Indian Citizenship: ভারতীয় জনতার নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচিত হবে না রেশন, আধার, ভোটার কার্ড। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Supreme Court Order on Indian Citizenship

ভারতবর্ষের জনসাধারণের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট (Supreme Court)-এর জরুরী সিদ্ধান্ত। এবার থেকে আর ভারতীয় নাগরিকত্বের প্রমাণ (Indian Citizenship) হিসেবে বিবেচিত হবে না রেশন কার্ড (Ration Card) আধার কার্ড (Aadhaar Card) ও ভোটার কার্ড (Voter Card). তাহলে জনতার এখন কি করা উচিৎ? এতদিনের পরিচিত নথি নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ খুব স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষকে ভাবাচ্ছে।

Supreme Court Order on Indian Citizenship Proof

দেশের শীর্ষ আদালত সম্প্রতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, ভারতীয় জনতার কাছে গুরুত্বপুর্ণ হিসেবে বিবেচিত তিনটি নথি একটি আধার কার্ড, একটি রেশন কার্ড আর অন্যটি ভোটার কার্ড এই তিনটি নাগরিকত্বের প্রমাণ হিসেবে মোটেই মান্যতা পাবে না। সামনেই আছে বিহারের বিধানসভা নির্বাচন। আর সেই রাজ্যের নির্বাচনে আগে ভোটার তালিকা সংশোধন নিয়েগুরুত্বপূর্ণ বার্তা দিল দেশের সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের তরফে কী বলা হয়েছে?

সুপ্রিম কোর্টের তরফে এটাই স্পষ্ট করা হয়েছে যে, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হবে না আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয় পত্র ও রেশন কার্ড। আসলে, সামনে নির্বাচন থাকায় বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ করার জন্য নাগরিকত্ত্বের প্রমাণ চাওয়ারও অধিকার আছে। এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত।

আসলে সদ্য একটি মামলা প্রকাশ্যে এসেছে। যে মামলায় আবেদনকারীদের দাবি ছিল যে, ভোটার তালিকা সংশোধনের নাম করে নাকি কমিশন নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। তবে, এ বিষয়ে কমিশন বলেছে, ভোটার তালিকায় নাম তুলতে পারবেন একমাত্র ভারতীয় নাগরিকরাই। আর তা দেখা এবং পর্যালোচনার একমাত্র বিধিবদ্ধ দায়বদ্ধতা আছে কমিশনেরই।

আরও পড়ুন: প্রকাশিত হলো সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার। বিভিন্ন ব্যাংকের সমস্ত স্কিমের সুদের হার জেনে নিন

কমিশন আদালতকে কী জানিয়েছে?

এ বিষয়ে কমিশন দেশের সর্বোচ্চ আলাদতকে জানিয়েছে যে, ভোটার তালিকায় নাম তোলার জন্য একজন ব্যক্তির নূন্যতম যোগ্যতা হিসেবে তাঁকে ভারতের নাগরিক (Indian Citizenship) হতে হবে। আর শুধুমাত্র সেই কারণে কমিশনের কর্তব্য ও দায়িত্ব সমস্ত শর্ত পূরণ হচ্ছে নাকি সেটা খতিয়ে দেখা। কমিশন এদিকে, আদালতকে জানিয়েছে, যখন একজন ভোটার রেজিস্ট্রেশন অফিসার দেখবেন কোনও ব্যক্তির নাম এই তালিকায় থাকার যোগ্যতা নেই, তখন সেটি বাদ দেওয়া হবে। এক্ষেত্রে কোনরকম বৈষম্যের কারণ ঘটছে না।

কমিশন আরও জানিয়েছে যে, তাদের একমাত্র লক্ষ্য হবে এটাই যে, যারা মূলত ভারতের নাগরিক নন (Indian Citizenship), এমন ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। এই কাজের জন্য তাঁদের ক্ষমতা আছে নাগরিকত আইন ১৯৫৫ মোতাবেক।

আরও পড়ুন: জিও গ্রাহকদের সিম চালু থাকলেই ৫০০০০ টাকা দিচ্ছে। কারা পাবেন? এইভাবে আবেদন করুন

উপসংহার

এখন এও জানা যাচ্ছে, কমিশনের প্রত্যুত্তরের পর সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জুলাই ধার্য করেছে। মামলার পরবর্তী শুনানিতে কি হয় এখন সেটাই দেখার। সকলেই একজন তাকিয়ে আছেন সে দিকে।

Related Articles

Back to top button