ভারত ও বাংলাদেশের মানুষের শূন্য পুঁজিতে সেরা ব্যবসার আইডিয়া। সরকারি সাহায্য নিয়ে ব্যবসা করুন

Zero Investment Profitable Business Idea

অনেকেই  চান স্বাধীনভাবে ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠিত হতে। তাঁদের জন্য শূন্য পুঁজিতে সেরা ব্যবসার আইডিয়া রইলো আজকের প্রতিবেদনে। আপনিও যদি নতুন ব্যবসা করার পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে একটি বেস্ট বিজনেস জেনে নিন। যে বিজনেস শুরু করতে আপনার একটা টাকাও ইনভেস্ট করতে হবে না (Zero Investment Business Idea). প্লাস আপনি সরকারের সাহায্য পাবেন। ভাবছেন কি? আসুন ব্যবসা শুরু করতে হলে একটু বুদ্ধি খাটানো যাক। বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে (Zero Investment Business Idea).

শূন্য পুঁজিতে সেরা ব্যবসার আইডিয়া

এমন একটা ব্যবসার কথা বলব যে ব্যবসা গ্রামে ও শহরে চলবে। যে ব্যবসা করতে পারবেন নারী পুরুষ সকলেই। এখনকার দিনে এই ব্যবসা থেকে দারুন লাভ। তাছাড়া এই ব্যবসায় যেহেতু সরকারি সাহায্য পাওয়া যায়, তাই ডাবল মুনাফা। একবার যদি ব্যবসা দাঁড়িয়ে যায় তাহলে তো আর কথাই নেই।

কর্মসংস্থানের জন্য ছেলেমেয়েরা যেভাবে ছোটাছুটি করছে, আর বাজারে যে প্রতিযোগিতা, তাতে নিজের পায়ে দাঁড়াতে হলে প্রচুর খাটতে হবে। সেক্ষেত্রে অন্যের আওতাধীন চাকরির চেয়ে অনেকেই এখন নিজের ব্যবসাকে প্রায়োরিটি দিচ্ছে। তাহলে আসুন এমন একটা ব্যবসার কথা জানা যাক, যা আপনাকে স্বাধীনতা আর মুনাফা দুইই দেবে। শূন্য পুঁজিতে সেরা ব্যবসার (Zero Investment Business Idea) আইডিয়া রইল আজকের প্রতিবেদনে।

Profitable zero investment business idea

বর্তমানে নানান ধরনের বিজনেস আছে যেখানে অল্প সময়ে মুনাফা অর্জন করা যায়। আর এখন সরকার বিজনেস করার জন্য আর্থিক সাহায্যও করছে। তেমনই একটি বিজনেস হলো বুন্ধি (টিপ)। এটি দক্ষিণ এশিয়ার নারীদের ঐতিহ্যবাহী সাজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। এটা একটা ছোট ব্যবসা হলেও প্রতিনিয়ত ব্যবহার হওয়া পণ্য যার চাহিদা দেখা যায় গ্রাম ও শহর উভয় জায়গাতেই। তাছাড়া এই ব্যবসাতে লাভের পরিমাণ অনেকটাই। তাই অনায়াসে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। শূন্য পুঁজিতে সেরা ব্যবসার আইডিয়া (Zero Investment Business Idea) হিসেবে এটি দারুন জনপ্রিয় হচ্ছে।

আরও পড়ুন: ব্যাংকের সঙ্গে ব্যবসা করে মাসে 30,000 টাকা আয় করুন। সারাবছর মুনাফা আসবে

MSME loan for business startup

১) এই ব্যবসা শুরু করবেন কিভাবে?

আপনাকে প্রথমেই একটা বিষয় মনে রাখতে হবে এই ব্যবসা শুরু করার জন্য কোনো বড় অফিস বা ফ্যাক্টরির প্রযোজন নেই। লোন নিলে বিনা পয়সায় এই ব্যবসা করা যায় (Zero Investment Business Idea). এই ব্যবসা শুরু করা যায় একটি ছোট ১০x১০ ফুট ঘরেই। তবে ঘরের ভেতরে আপনাকে প্রয়োজনীয় সরঞ্জাম আর সব উপকরণ প্রস্তুত রাখতে হবে। আপনি এই ব্যবসা একাও শুরু করতে পারেন, আবার পরিবারের অন্যান্যদের নিয়েও আরম্ভ করতে পারেন। ব্যবসা শুরু করার জন্য যে যে মেটিরিয়াল লাগবে শুধু সেগুলি কিনে আনতে হবে। যেমন প্রয়োজন হবে-

  • তুলা ও মখমল কাপড়
  • সাজসজ্জার জন্য স্টোন ও সিকুইন
  • বুন্ধি কাটার প্রেস মেশিন লাগবে
  • রঙিন গ্লু বা আঠা প্রয়োজন হবে
  • ডিজাইন প্রিন্টিং টুলস লাগবে যদি ডিজাইন চান
  • আর লাগবে প্যাকেটিং মেটেরিয়াল।

কিভাবে কাজ করতে হবে?

  • প্রথমে আপনাকে বেস কাপড় কাটতে হবে। বেস কাপড় হিসেবে প্রয়োজন হবে মখমল বা অন্য কোনো মসৃণ কাপড়।
  • তারপর এইসব কাটা কাপড়ের উপর আঠা দিয়ে বসাতে হবে স্টোন, গ্লিটার বা অন্যান্য সাজসজ্জার উপাদান।
  • এর পাশাপশি ডিজাইন অনুযায়ী কাটিং করে বুন্ধি তৈরি করতে হবে।
  • তারপর এগুলো প্যাক করে বাজারজাত করতে হবে।

ব্যবসা শুরু করতে সরকারি সাহায্য

আপনি যদি এই ব্যবসা ছোট পরিসরে শুরু করতে চান, তাহলে মোটামুটি ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা খরচ করেই ব্যবসার সমস্ত সরঞ্জাম আর কাঁচামাল কিনে নিতে পারবেন। তবে মজা হলো, সরকার এই ব্যবসায় সাহায্য করে। তাই কোনো টাকা ইনভেস্ট না করেই ব্যবসা শুরু করা সম্ভব অর্থাৎ শূন্য পুঁজিতে সেরা ব্যবসা (Zero Investment Business Idea). সরকার MSME লোন নিতে পারেন। বর্তমানে অনেক সরকারি আর বেসরকারি সংস্থা লোন দিয়ে থাকে। এছাড়া, SME ফাইন্যান্স, কৌশল উন্নয়ন প্রশিক্ষণ অথবা নারী উদ্যোক্তা স্কিমের আওতায় আপনি সহায়তা নিতে পারেন।

এই ব্যবসায় লাভ কি রখম?

এই ব্যবসায় মোটামুটি প্রতিদিনের আয় হতে পারে ২০০০ টাকা। সেক্ষেত্রে মাসে প্রায় ৬০,০০০ টাকা আয় হতে পারে। সব খরচ মিলিয়ে মাসিক মুনাফা ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মতো হতে পারে।

আরও পড়ুন: মাসে ১ লক্ষ টাকা আয়! বিনা পুঁজিতে সেরা ব্যবসার আইডিয়া পুজোর আগে। শুরু করলে চলতেই থাকবে

উপসংহার

তাহলে এবার নিজের ব্যবসা শুরু করুন আপনিও।শূন্য পুঁজিতে সেরা ব্যবসার (Zero Investment Business Idea) মধ্যে বুন্ধির ব্যবসা অন্যতম। এই ব্যবসা শুরু করার কিছুদিন আগে সরকারের থেকে লোনের জন্য আবেদন করতে হবে। তারপর সমস্ত ব্যবস্থা করে তবেই ব্যবসাটি গুছিয়ে আরম্ভ করা সম্ভব। ব্যবসা একবার দাঁড়িয়ে গেলে প্রত্যেক মাসে মোটা অংকের টাকা আসবে। আপনিও তখন স্বাধীনভাবে ও নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবেন।

Related Articles

Back to top button