Multibagger penny stock return: মাত্র 30 পয়সার স্টক হলো 25.5 টাকা! 1000 টাকা 5 বছরে 8 লাখ টাকা! দুর্দান্ত রিটার্ন দিয়েছে এই স্টক

Multibagger Penny Stock Return

আপনি কি অর্থ বিনিয়োগ ভাবছেন? স্টক মার্কেট-এর (Multibagger penny stock return) খবর জানতে চান? তাহলে এই প্রতিবেদন মন দিয়ে পড়ে নিন। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজের প্রতি শেয়ারের দাম ছিল প্রায় ৩০ পয়সা।

তবে ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাজার বন্ধের সময় বিএসই অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জে প্রতিটি শেয়ারের দাম পৌঁছে হয়েছে ২৫.৫ টাকায়। যার হিসেব বলছে, গত সেশনের থেকে মোটামুটি প্রায় ৩.৯৫ শতাংশ উত্থান হয়েছে। শুক্রবার দিন একটা সময় তো ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজের (Multibagger Penny Stock Return) প্রতি শেয়ারের দাম ২৬.৫৮ টাকায় পৌঁছে গিয়েছিল (Stock Return).

Multibagger Penny Stock Return

ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজের (Multibagger Penny Stock Return) শেয়ারের দাম বর্তমানে যে জায়গায় পৌঁছেছে গত বছর এরকম সময় সেটি তার থেকেও ভালো জায়গায় ছিল। গত বছর ১ অক্টোবরের হিসেব বলছে, এটি ৪৪.৯৪ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলেছিল। ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর এটি। এখনো পর্যন্ত শেয়ার বাজারে ওই সংস্থার সর্বনিম্ন স্তর ১৭ টাকা। আবার, এই বছরের ১২ সেপ্টেম্বর এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও তারপর ঘুরে দাঁড়িয়েছে।

বিনিয়োগকারীরা লাভবান হবেন?

যাঁরা এরপরেও দীর্ঘদিন ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজে (Multibagger Penny Stock Return) টাকা বিনিয়োগ (Investment) করে রেখেছেন, তাঁরা কোটি-কোটি টাকা কামিয়েছেন। পরিসংখ্যান বলছে, যদি কোনো ব্যক্তি ২০২০ সালে সেপ্টেম্বরে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজে (Multibagger Penny Stock Return) এক লাখ টাকা লগ্নি করেন, তাহলে এখন তাঁরা আট কোটি টাকারও বেশি রিটার্ন পাবেন। তাই যাঁরা ধৈর্য ধরে ওই সংস্থায় টাকা রেখেছিলেন, তাঁরা এবার প্রচুর অর্থ কামিয়ে মালামাল হয়ে গিয়েছেন।

আরও পড়ুন: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নাকি এককালীন বিনিয়োগ, কোনটি বেশি লাভজনক?

তবে যাঁরা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজের (Multibagger-Penny Stock Return) শেয়ারে স্বল্প কালীন টাকা রেখেছিলেন, তাঁদের প্রচুর রিটার্ন আসেনি। তার কারণ হলো গত এক বছরে ৩৭ শতাংশের মতো হয়েছে। চলতি সংবাদ অতএব ২০২৫ সালের গোড়া থেকে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ এর শেয়ারের দাম ১৫.২৪ শতাংশের মতো কমে গিয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের দাম ছিল ২৯.১৪ টাকা।

আরও পড়ুন: পোস্ট অফিসে মাত্র ২ লাখ টাকা জমালেই পাবেন ৯ লাখ টাকা। পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প

উপসংহার

১৯৯৫ সালে ওই সংস্থা তৈরি হয়। ২০২৩ সালের মে’তে সংস্থার নয়া নামকরণ করা হয়। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ (Multibagger Penny Stock Return) লিমিটেডের নাম ছিল ইন্টিগ্রেটেড টেকনোলজিস লিমিটেড। এই সংস্থার সদর দফতর নয়ডায়। সংস্থাটি বিভিন্ন খাদ্রদ্রব্য, যেমন বেকারির সরঞ্জাম তৈরি করে থাকে। আর এই সংস্থা ভারতের পাশাপাশি বিদেশের বিভিন্ন প্রান্তেও সেগুলি বিক্রি করে থাকে।

Related Articles

Back to top button