MSME Loan: সমস্ত ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যবসায়িক ঋণ দিচ্ছে কেন্দ্র সরকার। সুদ ছাড়া অথবা কম সুদে ব্যবসায়িক ঋণ পেতে আবেদন করুন
MSME Loan Scheme In India
আপনি কি নতুন ব্যবসা শুরু করতে ইচ্ছুক? তাহলে চিন্তা নেই। MSME Loan নিয়ে খুব সহজেই শুরু করতে পারবেন আপনার নিজের ব্যবসা। স্বাধীন ভাবে টাকা রোজগার করতে পারবেন। দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে দেশের নাগরিকদের বিভিন্ন কর্মে নিযুক্ত করতে কেন্দ্রীয় সরকার তৎপর হয়েছে। যুবক-যুবতীরা যাতে নিজেদের মতো করে স্বাধীন ভাবে ব্যবসা করতে পারে আর টাকা রোজগার করতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
What Is MSME Loan?
তবে লোনের জন্য আবেদন করার আগে MSME Loan সম্পর্কে আপনাদের জেনে নিতে হবে। আজ থেকে বেশ কিছু বছর আগে ২০০৬ সাল থেকে MSME আইনের মাধ্যমে ভারত জুড়ে গড়ে ওঠা ছোট এবং মাঝারি শিল্পগুলিকে একত্রিত করা হচ্ছে। দেশের যে সকল যুবক-যুবতীরা ব্যবসার দিকে এগিয়ে যেতে চাইছেন, নিজেদের ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের ব্যবসার ছোট স্তর থেকে পাশে থাকবে ভারত সরকার। সে উদ্দেশ্যে চালু হয়েছে MSME Loan Scheme. যার দ্বারা ক্ষুদ্র, ছোট ও মাঝারি (MSME) ব্যবসার জন্য ঋণ দেওয়া হয়।
MSME Loan প্রকল্পের সুবিধাগুলি কী কী?
কেন্দ্র সরকারের তরফে MSME Loan Scheme চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আপনারা ৫০,০০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল অল্প সুদ ও একাধিক সুযোগ-সুবিধা। যার মধ্যে দিয়েই দেশের যুবক যুবতীরা লোনের সুবিধা পেয়ে থাকেন।
তাঁরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ও স্বপ্ন পূরণের সুযোগ পান সরকারি সাহায্যে। MSME Loan প্রকল্পের আরো একটি সুবিধা হল আপনি যদি এই ঋণ নেন, তাহলে আপনি নিজের সুবিধামতো ১২ থেকে সর্বোচ্চ ৬০ মাসের মধ্যে এই লোন পরিশোধ করার সুযোগ পাবেন। পাশাপাশি এই লোনের জন্য আলাদা করে সম্পত্তি বন্ধক রাখার প্রয়োজন নেই।
দেশের যুবক যুবতীদের মূলত ব্যবসার ক্ষেত্রে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে এই ঋণে সুদের হার অত্যন্ত কম রাখা হয়েছে। অতিরিক্ত ডকুমেন্টেশন ছাড়াই এই লোন অ্যাপ্রুভ করা হয়ে থাকে। আর দ্রুত লোন পাওয়াও সম্ভব।
কী কী ধরনের MSME Loan হয়?
বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক দেশ ভারতবর্ষ।এদেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল GDP পাওয়া যায় MSME সেক্টর থেকে। ভারতে তিন ধরনের MSME লোন দেওয়া হয়ে থাকে। আর সেগুলি হল-
- মাইক্রো এন্টারপ্রাইজ
- স্মল ইন্টারপ্রাইজ
- মিডিয়াম ইন্টারপ্রাইজ। আপনি যে সেক্টরে ব্যবসা শুরু করতে চান, তার জন্য লোন পাবেন।
MSME Loan পেতে যোগ্যতাগুলি কী কী?
আপনি যদি এই ব্যবসায়িক ঋণ (Business Loan) নিতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড থাকতে হবে। সেগুলি নিম্নরূপ,
- MSME Loan প্রকল্পে আবেদন জানানোর জন্য উদ্যোক্তার ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর থেকে ২২ বছরের মধ্যে।
- শুধুমাত্র নামিদামি কোম্পানি নয়, হস্তশিল্প অথবা ছোটখাটো শিল্পী কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই প্রকল্পে লোনের জন্য আবেদন করতে পারবেন।
- এই প্রকল্পে আবেদন জানানোর জন্য আবেদনকারীর নাম অবিশ্যই রেজিস্টার্ড থাকতে হবে Udayam পোর্টালে।
- শিল্প থেকে আবেদনকারীর আয় হতে হবে অন্ততপক্ষে ২ লক্ষ টাকা।
- ঋণের আবেদনের জন্য আবেদনকারী ব্যক্তিকে অভিজ্ঞ ব্যবসায়ী হতে হবে। অন্ততপক্ষে তিন বছরের বর্তমান ব্যবসার অভিজ্ঞতা আর পাঁচ বছরের যে কোন ব্যবসার অভিজ্ঞতা তাঁর থাকতে হবে।
MSME ব্যবসায়িক ঋণের জন্য আবেদন করবেন কিভাবে?
- প্রথমে ভিজিট করুন MSME এর অফিসিয়াল ওয়েবসাইটে।
- ড্রপ ডাউন লিস্ট থেকে বেছে নিন MSME Loan বিকল্পটি।
- লোনের আবেদন পত্র পূরণ করুন ও পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে জমা করুন।
- সমস্ত সরকারি বিধিনিষেধ ভালোভাবে পড়ে নিয়ে Agree অপশনে ক্লিক করুন। চুক্তি স্বাক্ষর করে আবেদনটি জমা করুন।
উপসংহার
তাহলে বুঝতে পারছেন এবার আপনি আপনার ব্যবসা শুরু করার স্বপ্নপূরণ করতে পারবেন কত সহজে। আপনি যদি যোগ্য হন তাহলে আবেদন করুন MSME Loan প্রকল্পে। ও স্বনির্ভর হয়ে উঠুন।