ঝকঝকে 50MP সেলফি ক্যামেরা, 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে, 512GB স্টোরেজ-সহ নতুন Vivo V60 5G স্মার্টফোন। অনলাইনে সেল চলছে

Vivo V60 5G Smartphone Specifications

আপনি কি নতুন স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য সেরা চয়েস হতে পারে Vivo V60 5G স্মার্টফোনটি। ভিভো কোম্পানির নতুন স্মার্টফোনটি সমস্ত ফিচার সাজিয়ে রেখেছে ব্যবহারকারীদের জন্য। এতে আছে ঝকঝকে 50MP সেলফি ক্যামেরা, 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে, 128GB স্টোরেজ। 6500mAh-এর মেগা ব্যাটারি পাওয়ার। বিশেষ অফারে অনলাইনেই ফোনটি ক্রয় করতে পারবেন।

Vivo V60 5G স্মার্টফোনটির বৈশিষ্ট্য কী কী?

ভারতের বাজারে ভিভোর স্মার্টফোনের চাহিদা রয়েছেই। একাধিক আধুনিক ফেসিলিটিযুক্ত ফোন লঞ্চ করে ক্রেতাদের কার্যত চমকে দেয় এই কোম্পানি। যেমন সম্প্রতি লঞ্চ হওয়া নতুন ফোন Vivo V60 5G ভারতের মার্কেটে ঝড় তুলেছে। আধুনিক ফিচারে সাজানো ফোনটি কিনতে অনলাইনে ভিড় জমিয়েছেন ক্রেতারা। আপনিও ফোনটি কিনতে চান? তাহলে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন এই ফোনের ফিচার গুলি।

Vivo V60 5G স্মার্টফোনটির প্রসেসর

কোন একটি ফোনের প্রসেসরের উপর নির্ভর করে থাকে সেই ফোনের পারফরমেন্স। ভিভোর নতুন মডেল ক্যামেরা সেন্ট্রিক Vivo V60 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর। ফোনের পারফরমেন্সকে এটি দ্রুত করতে সাহায্য করবে। ফোনটিকে আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বেশি সময়ের জন্য ব্যবহার করলেও স্মুদ পারফরমেন্স দিতে পারবে।

Vivo V60 5G স্মার্টফোনটির ডিসপ্লে

Vivo V60 স্মার্টফোনটিতে রাখা হয়েছে 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে। স্মার্টফোনটির ডিসপ্লে রেজোলিউশন 1.5K পিক্সেল। 120Hz রিফ্রেশ রেট ও 1500 নিট গ্লোবাল ব্রাইটনেস দেওয়া। এই ফোনটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 এ কাজ করে। এই ফোনটি আপনি ক্রয় করলে 4 Android আপগ্রেড ও 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাচ্ছে । ফোনটি তিনটি কালারে পাওয়া যাচ্ছে। যথা: অসপিসিয়াস গোল্ড, মিস্ট গ্রে এবং মুনলিট ব্লু।

আরও পড়ুন: কম দামে দুর্দান্ত ফোন Poco M7 Plus 5G লঞ্চ হলো। পাবেন 7000mAh ব্যাটারি, সেরা প্রসেসর ও উন্নত ক্যামেরা। দাম কত?

Vivo V60 5G স্মার্টফোনটির ক্যামেরা

ঝকঝকে ক্যামেরা পাচ্ছেন Vivo V60 5G স্মার্টফোনে। ফটোগ্রাফির ক্ষেত্রে দারুন অভিজ্ঞতা হবে ক্রেতাদের। Vivo V60 স্মার্টফোনটির রিয়ারে রয়েছে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল ZEISS প্রাইমারি ক্যামেরা। আর সঙ্গে 50 মেগাপিক্সেল ZEISS সুপার টেলিফটো ক্যামেরাও রয়েছে। এই ফোনে সেট করা হয়েছে 8 মেগাপিক্সেল ZEISS আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও। ফোনটির ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল ZEISS সেলফি ক্যামেরা পাচ্ছেন।

Vivo V60 5G ফোনটির ব্যাটারি ও স্টোরেজ

ভিভো ভি৬০ ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6500mAh এর মেগা ব্যাটারি। এটি 90W চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে রয়েছে বিপুল স্টোরেজ।যার দ্বারা সুরক্ষিত থাকবে আপনার সমস্ত ফাইল।এতে আছে 8GB, 12GB এবং 16GB RAM সঙ্গে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ। এর পাশাপশি, অতিরিক্ত ফেসিলিটি হিসেবে ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে 5G নেটওয়ার্ক, ব্লুটুথ 5.4, ইত্যাদি নানান আধুনিক ফিচার দেওয়া হয়ে থাকে।

Vivo V60 5G ফোনটির দাম কত?

এবার তাহলে আসা যাক আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। জেনে নেওয়া যাক ফোনটি কি দামে পাবেন। ভিভো ভি৬০ ফোনটি তিনটি ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে। যার মধ্যে একটি হল 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট। যার দাম 36,999 টাকা রাখা হয়েছে। একটি হল 8GB+256GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট। যেটি 38,999 টাকায় পাওয়া যাচ্ছে। আর একটি হলো 16GB+512GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট যুক্ত। দাম রাখা হয়েছে 45,999 টাকা।

আরও পড়ুন: মাত্র 12,999 টাকায় লঞ্চ নতুন Motorola Edge 60 Ultra 5G স্মার্টফোন। পাবেন 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা, 7000mAh ব্যাটারি, 24GB স্টোরেজ

উপসংহার

আপনি যদি এই ফোনটি ক্রয় করতে চান তাহলে ভিভোর অফিসিয়াল সাইট থেকে সরাসরি কিনে নিতে পারবেন। ছাড়াও বিভিন্ন অনলাইন সাইট যেমন ফ্লিপকার্ট, অ্যামাজনগুলি থেকেও ফোনটি ক্রয় করা সম্ভব। ফোনটি ইএমআইতে কেনা যাবে। মাঝেমধ্যে অনলাইন সাইটে অফার চলে। তাই তুলনামূলক কম দামেও ফোনটি পেয়ে যাবেন।

Related Articles

Back to top button