Personal Loan: শুধু টাকার দরকারই নয়, বিনিয়োগের জন্যও ব্যক্তিগত ঋণ নেওয়া যায়। পার্সোনাল লোনের গোপন তথ্য
Personal Loan & Investment

কোন মানুষ তাঁর ব্যক্তিগত নানান প্রয়োজনে লোন (Personal Loan) নিয়ে থাকেন। বাড়িঘর কেনা, সন্তানের শিক্ষা, চিকিৎসা, কিংবা কোন সম্পত্তির ক্রয় ইত্যাদি কারণে মানুষ ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন। কিন্তু শুধুই কি ব্যক্তিগত প্রয়োজনে লোন নেওয়া যায়? নাকি বিনিয়োগের জন্যেও ব্যক্তিগত লোন (Personal Loan) নেওয়া সম্ভব? আপনিও এই প্রশ্নের উত্তর খুঁজছেন বুঝি? তাহলে আজকের এই প্রতিবেদন পড়ে নিন। আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Shoud You Take Personal Loan For Investment?
ব্যাংক কিংবা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে পার্সোনাল লোন (Personal Loan) নিতে পারেন। তবে সেই লোন নিয়ে আপনি কি করবেন সেটা নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গি ও আপনার প্ল্যানিংয়ের ওপর। বর্তমানে অনেকেই ভাবছেন, ব্যক্তিগত ঋণ নিয়ে বিনিয়োগ শুরু করবেন। সেটা কতটা সঠিক? বা এটা কি সত্যিই করা যায়? আসুন সে বিষয়ে এবার জেনে নেওয়া যাক।
ঋণ নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কারণ থাকে। কেউ বাড়ির সংস্কারের জন্য ঋণ নেন, আবার কেউ কেউ পারিবারিক অনুষ্ঠান যেমন বিবাহ ইত্যাদি কারণে ঋণ নিয়ে থাকেন। আবার কেউ কেউ গয়না এবং গ্যাজেটের মতো বিলাসবহুল জিনিসপত্রও ক্রয় করার জন্য ঋণ নেন। কিন্তু আপনি যদি পার্সোনাল লোন নিতে চান, তাহলে ঋণ গ্রহণের আগে কিছু বিষয় মনে রাখুন।
বিনিয়োগের জন্য পার্সোনাল লোন নেওয়া সম্ভব?
আপনার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেওয়া অবশ্যই যুক্তিসঙ্গত। যেমন পারিবারিক অনুষ্ঠান, চিকিৎসা কিংবা শিক্ষার খরচ। অথবা অন্যান্য কিছু কারণও থাকতে পারে। তবে আপনার জীবন যাত্রার খরচ কিংবা বিলাস-ব্যসনের জন্য ঋণ নেওয়া উচিত নয়।
আরও পড়ুন: রিলায়েন্স জিও সিম থাকলেই কম সুদে ৫০০০০ লোন পাবেন। কিভাবে আবেদন করবেন জেনে নিন
তবে এক্ষেত্রে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে। যদি আপনি আপনার বাড়ির সংস্কারের জন্য লোন নেন, কোথাও গিয়ে সেটা বিনিয়োগের পর্যায় পড়ে। তবে যদি আপনি আপনার জীবনযাত্রা সংক্রান্ত কারণে লোন গ্রহণ করেন তাহলে সেটা বিনিয়োগ (Investment)-এর পর্যায়ে পড়ে না। অর্থাৎ এর দ্বারা আপনার রিটার্ন পাওয়ার সম্ভাবনা কম। এটা শুধু আপনার চাহিদা পূরণে ব্যয় হবে।
ঋণ গ্রহণ করে বিনিয়োগ বলতে বোঝানো হচ্ছে, আপনি আপনার ব্যক্তিগত ঋণ এমন জায়গায় ব্যবহার করুন যেখান থেকে আপনি দীর্ঘমেয়াদি রিটার্ন পাবেন। যেমন আপনি ঋণ নিয়ে যদি আপনার বাড়ির সংস্কার করেন তাহলে এটি আপনাকে দীর্ঘমেয়াদি সুবিধা দেবে। তাই সেক্ষেত্রে আপনি পার্সোনাল লোন গ্রহণ করতেই পারেন।
অকারণে ঋণ গ্রহণ কি এড়ানো সম্ভব?
অকারণে বিলাসব্যসনের জন্য ঋণ গ্রহণ করা এড়ানো সম্ভব। এই সমস্ত খরচের জন্য ব্যক্তিগত ঋণ নেওয়া বাঞ্ছনীয় নয়। তবে পারিবারিক কিংবা ব্যক্তিগত কিছু কারণ থাকে তখন খরচ করার জন্য ঋণ গ্রহণের প্রয়োজন হয়। তাই চেষ্টা করুন যতটা কম সম্ভব ঋণ নেওয়া যায় তার জন্য। নয়তো পরে গিয়ে অতিরিক্ত ঋণের বোঝা আপনার অসুবিধার কারণ হবে।
আরও পড়ুন: পোস্ট অফিসে মাত্র ২ লাখ টাকা জমালেই পাবেন ৯ লাখ টাকা। পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প
উপসংহার
ব্যক্তিগত ঋণ আপনার আর্থিক লক্ষ্যের উপর প্রভাব বিস্তার করে। আপনার দৈনন্দিন খরচ অনেক সময় নিয়ন্ত্রণ করতে হতে পারে। তাই পার্সোনাল লোন নেওয়ার আগে অবশ্যই বিবেচনা করুন এই ঋণ নেওয়া আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এভাবেই নিজের মতো করে বিবেচনা করে তবেই ঋণ গ্রহণ করুন।



