Indian Passport: আরও শক্তিশালী হলো ভারতীয় পাসপোর্ট। এবার ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন পৃথিবীর ৫৯টি দেশ।
Indian Passport Gains More Power
ভারতবাসীর কাছে ভারতীয় পাসপোর্ট (Indian Passport) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। প্রায় প্রত্যেককেই এই ডকুমেন্ট বানিয়ে থাকেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এবার ভারতীয় পাসপোর্ট এর ক্ষমতা কয়েক ধাপ বেড়ে গেল। আপনার কাছে যদি ভারতীয় পাসপোর্ট থাকে তাহলে ৫৯ টি দেশ (Foreign Country) আপনি ভিসা (Visa) ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
Indian Passport এর ক্ষমতা বাড়ল
সম্প্রতি প্রকাশিত হয়েছে হেনলি পাসপোর্ট ইনডেক্স (Henley Passport Index). আর এতেই স্পষ্ট করে বলা হয়েছে যে, ভারতীয় পাসপোর্ট আগের চাইতে অনেক শক্তিশালী হয়েছে। খুব স্বাভাবিকভাবে সারা পৃথিবী জুড়ে ভারতীয়দের ভ্রমণের ক্ষেত্রে এটি প্রভাব ফেলবে। এমনিতেই বর্তমানে ভারতবর্ষে যেমন ফরেন ট্রাভেলরদের আগমন ঘটছে ঠিক তেমনভাবেই সারা পৃথিবীতে ভারতীয়দের পা পড়ছে। আর যদি ভিসা ছাড়াই একাধিক দেশ ঘোরা যায় তবে তো এক্কেবারে সোনায় সোহাগা।
হেনলি পাসপোর্ট ইনডেক্স কী?
হেনলি পাসপোর্ট ইনডেক্স হলো একটি বিশ্বব্যাপী রাঙ্কিং। যেটি বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন করে থাকে। এই মূল্যায়ন কিসের উপর নির্ভর করে? মূল্যায়ন নির্ভর করে পাসপোর্টধারীরা কতগুলি দেশে ভিসা ছাড়া অথবা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারবেন তার উপর। প্রধানত যে দেশের পাসপোর্টধারীরা পৃথিবীর যত বেশি দেশে সহজে ভ্রমণ করতে পারবেন, সেই দেশের পাসপোর্টকে তত বেশি শক্তিশালী বলে গণ্য করা হবে।
হেনলি পাসপোর্ট ইনডেক্সে কি বলা হচ্ছে?
সম্প্রতি হেনলি পাসপোর্ট ইনডেক্স ভারতীয়দের জন্য ভালো খবর এনেছে। ভারতের পাসপোর্ট এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আমরা অনেকেই হয়তো পাসপোর্টের এই উত্থান সম্পর্কে স্পষ্টভাবে জানিনা। আসলে ভারতীয় পাসপোর্ট এর উত্থান এবং বিশ্বব্যাপী ক্ষমতার পরিবর্তন এখন আলোচনার বিষয়। তবে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে হলে আজ এই প্রতিবেদন মন দিয়ে পড়ে নিতে হবে। হেনলি পাসপোর্ট ইনডেক্স আসলে কি, আসুন প্রথমে সেটাই জানা যাক।
আরও পড়ুন: অনলাইনে বাড়ি বসে সহজে Passport কিভাবে বানাবেন? ধাপে ধাপে আবেদন পদ্ধতি দেখে নিন
বর্তমানে ভারতের পাসপোর্ট আট ধাপ এগিয়ে সাতাত্তরতম স্থানে উঠে এসেছে। হিসেব বলছে গত ছয় মাসে এটি যে কোনো দেশের জন্য বিরাট একটি লম্ফন। এর ফলে যে সুবিধাটা হবে, এখন ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৫৯টি দেশে ভ্রমণ করতে পারবেন, যা আগে যে সংখ্যাটা ছিল ৫৭টি। এখন সেটাই ৫৯ হল। কিন্তু র্যাঙ্কিংয়ে এই বড় পরিবর্তনটি আরো দুটি দিকে প্রভাব ফেলবে এক, ভারতের কূটনৈতিক সম্পর্ক আর অন্যটি হল বিশ্বজুড়ে এর অভিবাসন নীতির প্রতি আস্থা।
ভারত ছাড়াও উদাহরণস্বরূপ বলা যায় সিঙ্গাপুরের কথা। বর্তমানে সারা পৃথিবীর মধ্যে সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী। প্রধানত এই দেশের নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টও যথেষ্ট শক্তিশালী। এই দেশের নাগরিকরা ১৯০ টি দেশ ভিসা মুক্ত প্রবেশের সুবিধা পেয়ে থাকেন।
আরও পড়ুন: প্যান কার্ড গ্রাহকদের ৫ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। এইভাবে আবেদন করুন
উপসংহার
ভারতের পাসপোর্টয়ের এই উন্নতি শুধুমাত্র একটি সংখ্যা নয়। বরং বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাব ও পাওয়ারের প্রতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর দ্বারা সুবিধা পাবেন ভারতবাসী আর আরো অনেকগুলি দেশ ভিসা মুক্ত পরিবেশের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারবেন।