Personal Loan: মোবাইল থেকে অনলাইনে 5 লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে এইভাবে আবেদন করুন

Mobikwik Instant Personal Loan

এবার বাড়িতে বসেই পাবেন ৫ লাখ টাকার লোন (Personal Loan). তাও আবার মোবাইল থেকে। মানুষ তাঁর বিভিন্ন প্রয়োজনে ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকেন। তবে তার জন্য এখন আর ছোটাছুটি করার প্রয়োজন নেই। কারণ বাড়ি বসে খুব সহজেই মোবাইলের মাধ্যমে ব্যক্তিগত ঋণ পাবেন। কোথা থেকে লোন পাবেন, আর কিভাবে পাবেন আসুন দেখে নেওয়া যাক।

Mobikwik Instant Personal Loan

ওয়ান মোবিকুইক সিস্টেমস লিমিটেড সংস্থা তথা (Mobikwik) সম্প্রতি লোনের ঘোষণা করেছে। এই বিষয়ে বলা যায়, এই নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানটি পুনাওয়ালা ফিনকর্পের সঙ্গে কাজ করবে যৌথভাবে। যার মাধ্যমে গ্রাহকরা পাবেন ইনস্ট্যান্ট পার্সোনাল লোন। সুবিধা পাবেন সাধারণ মানুষ।

এই লোন পরিচালনা করে থাকে মূলত সাইরাস পুনাওয়ালা গ্রুপ। এই নতুন কোলাবরেশনের মাধ্যমে লক্ষ লক্ষ ভারতীয়রা গ্রাহকদের জন্য মোবিকুইকের (Mobikwik) EMI প্রক্রিয়ার সুবিধে পাবেন। তাঁরা সহজ প্রক্রিয়ায় বড় অঙ্কের পার্সোনাল লোন নিতে পারবেন। মোবিকুইক অ্যাপ ব্যবহারকারীরা সারা ভারত জুড়ে মোটামুটি ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকার ইনস্ট্যান্ট পার্সোনাল লোন নিতে পাবেন। আর এই লোন পরিশোধের জন্য জিপ ইএমআই য়ের সুবিধে পাবেন তাঁরা।

বাড়িতে বসে বসে ইনকাম করতে হলে এখানে দেখুন।

লোন থেকে কী কী সুবিধা পাবেন?

এই লোনের দ্বারা একজন মানুষ তাঁর দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারবেন। মানুষের বিভিন্ন কারণে টাকার প্রয়োজন হয়। যেমন, চিকিৎসার খরচ, শিক্ষা, ভ্রমণ ইত্যাদি। গ্রাহকরা তাদের এই সকল চাহিদা পূরণের জন্য ব্যক্তিগত ঋণ নিতে পারবেন। আর এখানেই অ্যাডভান্টেজ হলো ঋণ পরিশোধের জন্য নিয়মে কিছু নমনীয়তা থাকছে। গ্রাহকরা ৬ মাস থেকে ৩৬ মাসের মধ্যে লোন শোধ করতে পারবেন।

আরও পড়ুন: জিও গ্রাহকদের ৫০০০০ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। এইভাবে অনলাইনে আবেদন করুন ইনস্ট্যান্ট জিও পার্সোনাল লোন পেতে

এই পদ্ধতিতে ঋণ মঞ্জুর হতে অনেকটাই কম সময় লাগে। আর খুব কম নথির প্রয়োজন হয়। প্লাস আপনার চাহিদা মতো, যে কোনও সময় এই ঋণ পাওয়া সম্ভব। আর এই কারণেই মোবিকুইক গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। মোট কথা এর দ্বারা অনেক সহজে এবং দ্রুত ঋণ পাচ্ছেন। আর এর মাধ্যমে একইসঙ্গে গ্রাহকদের ক্রেডিট তাছাড়া, মোবিকুইকের ডিজিটাল প্ল্যাটফর্মের হাত ধরে পুনাওয়ালা ফিনকর্প টায়ার ১, টায়ার ২ এবং টায়ার ৩ শহর গুলিতে আরও বেশিসংখ্যক গ্রাহক দের কাছে পৌঁছতে চাইছে।

উপসংহার

মোবিকুইক অ্যাপের মাধ্যমে বিভিন্ন আয়ের স্তরের মানুষকে ঋণ দেওয়া হবে বলেই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। অর্থাৎ এবার থেকে পার্সোনাল লোনের জন্য বিস্তর ছোটাছুটি করার প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে আপনার প্রয়োজন এবং আর্থিক সমস্যার মোকাবিলা করতে পারবেন।

Related Articles

Back to top button