ভারতে লঞ্চ হল নতুন Vivo V60 5G স্মার্টফোন। 50MP ক্যামেরা, 256GB স্টোরেজ, 6500mAh ব্যাটারি
Vivo V60 5G Smartphone Features
ভারতের বাজারে দারুন চাহিদা ভিভো কোম্পানির স্মার্টফোনের। আর সেই চাহিদাকে মাথায় রেখেই ভিভো লঞ্চ করল নতুন Vivo V60 5G স্মার্টফোন। একজন ব্যবহারকারীর প্রয়োজনমতো প্রায় সমস্ত ফিচার সাজিয়ে দেওয়া হয়েছে এই ফোনটিতে। এই ফোন যদি আপনি কিনতে চান, তাহলে ফোনটির সম্পূর্ণ ফিচারস ও দাম সম্পর্কে ধারণা করে নিন।
Vivo V60 5G স্মার্টফোনটির বৈশিষ্ট্য
সম্প্রতি ভিভো কোম্পানি ভারতে V series এর আওতায় লঞ্চ করেছে নতুন Vivo V60 5G. সব রকম দিক থেকেই মোবাইলের ব্যবহারকারীকে ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য স্মার্টফোনটির ক্যামেরা, স্টোরেজ, ডিসপ্লে ও অন্যান্য ফিচারগুলি বুঝেসুুঝে রাখা হয়েছে। ফোনটির দামও একেবারে আকাশছোঁয়া নয়। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। তবে নতুন কোনো ফোন কেনার আগে তার ফিচার সম্পর্কে জেনে রাখা জরুরী। তাই আপনার সুবিধার্থে যাবতীয় তথ্যগুলি উল্লেখ করা হলো।
Vivo V60 5G স্মার্টফোনটির ক্যামেরা
ফটোগ্রাফির ক্ষেত্রে দারুন অভিজ্ঞতা দিতে সিদ্ধহস্ত ফোনটি। Vivo V60 ফোনটির রিয়ারে দেওয়া হয়েছে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল ZEISS প্রাইমারি ক্যামেরা। সঙ্গে 50 মেগাপিক্সেল ZEISS সুপার টেলিফটো ক্যামেরা আর রয়েছে 8 মেগাপিক্সেল ZEISS আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও। এছাড়া, ফোনটির ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল ZEISS সেলফি ক্যামেরা।
Vivo V60 5G স্মার্টফোনটির প্রসেসর
কোন একটি ফোনের প্রসেসরের উপর নির্ভর করে থাকে সেই ফোনের পারফরমেন্স। ভিভোর নতুন মডেল ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর। ফোনের পারফরমেন্সকে এটি দ্রুত করতে সাহায্য করবে। ফোনটিকে আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বেশি সময়ের জন্য ব্যবহার করলেও স্মুদ পারফরমেন্স দিতে পারবে।
Vivo V60 5G স্মার্টফোনটির ডিসপ্লে
Vivo V60 ফোনে রয়েছে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে। ফোনের ডিসপ্লেটির রেজোলিউশন 1.5K পিক্সেল। আর তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেট ও 1500 নিট গ্লোবাল ব্রাইটনেস দেওয়া। ফোনটি কাজ করে Android 15 ভিত্তিক Funtouch OS 15 এ। তবুও কোম্পানি দাবি করেছে 4 Android আপগ্রেড ও 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার। ফোনটি পাওয়া যাচ্ছে অসপিসিয়াস গোল্ড, মিস্ট গ্রে ও মুনলিট ব্লু কালারের অপশনে।
Vivo V60 5G ফোনটির ব্যাটারি ও স্টোরেজ
ভিভো ভি৬০ ফোনটি 6500mAh ব্যাটারি পাওয়ার দেয়, যা 90W চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে 8GB, 12GB এবং 16GB RAM আর তাছাড়া 128GB, 256GB এবং 512GB স্টোরেজ পেয়ার করা আছে। এর পাশাপশি, কানেক্টিভিটি অপশন হিসেবে 5G নেটওয়ার্ক, ব্লুটুথ 5.4, ইত্যাদি নানান ফিচার দিয়ে থাকে।
Vivo V60 5G ফোনটির দাম কত?
এবার আসা যাক Vivo V60 ফোনটির দাম সম্পর্কে। ভিভো ভি৬০ ফোনটি চারটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। যার মধ্যে 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট যুক্ত ফোনটির দাম রাখা হয়েছে 36,999 টাকা। 8GB+256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম রাখা হয়েছে 38,999 টাকা। যেটি 12GB+256GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট, সেটির দাম রাখা হয়েছে 40,999 টাকা। আর 16GB+512GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম রাখা হয়েছে 45,999 টাকা।
উপসংহার
এই ফোনটি আপনি ভিভোর অফিসিয়াল সাইট ছাড়াও বিভিন্ন অনলাইন সাইট যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলি থেকে কিনতে পারবেন। আর এইসব অনলাইন সাইটে মাঝেমধ্যেই অফার চলে। এছাড়াও, এই ফোনটি আপনি ইএমআইতেও কিনে নিতে পারবেন।