KVP Scheme: ১ লাখ বিনিয়োগে ২ লাখ পাবেন! পোস্ট অফিসের টাকা দ্বিগুণ করার সেরা সঞ্চয় প্রকল্প।
Post Office KVP Scheme Investment
সাধারণ মানুষের স্বার্থে পোস্ট অফিসে চালু হয়েছে একাধিক প্রকল্প। তার মধ্যে অন্যতম হলো কিষান বিকাশ পত্র বা KVP Scheme. সাধারণ মানুষ যদি চান নিশ্চিত বিনিয়োগে ভালো রিটার্ন পেতে তবে এই প্রকল্পে অনায়াসেই বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পটিতে টাকা রাখলে সেই টাকা দ্বিগুণ হয়ে আসবে আপনার কাছে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই প্রকল্পে বিনিয়োগ করবেন।
Post Office KVP Scheme Investment
প্রত্যেকটি মানুষ এমন জায়গায় টাকা বিনিয়োগ করতে চান যেখানে একাধারে নিরাপত্তা অন্যধারে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাংক ও পোস্ট অফিসে এরকম বেশ কিছু প্রকল্প রয়েছে। যার মধ্যে পোস্ট অফিসের একটি প্রকল্প (Post Office Scheme) সম্পর্কে আমরা আলোচনা করছি। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কিষান বিকাশ পত্র যোজনা কী?
পোস্ট অফিস গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত স্কিম-এর সন্ধান দেওয়া হল। আপনি এই প্রকল্পে টাকা রেখে নিশ্চিন্তে থাকতে পারবেন। এই প্রকল্পটির নাম কিষান বিকাশ পত্র বা KVP Scheme. তবে অন্যান্য সমস্ত প্রকল্পের মত এখানেও বেশ কিছু নিয়ম রয়েছে। বিনিয়োগ করার আগে সেই নিয়ম গুলি সম্পর্কে জেনে নিতে হবে। বেশিরভাগ মানুষই ফিক্সড ডিপোজিট বা FD বিনিয়োগকে লাভজনক বলে মনে করেন। তবে পোস্ট অফিসের বেশ কিছু প্রকল্প এইরকমই নিরাপত্তা ও ভালো রিটার্ন দেয়।
কিষাণ বিকাশ পত্র প্রকল্পটির সুবিধা
পোস্ট অফিসের একটি জনপ্রিয় প্রকল্প হলো কিষান বিকাশ পত্র (Kisan Vikas Patra Scheme). বলা হয়, এই প্রকল্পটি পোস্টঅফিসের সবচেয়ে নির্ভরযোগ্য স্কিমগুলির মধ্যে একটি। এতে থাকা টাকা সম্পূর্ণ নিরাপদ আর রিটার্নও ভালো পাওয়া যায়। পোস্ট অফিসের প্রকল্পটি বিনিয়োগকারীদের বার্ষিক ৭.৫০% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে থাকে। যার অর্থ একটি নির্দিষ্ট সময় পর আপনি দ্বিগুণ হারে টাকা রিটার্ন পাবেন।
আরও পড়ুন: বছরের সেরা বিনিয়োগ পরিকল্পনা। প্রতিমাসে ৫০০০ টাকা বিনিয়োগ করে সর্বোচ্চ সুদ পাবেন এই স্কীমে।
এই প্রকল্পে ১৮ বছরের বেশি বয়সী যেকোনও নাগরিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আবার যদি চান, তাহলে ৩ জন মিলে এখানে একটি জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারবেন। বিনিয়োগ শুরু করা যাবে মাত্র ১,০০০ টাকা থেকে। সর্বোচ্চ বিনিয়োগ করার কোনও সীমা নেই। অর্থাৎ আপনি যত খুশি টাকা রাখতে পারবেন। কিষাণ বিকাশ পত্র স্কিমে যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন মেয়াদপূর্তিতে সেই টাকা প্রায় ২ লক্ষ টাকা হয়ে যাবে। আর যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে বিনিময়ে প্রায় ১০ লক্ষ টাকা পেতে পারেন।
কিষাণ বিকাশ পত্রে কিভাবে বিনিয়োগ করবেন?
- পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগ করতে হলে প্রথমে ভিজিট করুন সবার নিকটতম পোস্ট অফিস বা সরকারি ব্যাঙ্কের শাখায়।
- এবার সেখান থেকে কিষাণ বিকাশ পত্রের আবেদনপত্র সংগ্রহ করে সঠিক তথ্য পূরণ করুন।
- পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর সহ সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিন।
- প্রত্যেকটি নিয়ম সঠিকভাবে মানলে আপনার কিষান বিকাশ পত্রের অ্যাকাউন্ট খুলে যাবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছেলে মেয়েদের ১৫০০ টাকা করে দিচ্ছে। এই প্রকল্পে আজই আবেদন করুন
উপসংহার
তাহলে আর চিন্তা কিসের? এবার পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগ করে লাভবান হন আপনিও। টাকা রেখে দ্বিগুণ হারে রিটার্ন পেতে কে না চান। তাই আর দেরি না করে, প্রকল্পে বিনিয়োগ করুন। আর নিজের ভবিষ্যৎ নিশ্চিত করুন। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে খোঁজখবর করে নেবেন।