Gold Price: দেশজুড়ে কমতে চলেছে সোনার দাম? সাধারণ মানুষের স্বার্থে মোদী সরকারের জরুরী সিদ্ধান্ত

9K Gold Price in India

আপনি কি সোনা কিনবেন বলে ভাবছেন? রোজ চোখ রাখছেন সোনার দামে (Gold Price)? তবে আপনার জন্য সুখবর। খুব সম্ভবত আগামী দিনে সোনার দাম কমতে পারে (Gold Price Drop). সূত্র মারফত তেমনই আভাস পাওয়া যাচ্ছে। দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি সোনার দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আর জনসাধারণ চাইছেন, এবার অন্তত কম হোক সোনার দাম।

Gold Price in All Over India

বাঙালি সারা বছর সোনার কদর করে। যেকোনো উৎসব অনুষ্ঠানে সোনা কেনার রীতি ভারতীয় সংস্কৃতিতে রয়েছে। কিন্তু সোনার দাম যে হারে বাড়ছে, তাতে জনসাধারণের চিন্তা বাড়বে সেটাই স্বাভাবিক। তবে সোনার দাম প্রতিদিন ওঠানামা করছে। প্রতিমাসের হিসেব বলছে, ২২ ক্যারেট সোনার দাম ৯০ থেকে ৯৫ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে। তাই পরিস্থিতি সামলাতে গিয়ে বেশিরভাগ মানুষ এখন ১৮ ক্যারেট সোনা ক্রয়ের দিকে ঝুঁকছে। দেশে সোনার দাম (Gold Price in India) নিয়ে সাম্প্রতিক একটি চিত্র সামনে এসেছে।

দেশে কমতে চলেছে সোনার দাম?

সাম্প্রতিক হিসেব থেকে জানা যাচ্ছে, ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে প্রায় ১ লক্ষ টাকায়। আর সোনার দাম দেখে কপালে ভাঁজ মধ্যবিত্ত জনতার। অনেকেই আছেন যারা কিনা চেয়েও সোনা কিনতে পারছেন না। কারণ পরিস্থিতি বলছে সোনার দাম ঊর্ধ্বমুখী। আর যেহেতু মানুষ দামের জন্য সোনা কিনছেন না, তাই সোনার বিক্রিতেও ভাটা পড়েছে।

এই পরিস্থিতিতে সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। আর সেই সিদ্ধান্তের সূত্র ধরে বলা যায়, আগামী দিনে হয়তো সোনার গয়নার বিক্রি বাড়তে পারে। কারণ একজন ক্রেতা ৪০ হাজার টাকারও কম দামে ১০ গ্রামের সোনার গয়না কিনতে পারবেন। অর্থাৎ এই খবর একটু হলেও স্বস্তি দিচ্ছে দেশের জনতাকে।

আরও পড়ুন: অবিশ্বাস্য! মাত্র 10 টাকায় বিক্রি হচ্ছে সোনা। বাড়ি বসে কিনে নিতে পারবেন

কেন্দ্রের থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

ইতিমধ্যে গ্রাহক বিষয়ক মন্ত্রকের অধীনে কাজ করা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ঘোষণা করেছে যে, এখন থেকে ৯ ক্যারেট সোনার গয়না তেও বাধ্যতামূলক করা হবে হলমার্কিং। সরকার এ বিষয়ে যুক্তি দিচ্ছে যে, ৯ ক্যারেটের সোনার হলমার্কিং হয়তো মানুষকে জালিয়াতির হাত থেকে রক্ষা করবে। এবার আপনি যদি সোনার গয়না কেনেন, তাহলে গয়নার হলমার্কিং পরীক্ষা করার জন্য, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর BIS-Care অ্যাপ ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: আধার কার্ড থাকলেই টাকা দিচ্ছে যেকোনো ব্যাংক। অনলাইনে আবেদন করুন।

উপসংহার

সোনা কিনতে চান কিন্তু অত্যাধিক দামের কারণে মানুষ এখন বিকল্পের সন্ধান করছেন। গ্রাহকেরা তাই ১৮ বা ২২ ক্যারেটের পরিবর্তে আরও সস্তায় ৯ ক্যারেটের গয়না কিনতে চান। আর তাই কেন্দ্র নিল জরুরী সিদ্ধান্ত। এতে জনসাধারণের সাধ্যের মধ্যে সাধ পূরণ হবে।

Related Articles

Back to top button