Samsung galaxy a35: 50MP ক্যামেরা, 6.6 ইঞ্চি স্ক্রিন, 5000 mAh ব্যাটারি! জলের দরে 5G স্মার্টফোন আনলো Samsung

Samsung Galaxy a35 Smartphone

মোবাইলপ্রেমীদের জন্য দুর্দান্ত খবর। স্যামসাং লঞ্চ করলো নতুন Samsung galaxy a35 5G স্মার্টফোন। যে ফোনটিতে ভর্তি একগুচ্ছ দারুন ফিচার। ক্যামেরা, স্টোরেজ, স্ক্রিন, ব্যাটারি এই ফোনটা সবক্ষেত্রেই দুর্দান্ত। শুধু তাই নয়, আপনি জানলে অবাক হবেন এই ফোনের দাম একেবারে আপনার সাধ্যের মধ্যে। রীতিমতো জলের দরে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে স্যামসাং (Samsung galaxy a35). কেনার আগে আসুন মোবাইলের ফিচারগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Samsung galaxy a35 Smartphone

এমনিতেই ভারতের বাজারে দারুন ব্যবসা করছে স্যামসাং। একের পর এক স্মার্টফোন লঞ্চ করে অন্য মোবাইল কোম্পানিগুলিকে প্রতিযোগিতার মুখে ফেলছে। আর এবার মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এমন একটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে যে যার ফিচার শুনলে আপনিও অবাক হবেন। আর দাম শুনলে নিশ্চিতভাবে চমকাবেন। তাই কিনতে যদি চান, তাহলে ফোনটির সমস্ত ফিচার সম্পর্কে আগের থেকেই জেনে নিন।

Samsung galaxy a35 Specification

আপনি যদি Samsung কোম্পানির দুর্দান্ত 5G Smartphone কিনতে চান তবে এই বিশেষ ডিল কিন্তু মিস করা যাবে না। Samsung galaxy a35 5G ফোনটি বর্তমানে অফারে পাওয়া যাচ্ছে। এই ফোনটি Flipkart Freedom সেলে দেদার ছাড়ে বিক্রি হচ্ছে। বোঝা যাচ্ছে, মিড বাজেটে ফোনটি অনেকটা সস্তায় কেনা যাবে। কিন্তু ফোনটি কত টাকায় কেনা যাবে আসুন জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি (Samsung galaxy a35) ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির ফুল HD প্লাস সুপার AMOLED ডিসপ্লে। 1080×2408 পিক্সেল রেজোলিউশনের সঙ্গে। এছাড়া, এই ফোনটি পাওয়া যাবে 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 1000 নিট পর্যন্ত। ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি (Samsung galaxy a35) ফোনে ব্যবহার করা হয়েছে, 5nm Exynos 1380 প্রসেসর। ফোনটির ব্যাটারি পাওয়ারও দুর্দান্ত। গ্যালাক্সি এ৩৫ ৫জি (Samsung galaxy a35) ফোনটিতে আছে 5000mAh ব্যাটারি। যা এই ফোনটিকে 25W ফাস্ট চার্জিং-এর সাপোর্ট দিয়ে থাকে।

আরও পড়ুন: লঞ্চ হল OPPO Reno14 সিরিজ। 50 MP ক্যামেরা, 6000 mAh ব্যাটারি আরও কত কি! সস্তায় দুর্দান্ত স্মার্টফোন

নতুন ফোন কিনতে হলে তার ক্যামেরা সম্পর্কে আগ্রহ থাকেই। তাই জেনে নিন Samsung এর নতুন ফোনটি ফটোগ্রাফির ক্ষেত্রে দারুন। এই ফোনটির রিয়ারে OIS এবং অটোফোকস সহ 50 মেগাপিক্সেল (50 MP) প্রাইমারি ক্যামেরা আছে। আর তার সাথে আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এর সঙ্গে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও যুক্ত আছে। সেলফি তোলার জন্য এই ফোনে ফ্রন্টে 13 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

Samsung galaxy a35 Price

আপনি যদি এই স্মার্টফোনটি (Samsung galaxy a35) কিনতে চান তাহলে ফ্লিপকার্ট সাইটে এর কত দাম পড়বে? গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি 8GB RAM+128GB স্টোরেজ সহ পাওয়া যাচ্ছে 19,999 টাকায়। আর ব্যাঙ্ক অফারের কথা বললে জেনে নিন, এই ফোনটিতে আপনি এক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট কার্ড পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। যার পরে দাম কমে হবে 19,249 টাকা। তাহলে আর দেরি কেন চটপট কিনে নিন।

আরও পড়ুন: 7000 টাকার কম বাজেটের সেরা স্মার্টফোন। দেখে নিন দাম ও ফিচার সহ টপ অপশন গুলো

উপসংহার

আপনারা অনলাইনে শপিং সাইটে ভিজিট করে এই স্মার্টফোনটি (Samsung galaxy a35) কিনে নিতে পারেন। এছাড়াও অফলাইনে স্মার্টফোনটি উপলব্ধ আছে। সেখান থেকেও স্মার্টফোনটি ক্রয় করা সম্ভব। বিভিন্ন অফারে পাওয়া যাচ্ছে। দ্রুত কিনলে অফারের সুবিধা পাবেন আপনিও।

Related Articles

Back to top button