এই 6টি ব্যাংকে Fixed Deposit এ মিলছে সর্বোচ্চ সুদ। বিনিয়োগের পরিমান, স্কিমের নাম ও সুদের হার জেনে নিন
Fixed Deposit Highest Interest Rate
ভবিষ্যতে নিশ্চিন্তে থাকতে হলে আজকে সঞ্চয় করতে হবে। আর নিশ্চিত সঞ্চয়ের মাধ্যমের কথা উঠলেই ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)-এর উল্লেখ সবার আগে আসে। শুধুমাত্র প্রবীণ নাগরিক নয়, প্রত্যেক মানুষ মনে করেন, বাজারে একাধিক লাভজনক স্কিম চালু থাকলেও এফডি হল সেই সঞ্চয় স্কিমটি যেখানে রিস্ক কম অর্থাৎ একই সঙ্গে দুর্দান্ত রিটার্ন ও নির্ভরযোগ্যতা রয়েছে। তবে প্রশ্ন হল, আপনিও যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চান, তাহলে কোথায় করবেন?
Fixed Deposit Investment Interest Rate
মিউচুয়াল ফান্ড সহ একাধিক লাভজনক স্কিম চালু থাকলেও আপনি যদি এফডিতে ভরসা রেখে থাকেন, তবে আজকের প্রতিবেদন আপনার জন্য। এই ইনভেস্টমেন্ট অপশন অত্যন্ত নিরাপদ এবং আপনাকে নিশ্চিত রিটার্ন প্রদান করবে। বর্তমানে দেখা যাচ্ছে বেশ কিছু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আছে, যারা বিনিয়োগকারীদের আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত করছে। বাস্তবিক চিত্র বলছে, পাবলিক এবং প্রাইভেট সেক্টরগুলি ব্যাঙ্কগুলির তুলনায় বেশি সুদের হার দিয়ে থাকে।
পরিসংখ্যান বলছে, স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটগুলি বড় ব্যাঙ্কগুলির মতোই নিরাপদ। অতএব, আপনি যদি এখানেও টাকা বিনিয়োগ করেন, তাহলে লাভজনক বিষয় হতে পারে। আমরা আজকে আলোচনা করব এরকম ছয়টি স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা যেখানে টাকা রাখলে ভালো সুদের হার ও ভালো রিটার্ন পাওয়ার আশা আছে।
ফিক্সড ডিপোজিটে উচ্চ সুদের হার দিচ্ছে যে ছয়টি ব্যাংক
১) সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
প্রথমেই উল্লেখ করতে হয় সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা। আপনি যদি এখানে দুই বছরের মেয়াদে এফডি করেন তাহলে ভালো রিটার্ন পাওয়ার আশা আছে। এই স্মল ফাইন্যান্স ব্যাংকটি ৮.১৫ শতাংশ সুদের হার প্রদান করছে (Fixed Deposit Interest Rate) অর্থাৎ আপনি যদি ১ লক্ষ টাকার FD করেন তবে ২ বছরে তা বেড়ে গিয়ে হবে ১.১৬ লক্ষ টাকা।
আরও পড়ুন: প্যান কার্ড থাকলেই পাবেন কড়কড়ে 5 লাখ টাকার লোন। শর্তাবলী ও আবেদন পদ্ধতি দেখে নিন
৩) উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
দ্বিতীয় নম্বরে উল্লেখ করা হচ্ছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা। আপনি যদি এখানে দুই বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করেন, তাহলে ভালো রিটার্ন পাওয়ার আশা আছে। এখানে ফিক্সড ডিপোজিট স্কিমে ৭.৬৫ শতাংশ সুদের হার প্রদান করা হয়। তাই যদি কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে ম্যাচুরিটির পর অ্যামাউন্ট বেড়ে গিয়ে হবে ১.১৫ লক্ষ টাকা।
৩) AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
তৃতীয় নম্বরে উল্লেখ করা হচ্ছে AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এর কথা। এখানেও ফিক্সড ডিপোজিটে ভালো রিটার্ন পাওয়ার আশা রয়েছে। ব্যাঙ্কটি ২ বছরের FD-তে আপনাকে ৭.১০ শতাংশ সুদের হার প্রদান করে থাকবে। আপনি যদি ১ লক্ষ টাকার ডিপোজিট করেন তবে ম্যাচুরিটির পরে আপনার সেই টাকা ১.১৪ লক্ষ টাকায় বৃদ্ধি পাবে।
৪) জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
এফডি বিনিয়োগে লাভজনক স্মল ফাইন্যান্স ব্যাংকের তালিকায় উল্লেখ করতেই হবে জনা স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা। এই ব্যাঙ্কটি ২ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে ৭.৭৫ শতাংশ সুদের হার দিচ্ছে। আপনার টাকা ২ বছরের মধ্যে বৃদ্ধি পাবে ১ লক্ষ টাকার ডিপোজিট বৃদ্ধি পেয়ে পৌঁছে যাবে ১.১৬ লক্ষ টাকায়।
৫) ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
এছাড়া আরো দুটি ব্যাংকের কথা উল্লেখ করা হয়। সেগুলি হল ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এরা ২ বছরের FD করলে ৭.৬০ শতাংশ সুদ প্রদান করে থাকে। এই ব্যাঙ্কগুলিতে ১ লক্ষ টাকার ডিপোজিট করলে সেগুলি ম্যাচুরিটির পর ১.১৫ লক্ষ টাকা হয়ে যাবে।
আরও পড়ুন: একাধিক ব্যাংকের নিয়ম বদল। সমস্যা থেকে বাঁচতে এখনই জেনে নিন
উপসংহার
তাহলে আর চিন্তা কিসের? এবার FD বিনিয়োগ করেই আপনি কোটিপতি হতে পারবেন। আর তার জন্য কিছু স্মল ফাইন্যান্স ব্যাংকে বিনিয়োগ করতে হবে। আজকের এই প্রতিবেদনে এরকমই কিছু ব্যাংকের কথা উল্লেখ করা হয়েছে। আরো ডিটেলস জানতে আপনি অনলাইনে ব্যাংকগুলির অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নিতে পারেন।