দেশে চালু হল নতুন Aadhaar App. আগের চাইতে দ্বিগুণ সহজ হল সমস্ত কাজ। সাধারণ মানুষ কী কী সুবিধা পাবেন জানুন।

Aadhaar App Launched In India

ভারতের জনসাধারণের স্বার্থে চালু হলো আধার অ্যাপ (Aadhaar App). এবার বাড়িতে বসেই মিলবে সব সুবিধা। ভারতবর্ষের মানুষের জন্য অতি প্রয়োজনীয় নথি এই আধার কার্ড। তবে সমস্ত জায়গায় আধার কার্ড বহন করে নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই মানুষ চাইছিলেন সমাধান। আর এবার অ্যাপ্লিকেশন চালু হলো। অতএব বাড়িতে বসেই সমস্ত সুবিধা পেয়ে যাবেন।

What Is Aadhaar App?

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা চালু হওয়া একটি অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন হল এই আধার কার্ড অ্যাপ। এই অ্যাপটি চালু হয়েছে বলে এখন থেকে ভারতের জনগণকে আধার কার্ডের ফিজিক্যাল কপি বা ফটোকপি আর সঙ্গে রাখার প্রয়োজন নেই। এবার থেকে শুধুমাত্র QR কোড স্ক্যান করেই একজন ব্যক্তি আপনার পরিচয়ের প্রমাণ দিতে পারবেন।

আধার অ্যাপের সুবিধাগুলি কী কী?

দেশে চালু হওয়া এই আধার অ্যাপের সুবিধা নিয়ে ইতিমধ্যে চারিদিকে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই অ্যাপের প্রধান সুবিধা হল এটি আসার পর আধার কার্ডের ফটোকপি আর দরকার হবে না। এই অ্যাপটি থাকলে আপনার জীবন আরো অনেক বেশি সহজ হয়ে উঠবে। কারণ এখন থেকে আপনি আপনার হাতের স্মার্টফোনেই পেয়ে যাবেন আধার কার্ডের সমস্ত সুবিধা। এবার এই অ্যাপটির মাধ্যমেই যে কোনো জায়গা থেকে হোটেল বুকিং, সিম কার্ড কেনা সবকিছুই করা সম্ভব হবে।

আধার অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন?

আধার অ্যাপ ব্যবহার করতে হলে আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আর তার জন্য কী কী স্টেপ ফলো করতে হবে আসুন দেখে নেওয়া যাক। একইসঙ্গে আধার অ্যাপের রেজিস্ট্রেশন করার পদ্ধতিটিও আলোচনা করে নেওয়া যাবে।

  • আধার অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে ভিজিট করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে।
  • এবার এখান থেকে “Aadhaar” লিখে সার্চ করুন।
  • এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে UIDAI-এর অফিসিয়াল অ্যাপ।

আরও পড়ুন: Aadhaar Card তৈরি বা আপডেট করবেন? এই নথিগুলো না থাকলেই বিপদ! জারি নয়া নির্দেশিকা

আধার অ্যাপে রেজিস্ট্রেশন করবেন কিভাবে?

  • অ্যাপটি ডাউনলোড করার পর আপনার পছন্দের ভাষা যেমন, ইংরেজি অথবা বাংলা বেছে নিতে হবে।
  • এরপর উল্লেখ করা জরুরি আপনার আধার নম্বরটি লিখুন।
  • এরপর রেজিস্ট্রেশন করার জন্য একটি এসএমএস পাঠান ১৯৪৭ নম্বরে।
  • এবার আপনাকে ফেস অথেন্টিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
  • এর জন্য, মুখটি স্ক্রিনের বৃত্তের মধ্যে রাখতে হবে আর চোখ স্থির করতে হবে।
  • এর পরের ধাপে একটি ছয় সংখ্যার পিন আপনার সেট করে নিতে হবে পাসওয়ার্ড হিসাবে।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে, এই আধার অ্যাপটি আপনার আধার কার্ডের তথ্য, ছবি, ঠিকানা এবং জন্মতারিখ দেখাবে।

আরও পড়ুন: কালোবাজারি রুখতে স্মার্ট রেশন কার্ড দেওয়া হবে গ্রাহকদের! বড় সিদ্ধান্ত নিলো সরকার

উপসংহার

তাহলে আর দেরি কেন? চটপট নিজের ফোনে ডাউনলোড করে নিন আধার অ্যাপটি। আর খুব সহজে সমস্ত সুবিধা ভোগ করুন। কারণে এই অ্যাপটি আসার পর থেকে জনসাধারণের সুবিধা অনেকটাই বেড়ে গেছে। আপনিও সেই সুবিধা নেবেন অবশ্যই।

Related Articles

Back to top button