PM Scholarship Scheme: প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে সরকার। পিএম স্কলারশিপে আবেদনের যোগ্যতা, আবেদন করবেন কিভাবে?
PM Scholarship Scheme 2025
ছাত্র-ছাত্রীদের বিশেষ সুবিধা দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চালু হয়েছে পিএম স্কলারশিপ স্কিম (PM Scholarship Scheme). এই বৃত্তি প্রকল্পের মাধ্যমে দেশের ছাত্রছাত্রীরা দারুন সুবিধা পেতে চলেছেন।শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। যদি আপনিও এই বৃত্তি প্রকল্পে আবেদন করেন তাহলে বাড়ি বসে টাকা পাবেন। ভাবছেন তা কি করে সম্ভব? আসুন প্রকল্পের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নেওয়া যাক।
PM Scholarship Scheme 2025
প্রত্যেক মাসে ছাত্রছাত্রীদের একাউন্টে ঢুকবে ৩ হাজার টাকার বৃত্তি। দেশের শিক্ষার্থীরা এবার নিজেদের স্বপ্নপূরণ করতে পারবেন। আর মাঝপথে বন্ধ হবে না দেশে মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা। তবে পিএম স্কলারশিপের (PM Scholarship Scheme) সুবিধা পেতে হলে ছাত্র-ছাত্রীদের যাবতীয় নিয়ম-কানুনগুলি দেখে নিতে হবে। কারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন এই সমস্ত তথ্য আগের থেকেই জেনে রাখা দরকার।
পিএম স্কলারশিপের সুবিধাগুলি কী কী?
দেশের দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে নানান ধরনের স্কলারশিপ চালু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। এই সকল স্কলারশিপের দ্বারা উপকৃত হন দেশের লাখ লাখ পড়ুয়া। তবে সেই তালিকায় জায়গা করে নিয়েছে প্রধানমন্ত্রী মোদির পিএম স্কলারশিপ স্কিমটিও। স্কলারশিপটি প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের (Central Government) সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্ট মারফত।
তবে কেন্দ্রীয় সরকার (Central Government) কর্তৃক চালু করা পিএম স্কলারশিপ স্কিম (PM Scholarship Scheme) সার্বজনীন স্কলারশিপ নয়। এই স্কলারশিপের সুবিধা পান প্রাক্তন সেনা কর্মী, প্রাক্তন কোস্ট গার্ড কর্মী, পুলিশ কর্মী এবং রেল কর্মীদের মূলত জঙ্গি ও নকশাল হামলায় যাদের শহীদ হতে হয়েছে, তাদের সন্তান এবং বিধবা স্ত্রী।
আরও পড়ুন: ছাত্রছাত্রীরা পাবেন 50,000 টাকার স্কলারশিপ। বৃত্তির যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন
পিএম স্কলারশিপের সুবিধাগুলি কী কী?
প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্পের (PM Scholarship Scheme) মাধ্যমে পুরুষ ও মহিলা প্রার্থীরা আলাদা করে স্কলারশিপ পান। যার মধ্যে পুরুষ প্রার্থীরা বছরে ৩০০০০ পাবেন আর মহিলা প্রার্থীরা ৩৬০০০ টাকার বৃত্তি পান। অর্থাৎ পুরুষ প্রার্থীদের প্রতিমাসে ২৫০০ টাকা ও মহিলা প্রার্থীদের ৩০০০ টাকা দেওয়া হয়। সবমিলিয়ে মোট ৫৫০০ জন প্রার্থী প্রতি বছর এই স্কলারশিপ পান।এদের মধ্যে পুরুষ ২৭৫০ জন ও ২৭৫০ জন মহিলা প্রার্থী সুবিধা পান।
পিএম স্কলারশিপে আবেদন করার যোগ্যতা
- পিএম স্কলারশিপের (PM Scholarship Scheme) আবেদনকারীকে হতে হবে আসাম রাইফেলস, আরপিএফ ও আরপিএসএফ-এর শহীদ পুলিশ কর্মীর সন্তান বা বিধবা স্ত্রী।
- আবেদনকারীদের AICTE অথবা UGC দ্বারা স্বীকৃত যে কোনো কলেজ, প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
- আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
- শিক্ষার্থীকে রেগুলার কোর্সেই পড়াশোনা করতে হবে।
- যারা ডিসটেন্স কিংবা অনলাইনে পড়াশোনা করছেন তাঁদের এই সুবিধা দেওয়া হবে না।
- যদি সেই শিক্ষার্থী অন্য কোন সরকারি প্রকল্পের সুবিধা পান তাহলে পিএম স্কলারশিপের সুবিধা পাবেন না।
স্কলারশিপের আবেদন জানাবেন কিভাবে?
- স্কলারশিপের আবেদন জানানোর জন্য প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
- এরপর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নিজের ফোন নম্বর, ইমেইল আইডি, ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
- যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তাঁদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
- রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন তাই দিয়ে পুনরায় লগ ইন করতে হবে।
- এবার এপ্লিকেশন অপশনে ক্লিক করে সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন।
- যাবতীয় নথিপত্র আপলোড করুন।
- তারপর আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করে দিন।
আরও পড়ুন: প্রথম শ্রেণী থেকে কলেজ পড়ুয়া, সবার একাউন্টে টাকা দিচ্ছে সরকার। আবেদন করুন ঐক্যশ্রী স্কলারশিপে
উপসংহার
প্রতিবছর অনেক ছাত্র-ছাত্রী এই প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন। আপনিও যদি নির্দিষ্ট যোগ্যতার মধ্যে থেকে থাকেন তাহলে অবশ্যই এই প্রকল্পের জন্য নিজের আবেদন সাবমিট করুন। সরকারের তরফে পাওয়া এই সাহায্যে প্রচুর মেধাবী ছাত্র-ছাত্রী আজও মেয়েদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।