NPS VS UPS কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ হবে? সহজ হিসাব দেখে নিন

NPS VS UPS Investment

চাকরিতে যুক্ত হওয়ার পরেই মানুষ সঞ্চয় নিয়ে ভাবতে থাকেন। আর বিনিয়োগের কথা উঠলেই মানুষের মনে প্রশ্ন আসে, NPS VS UPS কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ হবে। বর্তমানে টাকা বিনিয়োগ করার জন্য ভারতে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। তবে সঠিক জায়গায় বিনিয়োগ না করলে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা কমে যায়। তাই যদি একান্ত বিনিয়োগ করতেই হয়, তাহলে শুরু থেকেই ভেবেচিন্তে করুন।

NPS VS UPS Investment In India

এনপিএস ও ইউপিএস (NPS VS UPS) এই দুটি ক্ষেত্রেই বিনিয়োগ করতে আগ্রহী থাকেন ভারতের অধিকাংশ মানুষ। এই দুটি বর্তমানে ভারতের জনপ্রিয় পেনশন স্কিম। তবে টাকা যখন বিনিয়োগ করছেন, তখন একটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে।

আর সেটি হল রিটার্নের পরিমাণ। কোথায় বিনিয়োগ করে লাভ হবে বেশি। সঞ্চয় পরিকল্পনা করার ক্ষেত্রে এই ভাবনাটি প্রথমেই মাথায় আসা জরুরী। আসুন তবে দেখে নেওয়া যাক NPS VS UPS দুয়ের মধ্যে কোন ক্ষেত্রে আপনার বিনিয়োগ করলে লাভ বেশি হবে।

NPS ও UPS আসলে কী?

এনপিএস ও ইউপিএস (NPS VS UPS) এই দুটি হল আমাদের দেশে বর্তমানে চালু থাকা দুই পেনশন স্কিম। NPS বা ন্যাশনাল পেনশন স্কিম ২০০৪ সালে চালু করা হয়। এই এনপিএস আসলে বাজারের সঙ্গে যুক্ত থাকা পেনশনের জনপ্রিয় স্কিম। ২০০৪ সালে এই স্কিম চালু হওয়ার পর থেকে সরকারি, কর্পোরেট কর্মীরা এখানে বিনিয়োগ করার সুযোগ পেয়েছেন।

২০০৯ সালের পর থেকে দেশের নাগরিকরা এনপিএসে বিনিয়োগ করার সুযোগ পাচ্ছিলেন। এদিকে, এনপিএসের বিকল্প হিসাবে ইউপিএস বা ইউনিফায়েড পেনশন স্কিম চালু করা হয়েছে (NPS VS UPS). এর কারণ হল, এনপিএস বাজারে বিনিয়োগ করে তাই ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএসের রিটার্ন নিশ্চিত হয় না। অন্যদিকে ইউপিএস নিশ্চিত রিটার্ন দিয়ে থাকে।

আরও পড়ুন: বিগত বছরে ২০% এর ও বেশি রিটার্ন দিয়েছে এই সেরা মিউচুয়াল ফান্ডগুলো। বিনিয়োগ করার আগে হিসাব করে নিন

NPS VS UPS কোথায় বিনিয়োগ করা লাভজনক?

একজন কর্মীর বেসিক স্যালারি ও ডিএ-এর ১০ শতাংশ ইউপিএসের অধীনে জমা করতে হবে। এই একই পরিমাণ টাকা কর্মীদের দেয় সরকারও। এর পাশাপাশি একটি সাধারণ তহবিলে অতিরিক্ত ৮.৫ শতাংশ দেবে সরকার। যা থেকে নিশ্চিত পেনশন পাওয়া সম্ভব হয়।

আরটিআই তরফে জানা যায়, ২০২৫ সালের ২০ জুলাই পর্যন্ত ইউপিএসে ৩১ হাজারের পাশেপাশে কর্মী যোগ দিয়েছেন। আর এনপিএসে রয়েছেন প্রায় ২৩ লক্ষ কর্মচারী। এর প্রধান কারণ হলো এনপিএসে বাজারে বিনিয়োগের সুবিধা রয়েছে। এতে অনিশ্চয়তা থাকলেও দীর্ঘমেয়াদে অনেক বেশি পরিমাণে রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে (NPS VS UPS).

আরও পড়ুন: সবচেয়ে সহজে ব্যাংক থেকে ১ লক্ষ টাকা পার্সোনাল লোন কিভাবে নেবেন? অনলাইনে মাত্র কয়েক মিনিটেই টাকা পাবেন

উপসংহার

তাই এবার আপনি ঠিক করুন কোথায় আপনার টাকা বিনিয়োগ করবেন (NPS VS UPS). NPS নাকি UPS এ। একটা চিত্র স্পষ্ট, অনিশ্চয়তা থাকলেও NPS বেশি পরিমাণে রিটার্ন দিয়ে থাকে। তবে প্রত্যেকটি মানুষের বিনিয়োগ পরিকল্পনা তাঁর নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করে থাকে। তাই আপনি আপনার সুবিধামতো বিনিয়োগ করুন।

Related Articles

Back to top button