AIASL Recruitment 2024: এয়ার ইন্ডিয়াতে 1049 শূন্যপদে নতুন কর্মী নিয়োগ। 28,605/- টাকা বেতন! কিভাবে আবেদন করবেন জানুন

আপনি কি চাকরি খুঁজছেন? ভালো বেতনের চাকরির সন্ধানে আছেন? তাহলে নতুন চাকরির খবরটি আপনার জন্য জরুরি হতে চলেছে। এই প্রতিবেদনে আমরা আলোচনা করছি এয়ার ইন্ডিয়ার নতুন নিয়োগ সংক্রান্ত ব্যাপারে(AIASL Recruitment). সম্প্রতি এয়ার ইন্ডিয়ার তরফে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

আর সে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচুর শূন্যপদে এখানে কর্মী নিয়োগ হবে(AIASL Recruitment). প্রার্থী নিয়োগ হবে হাজার হাজার পদের জন্য। সর্বমোট 1049 পদে নতুন করে নিয়োগ চলছে। প্রত্যেকটি চাকরির মতো এখানেও রয়েছে যোগ্যতা মানদন্ড, নিয়োগের নির্দিষ্ট নিয়ম, ইত্যাদি। প্রতিমাসে ভালো স্যালারি পাবেন নিযুক্তরা। এখন যেটা নেওয়া যাক নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত।

AIASL Recruitment 2024

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার তরফে নতুন করে প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তি জারি হল(AIASL Recruitment). আপনারাও এই নিয়োগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন। এয়ার ইন্ডিয়ার নিয়োগ সম্পর্কিত ভ্যাকেন্সি ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, মাসিক বেতন এবং আবেদনের পদ্ধতি উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে। চাকরিপ্রার্থীদের জন্য আশা করা যায় এই প্রতিবেদন উপকারী হবে।

AIASL Recruitment Full Details 2024

১) ভ্যাকেন্সি ডিটেলস

গত ২৯/০৬/২০২৪ তারিখে AI AIRPORT SERVICE LIMITED (AIASL)-এর তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। সারা ভারতের জন্যই প্রার্থী নিয়োগ হবে। মোট ১০৪৯ পদের জন্য নতুন নিয়োগ। কোন কোন পদে নিয়োগ হচ্ছে? এয়ার ইন্ডিয়ার তরফে নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের চাকরি দেওয়া হবে দুটি পদের জন্য। এই সেই দুটি পদ হলো- (sr. customer service Executive) ও (Customer Service Executive). চাকরির জন্য কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন জানাবেন জেনে নিন।

রাজ্যে 700 শূন্যপদে প্রার্থী নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কোন কোন সরকারি দপ্তরে নিয়োগ? জেনে নিন

২) শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা এয়ার ইন্ডিয়ার নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাঁদের জেনে নিতে হবে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। যারা এখানে চাকরি পেতে চাইছেন, তাঁদের কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট পাশের সার্টিফিকেট রাখতে হবে। অর্থাৎ প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে। তবে তিনি এই নিয়োগে আবেদন জানাতে পারবেন।

৩) বয়সসীমা

প্রত্যেকটি নিয়োগের মতো এয়ার ইন্ডিয়ার নতুন নিয়োগেও বয়স সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নিয়োগে আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছু ছাড় পাবেন। SC, ST, প্রার্থীরা বয়সের ক্ষেত্রে পাঁচ বছর, OBC প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবেন।

ভারতীয় রেলে 1376 পদে স্টাফ নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন, মাসিক বেতন 44900/- টাকা

৪) মাসিক বেতন

এয়ার ইন্ডিয়ার নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পাবেন, প্রতিমাসে তাঁদের বেতন হবে যথেষ্ট ভালো। বিজ্ঞপ্তি থেকে জানা যায় নিযুক্ত প্রার্থীদের বেতন হবে ২৮,৬০৫ টাকা। এছাড়াও থাকছে অন্যান্য সুযোগ সুবিধা।

৫) আবেদন জানাবেন কিভাবে

  • আবেদনে আগ্রহী প্রার্থীদের প্রথমে এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • তারপর অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করবেন।
  • আবেদন পত্রের প্রতিটি তথ্য যথাযথ ভাবে উল্লেখ করবেন। কোন তথ্য যেন ভুল না হয়।
  • আবেদনপত্রটি সঠিক ভাবে ফিল আপ হয়ে গেলে ডকুমেন্ট গুলি যেগুলি যাওয়া হয়েছে সেগুলি জমা দিন।‌
  • এরপর পুরো আবেদনপত্র একবার রিচেক করে নিয়ে সাবমিট করে দিন।‌
  • অবশ্যই একটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখবেন। এটি পরবর্তীতে দরকার হতে পারে। আর এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল সাইটে নজর রাখুন।

৬) আবেদনের সময়সীমা

এই নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ০১/০৭/২৪ তারিখ থেকে। প্রার্থীদের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে আগামী ১৪/০৭/২৪ তারিখ পর্যন্ত। এর মধ্যে অবশ্যই নিজের আবেদন জমা করুন।

৭) নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগে আবেদনকারীদের চাকরি দেওয়া হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করে। আপনারা পরীক্ষা দিয়ে নির্বাচিত হলে চাকরিতে জয়েন করতে পারবেন। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।

Related Articles

Back to top button