Holiday: আগস্ট মাসে একটানা ছুটি ঘোষণা। মোট 12 দিন ছুটি পাবেন। দেখে নিন ছুটির তালিকা
August Holiday List 2025
সারা বছর ধরেই নানান ধরনের উৎসব অনুষ্ঠানে ছুটি (Holiday) চলে দেশে। দেশের বিভিন্ন প্রান্তে স্কুল, কলেজগুলি বন্ধ থাকে উৎসবকে কেন্দ্র করে। এছাড়াও থাকে সরকারি ছুটি, ভোট কিংবা সরকারের তরফ থেকে আচমকা কোন ঘোষণা। যার দ্বারা দেশের স্কুল, কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়ে থাকে। দেখতে দেখতে বছরের সাতটা মাস পেরিয়ে যাওয়ার মুখে। সামনেই আগষ্ট মাস।আর আগস্ট মাসেও আছে একগুচ্ছ ছুটি। কবে কবে? আসুন দেখে নেওয়া যাক।
Holiday List Of August 2025
গরমের ছুটিতেও টানা সামার ভ্যাকেশন পেয়েছেন রাজ্যের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সিলেবাস যার জন্য অনেকটাই পিছিয়ে যায়। তবে তারপর মাঝে মধ্যে ছুটি (Holiday) থাকলেও আর টানা ছুটি পড়েনি। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে, অগাস্ট মাসে নাকি ফের একবার একটানা ছুটি আসতে পারে (Holiday List August). আর এ বছর সেপ্টেম্বর মাসে পুজো। তাই একমাস বাদেই ফের টানা ছুটি পাবেন ছাত্র-ছাত্রীরা (Holiday List 2025).
রাখি বন্ধন উৎসব, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, শনি, রবিবার মিলিয়ে অনেকগুলি দিবসের ছুটি থাকছে আগামী মাসে (Holiday List August). যার অর্থ আগস্ট মাসের ছাত্রছাত্রীরা একগুচ্ছ ছুটি পাবেন সেটা আশা করাই যায়। তারপরের মাস অর্থাৎ সেপ্টেম্বরে যেহেতু পূজো তাই পুজোর ছুটি বাড়তি মজা। তবে আগস্ট মাসে কবে কবে ভ্যাকেশন (Vacation) পাবেন সেটা আগের থেকে জেনে নিন (Holiday List 2025).
আগস্ট মাসে কবে কবে ছুটি থাকছে?
আগস্ট মাসের ছুটির (Holiday List August) হিসাব করতে হলে আসুন প্রথম থেকেই দেখে নেওয়া যাক। আগস্ট মাসের শুরুতেই অর্থাৎ ২ এবং ৩ তারিখ পড়ছে শনি ও রবিবার। যার কারণে স্কুল কলেজ বন্ধ থাকবে। তবে একাধিক বিদ্যালয় ২ তারিখ অর্থাৎ শনিবার দিন অর্ধ দিবস হিসাবে খোলা থাকতে পারে। এর পর আগামী ৯ আগষ্ট ২০২৫ রাখি বন্ধন উৎসব। এছাড়াও এদিন দ্বিতীয় শনিবার। রাখি উৎসবের কারণে স্কুল, কলেজগুলি বন্ধ থাকবে। তারপরের দিন ১০ তারিখ রবিবার অর্থাৎ চারিদিকে ছুটি।
আরও পড়ুন: তিন দিনের লম্বা ছুটি! বন্ধ থাকছে স্কুল, কলেজ অফিস? বর্ষায় হলিডে ঘোষণা
তারপরের দিন ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত টানা স্কুল কলেজগুলি খোলা থাকছে। পঠনপাঠন হবে নিয়ম করে। আবার ছুটি হবে আগামী ১৫ আগস্ট।স্বাধীনতা দিবসের উপলক্ষে জাতীয় ছুটি বিভিন্ন স্কুলে কলেজে অনুষ্ঠান থাকবে। স্বাধীনতা দিবসের পরের দিন ১৬ তারিখ জন্মাষ্টমী। এদিনও হলিডে পাবেন ছাত্র-ছাত্রীরা। তার পরের দিন পড়ছে রবি বার। এইদিনেও ছুটি থাকছে সর্বত্র।
১৭ই আগস্টের টানা স্কুল কলেজ হবে। একেবারে ২৩ ও ২৪ আগস্ট চতুর্থ শনি ও রবিবার থাকায় স্কুল কলেজ বন্ধ থাকবে। আবার কিছু জায়গায় হাফ ছুটি হবে। এরপর আগামী ২৭ তারিখ, বুধবার গণেশ চতুর্থী উপলক্ষ্যে বিদ্যালয়ে বন্ধ থাকবে। তারপর ওই সপ্তাহেই অর্থাৎ আগষ্টের ৩০ তারিখ ও ৩১ তারিখ মাসের শনি ও রবিবার থাকায় এই দুই দিন ছুটি (Holiday) থাকছে।
আরও পড়ুন: অতিরিক্ত ৫ দিন ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। কারা ও কিসের জন্য পাবে?
উপসংহার
অর্থাৎ বুঝতে পারছেন গোটা অগাস্ট মাস জুড়ে একগুচ্ছ ছুটি পেতে চলেছেন। তারপরেই ফের পুজোর জন্য ছুটি (Holiday). এক্কেবারে মজাই মজা। যদি ইচ্ছে হয় তাহলে ছুটির ক্যালেন্ডারে চোখ বুলিয়ে ছুটির তালিকা ২০২৫ দেখে নিতে পারেন। নতুন করে কোন ছুটি ঘোষণা হলে তা সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে।