NEET PG 2025: প্রকাশিত হলো নিট পিজি এর মেধাতালিকা। স্কোরকার্ড কিভাবে দেখবেন?

Neet PG 2025 Merit list

প্রকাশিত হয়েছে নেট পিজি পরীক্ষার মেধা তালিকা (NEET PG 2025). যারা পরীক্ষায় বসেছিলেন আর রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য এই প্রতিবেদন। এই বছর মেডিকেল স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষায় অংশগ্রহণ করা ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট চেক করে নেবেন। সরাসরি ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। অতএব ওয়েবসাইট ভিজিট করে রেজাল্ট দেখে নিন।

NEET PG 2025 | নিট পিজি ২০২৫

প্রত্যেক বছর লাখ লাখ ছাত্র-ছাত্রী নিট পিজি পরীক্ষায় অংশগ্রহণ করেন। নেট পিজি (NEET PG 2025) ন্যাশনাল এন্ট্রান্সকাম এলিজিবিলিটি টেস্ট পোস্ট গ্রেজুয়েশন পরীক্ষা আয়োজিত হয়েছিল চলতি বছরেও। আর এই বছরেও বহু ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষার পর তাঁরা রেজাল্টের জন্য অপেক্ষা করে ছিলেন। আর এবার বাড়িতে বসেই সরাসরি ওয়েবসাইট মারফত আপনারা নিজেদের ফলাফল চেক করে নিতে পারেন।

নিট পিজি পরীক্ষার (NEET PG 2025) ফলাফল প্রকাশ করেছে এনবিইএমএস (ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস)।সরাসরি তাঁদের ওয়েবসাইটেই প্রকাশ করা হল ফলাফল। পরীক্ষায় উত্তীর্ণদের স্কোর, পার্সেন্টাইল ও সর্বভারতীয় র‍্যাঙ্ক-এর উল্লেখ রয়েছে সেখানেই (Neet PG Merit list)

Neet PG Merit list 2025

চলতি বছর একটি পর্বে আয়োজন করা হয়েছিল নিট পিজি পরীক্ষাটি (NEET PG 2025). ৩ আগষ্ট পরীক্ষা নেওয়া হয়েছিল। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দুলক্ষেরও বেশি। পরীক্ষারই ৫০ শতাংশ অল ইন্ডিয়া কোটা বা এআইকিউ ভিত্তিতে ভর্তির সম্প্রতি মেধাতালিকা প্রকাশ করেছে বোর্ড। একই সঙ্গে পরীক্ষার স্কোরকার্ড প্রকাশিত হয়েছে। আর সেখানেই উল্লেখ করা হয়েছে উত্তীর্ণদের স্কোর, আর তার সঙ্গে পার্সেন্টাইল, সর্বভারতীয় র‍্যাঙ্ক।

আরও পড়ুন: স্কুলে স্কুলে মহাকাশ বিজ্ঞান পড়ানোয় জোর। নীতিমালা তৈরি করছে শিক্ষা মন্ত্রক

Neet PG Scorecard 2025

তবে পরীক্ষার্থীদের এটা জেনে রাখা দরকার আপনারা এখনই ওয়েবসাইটে স্কোরকার্ড (Neet PG Scorecard) ও ফাইনাল আনসার কি (Neet PG 2025 Final Answer Key) দেখতে পাবেন না। তার জন্য আপনাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আগামী 5 সেপ্টেম্বর থেকে এনবিইএমএস-এর ওয়েবসাইট থেকে সেগুলি ডাউনলোড করা সম্ভব। তারপর কাউন্সেলিং ও নথি যাচাইকরণ হওয়ার পর উত্তীর্ণেরা নির্ধারিত কলেজে বরাদ্দ আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

স্কোরকার্ড চেক করবেন কিভাবে?

  • পরীক্ষার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • তারপর সেখান থেকে ক্লিক করতে হবে নিট পিজি রেজাল্ট-এর লিঙ্কে।
  • সেখানে ক্লিক করার পর পরীক্ষার্থীরা স্ক্রিনে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ ও সাল উল্লেখ করুন।
  • তাহলেই আপনারা নিজেদের স্কোরকার্ড সেখানে দেখতে পারবেন।
  • আপনারা চাইলে এই স্কোরকার্ড ডাউনলোড করেও রাখতে পারবেন। পরীক্ষার স্কোরকার্ড ডাউনলোড করা যাবে ছ’মাস পর্যন্ত।

আরও পড়ুন: গুগল ও লিংকডইনের এই 5টি বিনামূল্যে AI কোর্স করে রাখুন। ভবিষ্যতে চাকরির অভাব হবে না

উপসংহার

সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই পরীক্ষায় (Neet PG 2025) সমস্ত পরীক্ষার্থীরা কি উত্তর লিখেছেন তা প্রকাশ করার কথা জানিয়েছে এনবিইএমএস। এই পদক্ষেপ নেওয়া হচ্ছে মূলত পরীক্ষায় স্বচ্ছতা আনতে। এবছর প্রথম অ্যানসার কি প্রকাশ করবে বোর্ড। সরাসরি ওয়েবসাইট থেকেই এই আনসার কি চেক করে নিতে পারবেন।

Related Articles

Back to top button