়েছে?
- এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হল শহরাঞ্চলে বসবাসকারী দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য আবাসন তৈরি করে দেওয়া।
- এছাড়া এই প্রকল্পটি অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
আরও পড়ুন: বাংলার ছেলেমেয়েদের ৫ লাখ টাকা দিচ্ছে রাজ্য সরকার। অনলাইনে খুব সহজ পদ্ধতিতে আবেদন করুন
এই প্রকল্পের দ্বারা কারা উপকৃত হবেন?
এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন EWS অর্থাৎ (অর্থনৈতিকভাবে দুর্বল অংশ), এছাড়া LIG (নিম্ন আয়ের গোষ্ঠী) এবং সুবিধা পাবেন HIG (মধ্যম আয়ের গোষ্ঠী) ভুক্ত পরিবারগুলি। এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন তাঁরা যাদের স্থায়ী বাড়ি নেই। এছাড়া, একজন ব্যক্তি যিনি গত ২০ বছরে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কোনও আবাসন প্রকল্পের জন্য সুবিধা গ্রহণ করেছেন, তিনি এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
আবেদন জানাবেন কিভাবে?
- আবেদন জানানোর জন্য PMAY-U পোর্টালে ভিজিট করুন ও সেখানে গিয়ে ‘PMAY-U 2.0 এর জন্য আবেদন অপশনে ক্লিক করুন।
- এরপর আবেদনের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা পড়ুন।
- তারপর রাজ্য, বার্ষিক আয় এবং পরিকল্পনার উপাদান বাছাই করে নিন।
- এর পরের ধাপে স্ক্রিনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর দিন।
- যোগ্যতা নিশ্চিত করতে OTP যাচাই করে নিতে হবে।
- এরপর আবেদনপত্রে সমস্ত তথ্য যেমন ব্যক্তিগত, পারিবারিক এবং আবাসিক তথ্য পূরণ করে নিন।
- এবার আপলোড করতে হবে আয়ের শংসাপত্র, আধার নম্বর ও সম্পর্কিত নথি আপলোড করুন।
- সবশেষে, আবেদনপত্রটি সেভ করতে হবে ও সাবমিট করতে হবে।
আরও পড়ুন: কিশোরী শক্তি যোজনা প্রকল্পে মেয়েদের জন্য নতুন সুবিধা ঘোষণা করলো সরকার। কীভাবে এই সুবিধা পাওয়া যাবে
উপসংহার
প্রকল্পের দ্বারা দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারের পিএম আবাস যোজনা (PM Awas Yojana) ও পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) মতো প্রকল্পে কোটি কোটি সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। এই প্রকল্পে আবেদন জানাতে হবে সমস্ত নিয়ম কানুন মেনে অ্যাপ্লিকেশন জমা করুন।