চালু হল নতুন Aadhaar App. সাধারণ মানুষ কী কী সুবিধা পাবেন? হোটেল থেকে ব্যাঙ্ক কিউয়ার কোড স্ক্যান করলেই পাবেন ছয়টি দুর্দান্ত সুবিধা
Aadhaar App Facilities In India
ভারতবর্ষে চালু হল নতুন আধার অ্যাপ (Aadhaar App). যেখানে কিওয়ার কোড স্ক্যান করলেই ৬ টি দুর্দান্ত সুবিধা পাওয়া যাবে। এমনিতেই এদেশের মানুষদের জন্য আধার কার্ড (Aadhaar Card) হল অতি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তবে এবার আধার অ্যাপ চালু হওয়ার কারণে প্রচুর মানুষ উপকৃত হতে চলেছেন। তাহলে দেখে নেওয়া যাক আপনারা কোন কোন সুবিধা পেতে চলেছেন।
New Aadhaar App In India
সম্প্রতি কেন্দ্রীয় সরকার (Central Government) সম্প্রতি একটি বিশেষ অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে যার নাম দেওয়া হয়েছে আধার অ্যাপ। এই অ্যাপ দিয়ে অনায়াসেই যাচাই যাবে পরিচয়। কিউআর কোড স্ক্যান করে নিজস্ব পরিচয় প্রমাণ করা যাবে। জানা যাচ্ছে, UIDAI এর তৈরি এই বিশেষ অ্যাপটির নাম দেওয়া হতে পারে m-Aadhaar. আর এই নতুন ভার্সনের মাধ্যমে আগের চাইতে আরও সহজ এবং দ্রুততার সঙ্গে আধার কার্ড যাচাই করা যাবে।
কিভাবে কাজ করবে আধার অ্যাপ?
অফিস, ব্যাঙ্ক, হাসপাতাল বা পরীক্ষাকেন্দ্র গিয়ে এবার আর আলাদা করে আর আধার কার্ডের ফটোকপি দেখাতে হবে না। সঙ্গে শুধু মোবাইল থাকলেই হবে। আপনি যে স্থানে যাচ্ছেন, হোটেলে ব্যাংক কিংবা হাসপাতাল সব ক্ষেত্রেই সঙ্গে এই অ্যাপ থাকলে সুবিধা হবে।
সেখানে থাকছে একটি বিশেষ কিউআর কোড। আপনাকে যেটা করতে হবে, মোবাইলটি খুলে শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করতে হবে। সেখান থেকে আপনার পরিচয় ডিজিটালি ভেরিফাই হয়ে যাবে। আগের মতো আর আঙ্গুলের ছাপ,চোখের স্ক্যান, ফটোকপি জমা দেওয়ার টেনশন থাকবে না।
আরও পড়ুন: নববর্ষ অফার! মাত্র 100 টাকায় প্ল্যান আনলো Reliance Jio! টানা ৯০ দিন ধরে নো চিন্তা। আজই রিচার্জ করুন
আধার অ্যাপ থেকে কী কী সুবিধা মিলবে?
১) আগেই বলা হয়েছে আধার অ্যাপের মাধ্যমে বেশ কিছু সুবিধা মিলবে। যেমন, হোটেল, দোকান, ব্যাঙ্ক ইত্যাদি জায়গায় আর আলাদা করে পরিচয় প্রমাণের জন্য আর আধার কার্ডের ফটোকপি বহন করতে হবে না বা ফটোকপি দেখাতে হবে না। সেক্ষেত্রে শুধু কিউআর কোড স্ক্যান করলেই হবে।
২) আপনার ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকবে। শুধুমাত্র তা ডিজিটালি যাচাই করা হবে। অতএব আপনার তথ্য কেউ হাতিয়ে নিতে পারবে না।
৩) এখন থেকে ফিঙ্গারপ্রিন্ট বা চোখের স্ক্যান করার প্রয়োজন থাকছে না। ফলে যাচাই পদ্ধতি সম্পূর্ণ ঝুঁকিহীন এবং নিরাপদ হবে।
৪) আগে আধার কার্ডের ফটোকপি ব্যবহার করে অনেকেই প্রতারণা বা জালিয়াতি করতো। কিন্তু এখন এই অ্যাপের মাধ্যমে ফ্রডের আশঙ্কা দূর হবে।
আরও পড়ুন: নববর্ষের সেলে ১১০০০ টাকার কমে সেরা 5G স্মার্টফোনের তালিকা। মোবাইল ফোনে এমন ডিল আর পাবেন না
৫) আগে যেটা হত, অনেকেই নিজের আধার শেয়ার করতে ভয় পেতেন। তবে এখন থেকে এই নতুন পদ্ধতি চালু হয়ে যাওয়ার পর আর সেই ভয় থাকছে না। আধারের কপি আর আলাদা করে জমাও দিতে হবে না।
৬) এখন থেকে গ্রাহকের স্মার্টফোনে সময় বাঁচাবে। যার ফলে মানুষ অনেক বেশি করে সহজে আধার ব্যবহার করতে পারবেন।
উপসংহার: আধার অ্যাপ চালু হয়ে যাওয়ার পর প্রচুর মানুষ যে উপকৃত হতে চলেছেন সেটা তো নিঃসন্দেহে বলা যায়। এই অ্যাপ সম্পর্কিত বিষয় আরো বিস্তারিত জানতে অনলাইনে চেক করে নিতে পারেন।