Smartphone Under 10000: 5G স্মার্টফোনের দাম কমে গেল। ১০০০০ টাকার কমে সেরা স্মার্টফোন গুলোর ফিচার্স ও দাম দেখুন

Best Smartphone Under 10000

এমআপনি কি নতুন স্মার্টফোন কিনতে চান, তবে আপনার জন্য সুখবর। দশ হাজার টাকার কমে (Smartphone Under 10000) দেখে নিন সেরা স্মার্টফোনের তালিকা। তাহলে আর দেরি কেন?উৎসবের মরশুমে আপনার ঘরেও আসবে সেরা স্মার্টফোন। দেখে নিন ১০ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন (Best Smartphone Under 10000).

Best Smartphone Under 10000

১) Nova 5G

প্রথমেই আলোচনা করা যাক Nova 5G ফোনটি সম্পর্কে। এই ফোনটি সেলে ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটিতে কী কী ফিচার থাকছে? আপনি এতে পাবেন ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, ঝকঝকে ৫০ মেগাপিক্সেল মেন রিয়ার ক্যামেরা, সঙ্গে ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ৫,০০০ mAh এর (Smartphone Under 10000).

২) POCO C75 5G (4/64GB)

এই ফোনটি সেলে ১০ হাজার টাকার কমে মাত্র ৭,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটিতে থাকছে ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, সঙ্গে ৫০ মেগাপিক্সেল মেন রিয়ার ক্যামেরা। তার সঙ্গে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি হিসেবে ৫,১৬০ mAh ব্যাটারি পাবেন। স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট (chipset) দেওয়া রয়েছে (Smartphone Under 10000).

৩) Vivo T4 Lite 5G

এই ফোনটি সেলে মাত্র ৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে (Smartphone Under 10000). এই ফোনে থাকছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল মেন রিয়ার ক্যামেরা। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি হিসেবে ৬০০০ mAh ব্যাটারি থাকছে আর ডাইমেনসিটি 6300 চিপসেটও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Realme 15t 5G স্মার্টফোন লঞ্চের তারিখ, দাম ও স্পেসিফিকেশন

৪) POCO M7 5G

এই ফোনটি সেলে মাত্র ৮,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে (Smartphone Under 10000). এই ফোনটিতে ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে যুক্ত সঙ্গে ৫০ মেগাপিক্সেল মেন রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে। পাবেন উন্নত মানের ৫,১৬০ mAh ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন 4s জেন 2 চিপসেট।

৫) OPPO K13x 5G

এই ফোনটিও আপনি সেলে পাবেন। ফোনটি মাত্র ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটিতে থাকছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে সঙ্গে ৫০ মেগাপিক্সেল মেন রিয়ার ক্যামেরা, আর তার সঙ্গে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উন্নত মানের ৬,০০০ mAh ব্যাটারি এবং ডাইমেনসিটি ৬৩০০ চিপসেটও রয়েছে (Smartphone Under 10000).

আরও পড়ুন: ৩০০০ টাকা ছাড় দিচ্ছে OnePlus 13R 5G স্মার্টফোনে। সাথে পাবেন বিনামূল্যে ৫৪৯৯ টাকার Oneplus Buds 3. দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

উপসংহার

তাহলে আর দেরি কেন? এবার সেলে নতুন ফোন আসুক আপনার ঘরেও। দুর্দান্ত ফিচারের দ্রুত গতির ফোন উৎসবের মরশুমে নিজে কিনুন বা উপহার দিন। ফোনগুলি কেনার জন্য আপনারা অনলাইন সাইটে ভিজিট করতে পারেন।

Related Articles

Back to top button