Aadhaar Card: আধার কার্ডের এই নিয়মগুলি জানেন না 90 শতাংশ মানুষ! আর আপনি জানেন তো? না হলেই বিপদ!

ভারতবর্ষের মানুষের কাছে অতি প্রয়োজনীয় ডকুমেন্ট আধার কার্ড (Aadhaar Card). এই ডকুমেন্ট লাগে সর্বত্র। নতুন ব্যাংক একাউন্ট খোলা থেকে, নতুন সিম কার্ড নেওয়া, পরীক্ষায় বসা থেকে চাকরির আবেদন সমস্ত ক্ষেত্রেই প্রয়োজনীয় ডকুমেন্ট হল আধার কার্ড।

সকলের কাছে এই ডকুমেন্ট থাকলেও অনেকেই কিন্তু আধার কার্ড (Aadhaar Card) সম্পর্কিত বহু নিয়ম জানেন না। যেমন- একজন ব্যক্তি সারা জীবনে কতবার আধার তৈরি করতে পারবেন, আধার কার্ডের নাম পরিবর্তনের সীমা কী, ডেট অফ বার্থ নিয়ে তথ্য, আধার কার্ডের DOB বা আধার হারিয়ে গেলে একজন ব্যক্তি কী করবেন, ইত্যাদি। আসুন আজকের প্রতিবেদনে এই সকল বিষয়ে জেনে নেওয়া যাক।

এখন থেকে নতুন সিম কার্ড নিলে মানতে হবে এই নিয়মগুলি। জেনে নিন বিস্তারিত

Aadhaar Card Important Update

প্রথমেই যে প্রশ্নটির উত্তর জানা যাক, সেটি হলো একজন ব্যক্তি কতবার আধার কার্ড (Aadhaar Card) বানাতে পারবেন? আসলে আধারে একটি বারো ডিজিটের নম্বর লেখা থাকে, যা ভারতের নাগরিকদের কেবল মাত্র একবারের জন্য দেওয়া হয়। অর্থাৎ, আপনি যখন একেবারে প্রথমবার আপনার আধার কার্ড তৈরি করবেন, তখনই আপনার বায়োমেট্রিক বিবরণ নিয়ে নেওয়া হবে। আপনার আধার কার্ডে উল্লেখ থাকবে একটি 12 সংখ্যার নম্বর।

এখানেই জেনে রাখা জরুরি যে, একবার জারি করা আধার নম্বর একজন নাগরিকের জন্যই বরাদ্দ থাকে। সহজ কথায় এর অর্থ, কোনও একজন নাগরিক তাঁর পুরো জীবনে একবারের জন্যই আধার নম্বর দিতে পারবেন। পরে চাইলে নাম অথবা ছবি পরিবর্তন করতে পারেন, কিন্তু এই নম্বর বদলাবে না।

14 সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ড আপডেট করেন নি? বিপদে পড়ার আগে কী করবেন জেনে রাখুন

একজন ব্যক্তি চাইলে তাঁর আধার কার্ডে কিছু ভুল থাকলে পরিবর্তন করে নিতে পারবেন। কিন্তু একবার জারি করা আধার নম্বর সেই ব্যক্তির জন্য চিরকাল একই থাকে। অর্থাৎ আপনি শুধুমাত্র একবার আধার কার্ড করে নিতে পারবেন। তবে যদি আধার কার্ড পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে নির্দিষ্ট নিয়ম মানতে হবে।

Aadhaar Card Rules 2024

আধার কার্ডে একজন ব্যক্তির জন্মতারিখ, তাঁর ঠিকানা, নাম, মোবাইল নম্বর, ছবি, জেন্ডার বদল করা যায়। তবে তার জন্য নির্দিষ্ট নিয়ম আছে যা জানা জরুরী।

  • জন্ম তারিখ: একজন আধার ব্যক্তি একবারের জন্য জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন। যদি আপনার প্রথমবার ভুল হয় তাহলে ডেট অফ বার্থ শুধুমাত্র একবার পরিবর্তন করার সুযোগ পাবেন। আর যদি DOB দ্বিতীয়বার ভুল হয় তবে কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। নাম:  একজন ব্যক্তির আধার কার্ডে মাত্র দু’ বার আধার কার্ডে নাম পরিবর্তন করা যায়।
  • ঠিকানা ও ছবি: অনেকেই আছেন যারা ঘনঘন ঠিকানা বদল করেন। তাই UIDAI-এর নিয়ম বলছে, কোনো একজন ব্যক্তি তার জীবনে বহুবার আধার কার্ডের ঠিকানা বদল করতে পারেন। আর এই একই নিয়ম প্রযোজ্য ছবি বদলের ক্ষেত্রেও। এমনকি মোবাইল নম্বরও একের বেশি বার বদল করা যায়।
  • জেন্ডার: UIDAI-এর নিয়ম অনুসারে একজন ব্যক্তির আধার কার্ডে জেন্ডার পরিবর্তনের সীমা শুধুমাত্র একবার নির্ধারণ করার নিয়ম রয়েছে।

Purbasha